((($, ფ· করিয়া হাততালি না দিয়া আমি থাকিতে পারিলাম না ।” ইহা যথার্থই সত্য যে প্রাণীজগতের ক্ষুদ্র ক্ষুদ্র জীবগণ একত্র সম্মিলিত হইয়। অনেক অসাধ্য সাধন করিতে পারে। আবিষ্কারধগণ বলেন যে, আটক সমুদ্রে এক প্রকার ক্ষুদ্র হাঙ্গর আছে. তাহীদের “dog-fish Rzn | তাহার একত্র মিলিত হইয়া তিমি মৎসকেও আক্রমণ করে। তিমি মৎস একবার লেজ নাড়া দিলেই এইরূপ শত শত, ক্ষুদ্র জীব মারা যায়। কিন্তু তাহারাও খুব চতুর, সময় বুঝিয়া ভারতী ইংরাজীতে, আশ্বিন, ১৩২১ আক্রমণ করে! যতক্ষণ না তিমি সমুদ্রের উপর ঘুমাইয় পড়ে ততক্ষণ, তাহারা অপেক্ষ করে। তার পর ঘুমাইলেই ঐ মাছের ঝাক এক সঙ্গে তাহার দেহের উপর উঠিয়া পড়ে এবং সকলে একত্র মিলিয় তাহাকে কামড়ায় । যতক্ষণ না তিমি খুব দুৰ্ব্বল হইয় পড়ে এবং তাহীদের আয়ত্তের মধ্যে আসে তুতক্ষণ তাহার এই কৌশল প্রয়োগ করিতে থাকে । পরে যথার্থই তাহারা এই নিরুপায় ভীষণ জন্তুটিকে জীবন্ত অবস্থাতেই খাইয়া ফেলে ! শ্ৰীঅনিলচন্দ্র মুখোপাধ্যায় ساچ-تحته است স্রোতের ফুল (- ১০ ) নবকিশোর মালতীকে এক রকম জেদ করিয়া এখানে আনিয়া এই লাঞ্ছনার আবর্তে ফেলিয়াছে ; তাঙ্গর উপর আসিয়া অবধি তাহার একবারও সাক্ষাৎ পাওয়া যায় নাই, মালতী বাচি আছে কি মরিয়া গেছে সে খবরটা পর্যন্ত না লইয়। সে"ধর্ম, নিশ্চিন্ত হইয়া আছে ; ইহা মালতীর কাছে অমার্জনীয় অপরাধ বলিয়া বোধ হইতে লাগিল। সে নবকিশোরের নিশ্চিন্ত শান্তি ভঙ্গ করিবার জষ্ঠ ব্যস্ত হইয়া উঠিল । এখন তাহাকে ডাকিয়া পাঠাইতে হইলে কোনো দাসীর শরণাপন্ন হওয়া ছুড়ে ত উপায় দেথা যায় না। দাসীর সর্দারণী রোহিণীকে কোনো অনুরোধ করিতে মালতীর প্রবৃত্তি হইল না । হাবার মা-বলিয়া হবার মা "ভালো মানুষ হওয়া সম্ভব; এই মনে করিয়া মালতী, তাহাকে একদিন নির্জনে পাইয় মিনতির স্বরে বলিল—হাবীর-মা আমার একটু উপকার করতে পারবে ? হাবার মা উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল -কি দিদিমণি ? —তুমি যদি একটু দয়া করে নবকিশোর * বাবুকে ডেকে দাও । " 總 —এ আর বড় কথা কি দিদিমণি? এখুনি ডেকে আনছি।—বলিয়া প্রস্থান করিল। পথে রোহিণীর সঙ্গে দেখা । রোহিণী জিজ্ঞাসা করিল—হঁ্যালা হন হন করে’ কোথায় চলেছিস ?" . © —কোথায় আবার যাব ? এই মালতী দিদিমণ একবার দাদাঠাকুরকে ডেকে দিতে বন্ধে তাই একবার ভট্চায্যি-বাড়ী যাচ্ছি।
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।