পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৬০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७४* वर्ष, धर्छ ग१श। মুক্তি to 'ృaస চেহারা তার ভালো-করিয়া মনেই পড়েন, 'কানে শুনিভ মুক্তিকে না বলিলে তার প্রাণ কিন্তু এতদিন তো এটা চোখে পড়ে নাই যে মুক্তি তার বামারই মতো ! হঠাৎ সেই অমুখের দিন হইতে এইটে তার কাছে স্পষ্ট হইয়া উঠিয়াছে এবং যতই দিন যাইতেছে পরম্পরের চেহারার মধ্যে যে একটু আধটু অনৈক্যের রেখা ছিল তাহাও মুছিয়া যাইতেছে। মুক্তিকে যতই দেখিত বামার মার কেবলই মনে হইত—বামা তেওঁ আমার এত বড়টাই গো ! এমনিই ! এমনি করিয়া ভাবিতে ভাবিতে বাম যে তার নাই একথা বামার মা ভুলিয়া যাইতে বসিল । o বামার মাকে পাইয়া মুক্তি যেন একটা আশ্রয় পাইল । সেই আশ্রয় অবলম্বন করিয়া তার হৃদয়-কুড়িটি একটু একটু করিয়া বিকশিত হইয়া উঠিতে লাগিল এবং তারই সৌরভ তার দেহের সমস্ত ,অলিগলির ভিতর ঘুরিয়া ঘুরিয়া তার সমস্তটাকে স্থাগাইয়৷ তুলিতে লাগিল। বামার মার কাছে মুক্তির আর কোনো সঙ্কোচ নাই—সে যা-খুসি-তাই আবদার করে, কাজের সময় বহিয়া গেলেও বামার মার আঁচল টানিয়া বসাইর রাখে, দেরী করিয়া আসিলে রাগ করে এবং চলিয়া যাইতে চাহিলে অভিমান করে। , , • বামার মাও মুক্তির কাছে একেবারে বাধা পড়িয়া গিয়াছিল। সে যে মুক্তিকে লইয়া কি করিবে খুজিয়া পাইত না। তার কেবলই ইচ্ছা হইত মুক্তিকে তার বুকের ভিতুয় করিয়া রাখে। তার নিজের লেই সামান্ত সমস্তটুকু মুক্তিকে উবুড়-করিয়া দিয়াও তার তৃপ্তি হইতেছিল না। সে জারে দিতে চাহিত, আরো দিতে চাহিত্ত। যে কথাটি ঠাগু হইত না ; যে জিনিষটি চোখে লাগিত 4সটি মুক্তির জন্ত না নিতে পারিলে ভারি দুঃখ থাকিয়া ষাইত । 棘 • হারানো ধন ফিরিয়া পাইলে তার যত্ন বাড়ে । বামার জন্ত যতটা না করিতে পারিয়াছিল তার চেয়ে ঢের বেশি সে মুক্তির জন্ত করিতে লাগিল। মুক্তির কাছে বেশিক্ষণ থাকিতে পায় না বলিয়া সে দু-এক ঘবের কাজ ছাড়িয়া দিল এবং ৰে কয়েক ঘরের কাজ রহিল তাহলেও শৈথিল্য পড়িয়া গেল। মুক্তির উপরই তার মন পড়িয়া থাকিত। যখনই সময় পাইত একবার মুক্তিকে না দেখিয়া গেলে তার চলিত না এবং ধাই-বাই-করিয়া উঠিতে উঠতে এতটা কাজের मधग्न पश्च्चि शाहेङ ८य उत्व छष्ठ अंशक মনিবের কাছে তিরস্কার সহিতে হইত। বিকাল-বেল " তার অনেক কাজ ছিল ; তৰু সে যেমন করিয়া পাবে একটু সময় করিয়া মুক্তির চুলটা বাধিয়া দিয়া ধাইত । এবং পানের দোকানে যখন খরিদার থাকুিত না তখন পারে বুড়া-আঙুলে একটা দড়ি বধিয়া মুক্তির জন্ম,চুলের গুছি তৈরি করিত – তাহাতে এমন তন্ময় হইয়া থাকিস্তবে অনেক সময় ঋণদার হাকাহাকি করিলে , তবে চমক ভাঙিত। ' 囊》 মুক্তির উপর বামীর মার ভালো রাসার অত্যাচারও ছিল। সে চুল বাধিবার সময় মুক্তির মাথা গইয়া এতটা তেল-জাবজেবে করিয়া দিত, এতটা নীচে অবধি পেটাে পাড়িয়া দিত, চুলের গোড়া এতটা শক্ত’ করিয়া বাৰিত, যে ইহার কোনোটাই মুখের