৩৮শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা খুড়িমা বুঝিলেন রোহিণী আড়ি পাতিয়া . ' সব কথা শুনিয়ু আসিয়া আগে ভাগেই গিরিকে সব জানাইয়া রাখিয়াছে। এখন কিছু গোপন করিবার প্রয়াস বৃথা । তখন তিনি রোহিণীর কথু যেন শুনিতেই পান নাই এমনি ভাবে নিজের কথার ধারাবাহ, রূপেই বলিতে লাগিলেন—আমিও মালতীকে বল্লাম, এমন জায়গাতেই তুই শাসন,মানছিস নে, নিজে স্বাধীন হলে ত রক্ষে রাখবিনে । ভালো ছিল্লেল্প ভাগ্যক্রমে বদি এসে পড়েছিল তবে হাতের লক্ষ্মী সাধ করে পায়ে ঠেলুতে চাচ্ছিস কেন ? } в —ন ছোট বো, অমন জাহ,বীজ মেয়ের ঠাই আমার এ বাড়ীতে আর হবে না । ཙཱ་ཨཱི་ ওকে সামলে রাখতে পারবে না । তোমার বোনবিধ জন্তে আমাদের স্বদ্ধ, মাথা হেঁট হবে ? এর মধ্যেই তু তোমার বোনকির so গুণের কথায় গাময় টি ঢ়ি পুড়ে গেছে। আজ ত সন্ধ্যে হল, কালকে কিশোরকে ডেকে আমি বলব ওকে রেখে আমুক গে । আমি এত পরের ঝক্কি সইতে পারব না ! এমন সব স্লেচ্ছপনা দেখতে পারব না ! 驗 খুড়িমা মিনতির স্বরে বললেন--দিদি, বড় গাছেই ঝড় লাগে ; বট অশথ গাছেই * পাখীর বাসা বাধে, অপবিত্র করে ; কিন্তু তাতে গাছের গৌরবই বাড়ে, বট অশথ মানুষের কাছে দেবতার পূজে পায়। তোমার বড় হিল্লের কত লোক শাস্তিতে আশ্রয় পেয়েছে। মেয়েটাকে যদি পায়ে একটু স্থান দিয়েছ তবে ওকে একেবারে রসাতলে ফেলে দিয়ে না। তুমি ওকে ত্যাগ করলে ওর সর্বনাশ হবে। স্রোতের ফুল শেষে কি , @鸟ö খুড়িমার কথায় গিরির বিরাগ তুম্ববেগ হইয়া গেল। প্রসন্ন অমুকম্পার সহিত বলিলেন—তা ত বুঝছি ছোট বেী, কিন্তু ও মেয়ে কি শোধরাবার ? মুয়ে ডুব দেয় না, ডিঙি মেরে চলে, একেবারে ধিঙ্গি ! ভয় হয় পাছে ওর দেখাদেখি অন্ত বেঝিগুলো পৰ্যন্ত বিগড়ে যায়। খুড়িঃ চোখ মুছিয়া বলিলেন–দিদি, তুমি সতী লক্ষ্মী ভাগিামানি ; তুমি আশীৰ্ব্বাক্ষ কর ওর মতিগতি ফিরবে। এখানে এলে হাত শুধু করে থান ত পরেছে। অন্ত সব বদখেয়ালও ক্রমে ক্ৰমে ছাড়বে। গিরি বলিলেন—তবে আগে ওর ঐ ঘাগরটি ছাড়াও ছোট বোঁ ! ঐ ঘাগরাটাই যত নষ্টের গোড়া !" খুড়িমার সহিত যখন গিল্লির কথাবার্তা হইতেছিল সেই অবকাশে ক্ষম, মোক্ষদা, জয়, পাচুরমা প্রভৃতি এক দঙ্গল নবীন ও প্রবীণা, গিয়া মালতীকে • আক্রমণ করিয়াছিল। ক্ষম ডাকিল—ওলো তাই মালতী, কি কচ্ছিস লো ? கு আজ এই গায়ে পড়িয়া সাধিয়া ভাব করিতে আসার উদ্বেগু মালতী বেশ বুঝিতে পারিল । সে কোন উত্তর না দিয়া একমুনে প্রদীপের কাছে মাথা' হেঁট করিয়া বসিয়া মুপারি কাটিতে লাগিল। . • মালতীর উত্তর না পাইয়া ক্ষমা জনাস্তিকে ༢།གེག--ཧྲེ༔ ། গুমর দেখলে হয়ে আসে – মালতীকে বলিল—কথা কচ্ছিসনে কেন ভাই ? কিসের জন্তে এত রাগ ? পচুর মা ক্ষমার কানে কানে অথচ
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।