৩৮শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা কিন্তু মুখে দিবা মাত্রই মাতৃদুগ্ধ পৰ্যন্ত ज्रङिर्छ छूहेम्ना खेठिंबू ।
- এই সময়ে সেজদাদা ( 8হেমেন্দ্রনাথ) একবার খুব পীড়িত হষ্টয়াছিলেন । আমাদের গৃহ চিকিৎসক বেলি সাহেব তাহাকে চিকিৎসা করিতেছিলেন । আবার তলে তলে রাজেন্দ্র বাবুৰ গেমিওপ্যাপিও চলিতেছিল। একদিন' রাজেন্দ্রবাবু রোগীর ঘর হইতে বাহির হইতেছিলেন এমন সময় বেলিসাহেব রোগীকে দেখিতে আসেন। কুয়ারেই দুইজনের চারি চক্ষের মিলন। রাজেন্দ্র বাবুকে যেমন দেখ, বেলি সাহেব একেবারে তেলে বেগুনে জলিয়া উঠিলেন । ক্রোধে কঁাপিতে কঁাপিতে টুপি ফেলিয়াই একছুটে গাড়ীতে গিয়া উঠলেন। যাইতে যাইতে বলিয়া গেলেন “মাৰ্চেণ্ট আবার ডাক্তার ?” এই বিপদে গণেন্ দাদা সাহেলের পশ্চাদ্ধাবন করিয়া" র্তাহাকে অনেক কাকুতি’ মিনুতি করিয়া ফিরাইয়া আনিলেন ।
“গণেন. দাদা একজন লেখক ছিলেন। নাট্যাকারে তিনি বিক্রম উৰ্ব্বণী অনুবাদ করিয়াছিলেন । তিনি অতি চমৎকার ব্রহ্মসঙ্গীত রচনাও করিতে পারিতেন। "গাও ছে তাহারি নাম রচিত . যায় বিশ্বধাম” প্রভৃতি সুন্দর গানগুলি ॐशब्रहे ब्रक्रिड । डिनि हेडिशन খুৰু ভাল বাপিতেন। অনেকগুলি ঐতিহাসিক প্রবন্ধও তিনি লিখিয়াছিলেন । তাহার भcषा कडक खनि ऊँiशब शृङ्गाब *ब* প্রকাশিত হইয়াছে। অপ্রকাশিত রচনা জ্যোতিরিন্দ্রনাথের জীবনস্থতি ¢ტa এখনও থাকিতে পারে। তিনি খুব অল্প বয়সেই মারা যান।” "এই সময়েই শ্ৰীযুক্ত নবগোপাল মিত্র মহাশয়ের উদ্যোগে ও শ্ৰীযুক্ত গণেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের আমুকুল্য ও উৎসাহে “হিন্দুমেলা” প্রতিষ্ঠিত হইল। শ্ৰীযুক্ত দ্বিজেন্দ্রনাথ ঠাকুব ও দেবেন্দ্রনাথ মল্লি ক মহাশয়ের মেগার প্রধান পৃষ্ঠপোষ ক্ষ ছিলেন । শ্ৰীযুক্ত শিশির কুমার ঘোষ এ 1ং মনোমোহন বম ও এই মেলায় খুব উৎসাহী ছিলেন । এ মেলায় তখন কৃষি, চিত্র, শিল্প ভাস্কৰ্য, স্ত্রীলোক দ্বিগের হুচি ও কারুকার্য্য, দেশীয় ক্রীড়া-কৌতুক ও ব্যায়াম প্রভৃতি জাতীয় সমস্ত বিষয়ই প্রদর্শিত হইত। এ উপলক্ষ্যে কবিতা প্রবন্ধাদিও .পঠিত হইত। ন গোপাল বাবু দেখা হইলেই জ্যোতিরিন্দ্রনাথকে ভারতবিষয়ক উত্তেজন|পূর্ণ একটা কবিতা লিখিতে অনুরোধ করিতেন । জ্যোতিবাবু এ সময় , কবিতা লিখিতেন না, বা এর পূৰ্ব্বেও কখন লেখেন নাই। কিন্তু ক্রমাগত অমুরুদ্ধ হওয়ায়, তিনি একটি কবিতা (২) লিখিলেন । কবিতা রচিত হইলে, নবগোপাল বাবু গণেন্দ্র বাবুকে দেখাইঠ লইয়া গেলেন।. জোতি বাবু সেখানে কবিতা পাঠ, করলে, তিনি (গণেন্দ্র বাবু ) “বেশ হয়েছে, এটা এরার মেলায় পড়তে হবে বলিয়৷ ইহাকে উৎসাহিত করিলেন । সোরকার . মেলায় শ্ৰীযুক্ত শিবনাথ ভট্টাচাৰ্য্য •েএখন শাস্ত্রী ) শ্ৰীযুক্ত অক্ষয়চন্দ্র চৌধুরী ও জ্যোতিত্বাবু—এই তিন জনের তিনটি কবিতা পঠিত হয়। (২) ১৩১৩ সালের পৌষ সংখ্যা "ভারতী"তে কবিতাটি প্রকাশিত হইয়াছিল। শ্ৰীবসন্ত ।