&సి 8 t সম্ভবপর যলিয়া বোধ হয়। আর্য্যগণ আদি মেরুস্থান হইতে নুতন বাসস্থানে অধিষ্ঠিত ..হওয়াতেই যে র্তাহারা ইলাবৃতের স্বর্গভ্রষ্ট • অধিযাসীরূপে বর্ণিত হইয়াছেন তাহ সহজেই অনুধাবন করা যাইতে পারে। ইলাবৃতে্যু লোক সকল অজয় অমররূপে উল্লিখিত হওঁয়ায় ইহাদিগের মধ্যে যে দেবত্ব আরোপিত হইয়াছে; ইহাও সহজ বোধ্য। মেরুর দক্ষিণবর্তী ইৰ্ধবৃত বা উত্তরকুরুই যে বুহ্মলোক এক্ষণে আমরা তাছাই প্রতিপাদন করিতে চেষ্ট পাইব । প্রথমেই আমরা “ইলাবৃত” শব্দের মুলার্থ নিরূপণের চেষ্ট করিব । “ইলাবৃত” শব্দ ইলা ও বৃত এই দুই শব্দযোগে নিম্পন্ন। ইল শব্দের অর্থ ‘বাক্য, বৃত শব্দের অর্থ ‘বেষ্টি ও’। সুতরাং ইলাবৃত শব্দের . অর্থ বাক্য দ্বারা বেষ্টিত। কিন্তু দেশ, বাক্যদ্বারা, বেষ্টিত হওয়ার অর্থ শরিষ্কাররূপে বোধগম্য হয় না। ইলা শব্দের যে দুইটা রূপান্তর আছে ত্বাহীদের সহিত যোগ করিয়া ইলাবৃতের ব্যাখা করিলে ইহার সদর্থ পাওয়া যাইতে পারে। 含》 “রলয়োরভেদঃ”—‘র’ ও ‘ল অভিন্ন এই হয়ে যেমন ইৰ্ণ শব্দের স্কুপান্তর ইরা পাওয়া যায়—তেমনই ‘ড়লয়োরভেদঃ" এই দ্যায়ে ইলা শব্দের রূপান্তর ইড়াও भाख्द्र शब्र। ইলা শবের স্থায় ইয়া শব্দের অর্থ ও বাক্য এধং ইড়া শব্দেরও অর্থ বাক্যেরই অম্বরূপ "ত্বি । ইয়া শবেঃ এক অর্থ ‘সরস্বতী’ও দেখিতে পাওয়া যায়। সরস্বতী অমিয়া বৈণিক, এক' নদীর মামও প্রাপ্ত হই। ইরা শব্দের যে এক ভারতী আমাদের নিকট সরস্বতী বেষ্টিত আখিম, ১৩২১ অর্থ জল আছে, (১) যাহ ইরাবতী শবে দেখিতে পাওয়া যায়—তাহা হইতেও নদী অর্থ উৎপন্ন হইতে পারে। সুতরাং ইলাবৃত দেশ বলিয়াই বোধ হয় । সরস্বতীর তীরে আর্য্যগণ স্তুতি করিয়া দেবতাদিগের উপাসন করিতেন। ইড়া বা ইলা শব্দে এই দেব'স্ততির অর্থই পাওয়া যায়। বেদে স্তুতি বুঝাইতে ‘ব্ৰহ্ম: শব্দেরই বহুল প্রয়োগ দৃষ্ট হয়। সুতরাং “ইলাবৃত” স্তুতি বা ব্ৰহ্মবহুল দেশই হয়। স্তুতিবাচক ব্ৰহ্ম হষ্টতেই দেবরূপ ‘ব্রহ্মা’ ও ব্রহ্মের বিকাশ হইয়াছে। সুতরাং ইলাবৃত ‘ব্ৰহ্ম বা স্তুতির দেশ হইতে যে ব্ৰহ্মা " বা 'ব্ৰহ্ম দেবতার দেশ হইবে তাহা সহজেই সিদ্ধাস্ত করা যায়। মমুসংহিতায় আমরা আর্য্যদিগের প্রথমাধিষ্ঠানের ফে "ব্রহ্মাবৰ্ত্ত" নাম প্রাপ্ত হই তাহ আমাদিগের নিকট "ইলাবৃত্ত’ বলিয়াই মনে হয় । ব্ৰহ্মাবর্তের সংস্থান মনুসংহিতায় এইরূপ বর্ণিত হইয়াছে – "সরস্বতী দৃষদ্বত্যে দেবনদ্যোর্যদস্তুরম্। তং দেবনিৰ্ম্মিতং দেশং ব্ৰহ্মাবৰ্ত্তং প্রচক্ষতে ॥” ੋਸ਼ੀ দৃষদ্বতী এই ६ं नवनीं वश्ाश्ागतः। লুমিতি দেশকে ಪ್ಲರ್ಸ್ বলে ।” ইলাবৃত যেরূপ স্বর্গভ্রষ্ট লোকদিগের বাসস্থান বলি স্বৰ্গতুল্যরূপে পুরাণে, উক্ত হইয়াছে এস্থলে ব্রহ্মাবর্তকে দেবনিৰ্ম্মিত দেশ বলাতে তাহাও তদ্রুপ স্বৰ্গস্থ স্থানই হইতেছে। সরস্বতী নদী মেরু সন্নিহিত প্রদেশে প্রবাহিত বলিয়াই পুরাতত্ত্ব বিদ •দিগের বর্ণনা হইতে জানিতে পারা যায়। (২) (১) "ইরা তুৰা স্বরাস স্তাৎ।" (২) বিশ্বকোষ।
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।