৩৮৭ বর্ষ, ষষ্ঠ সংখ্যা হইয়া যাইত। এগুলি কচি কচি পাতা u4ीद१ কুঁড়িগুলিকে বিনষ্ট করিয়া বৃক্ষটির বৃদ্ধির পথে সমুহ বিঘ্ন উৎপাদন করিতে লাগিল। যখন বুঝিতে পারিলাম এইপ্রকার বিয়ের একমাত্র কারণ, ঐ পিপীলিকা-গাভী তখন সেগুলিকে ধ্বংস করিতে সচেষ্ট হইলাম। পর বৎসর মার্চ মাসে আমি পিচকারির * সাহায্যে বৃক্ষটিকে উত্তমরূপে ধৌত করিলাম— ফলে মে মাস পর্য্যন্ত বৃক্ষটি উহাদের আক্রমণ হইতে রক্ষা পাইল । নুতন পাতা ও ফুলে বৃক্ষট লক্ লক্ করিতে লাগিল! দেখিয়া আমার খুব আনন্দ হইল ; কিন্তু এ আনন্দ স্থায়ী হইল না । একদিন প্রভাতে দেখিতে পাইলাম, যথেষ্ট পরিমাণ পিপীলিকা বৃক্ষটর গোড়ায় দৌড়াদৌড়ি করিতেছে । বিশেষ ভাবে লক্ষ্য করিয়া দেখিলাম পিপীলিকার * এক একটী গাভী সঙ্গে করিয়া লইয়া সে• গুলিকে বৃক্ষের পাতায় পাতায় সংৰক্ষিত করিতেছে। শীঘ্রই বৃক্ষের * নিম্নদেশের পাতাগুলি উহার একেবারে আচ্ছন্ন করিয়া ফেলিল। তারপর কয়েক সপ্তাহের ভিতর পুনরায় বৃক্ষটা পূৰ্ব্বের স্তায় শোচনীয় অবস্থা প্রাপ্ত হইল। আমি বৃক্ষস্থ , সমস্ত পিপীলিকা-গাভীকে ধ্বংস করুিয়াছিলাম কিন্তু কিছুদিনের • ভিতরই আমার বাগানের পিপীলিকার দূর প্রদেশ হইতে নুতন গাভী ধরিয়া আনিয়া পুনরায় সে বৃক্ষে স্থাপিত করিয়াছে দেখিলাম ।” পূৰ্ব্বে একস্থানে বলা হইয়াছে যে, অনেকু পিপীলিকা নিজ অবিশুক অপেক্ষা অতিরিক্ত দুগ্ধ পান করিয়া সেই অতিরিক্ত পরিমাণ ইন্ধ অন্ত পিপীলিকাদের পান করিতে দেয়। ○ 源 (t8చి এই প্রণালীতেই রাণীপিপীলিকাদিগকেও দুগ্ধ পান করাইয়া থাকে। 尊 蠢 ( 8 ) * & সাধারণতঃ তিন জাতীয় পিপীলিকার ভিতবু দাসদাসী রাখিবার প্রথা দেখিতে পাওয়া যায়। গৃহের . দাসদাসী বৃদ্ধি করা ইহাদের একটি কর্তব্য কৰ্ম্ম বলিয়া গণ্য। এই উদ্দেগু সিদ্ধির জন্ত উহার স্বযোগ ও সুবিধামত "অন্য পিপীলিকাগৃহ, আক্রমণ ও তল্লাস করে । এবং প্রায়ই এইরূপে বিপক্ষ দুর্গ আক্রমণ করিয়া যুদ্ধে ব্যাপৃত হয়। উভয় পক্ষে তুমুল সংগ্রামের পর বিজেতাদল বিজত • পিপীলিকাগৃহের बांदउँौग्न ७छि (larva) त्रू&न कब्रिघ्न बाहेब्र যায়। এই লুষ্ঠিত গুটিগুলিকে উহার উপযুক্ত যত্নসহকারে প্রতিপালন করে এবং তাহ হইতে অসংখ্য পিপীলিকা শিশু দাস • হইয়া , জন্মগ্রহণ কবে। অতঃপর উহাদিগকে নানা প্রকার কার্য্য শিক্ষা দেওয়া হয়। সাবা জীবন অতি বিশ্বস্ত ভূত্যের দ্যায় উহার প্রভু দিগেব নির্দেশ মত কাৰ্য্য করিয়া যায়, তাহাতে একটুও শৈথিল কবে না। প্রভূদেব গৃহকে উহার নিজ গৃহের, স্তায় মনে रुबिश'शय्क । F, Sanguinea— জাতীয় পিপীলিক সংখ্যায় অতি অল্প দাস রাখে। কিন্তু, F. Ratescenescra श्रादांब দাস বৃদ্ধি করিবার ইচ্ছাটা বেজায় প্রবল। F. Sauguineatt: দাস কম বলিয়া সংসারের যাবতীয় কাৰ্য্য ইহারা নিজেরাই সম্পন্ন করে। --মাত্র গৃহাভ্যন্তরের খুঁটিনাটি কাজই দাস দাসীর উপর দ্যস্ত হয়। উহারে দাসগুলি কখনও বিবরের বাহিরে
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।