. खांङ्गजैौ * s আশ্বিন, ১৩২১ • مهمة لانه যেন কতদিন ধরিী তারই উদেশে ভাড়িয়া পড়িয়াছে। সে মনে মনে যাত্রা করিয়া আজ এইমাত্র তার কাছে অমুতাপ করিয়া বলিত—“কেন মতে মুক্তির আসিয়া পৌঁছিয়াছে। মুক্তির মনের ভিতর কাছে গেলুম। চাল নেই চুলে নেই এই কেবলই সেই চাহনিটি ঘুরিয়া ঘুরিয়া, আবাণীর সঙ্গে পড়ে বাছাকেও আমার বেড়াইতে লাগিল। - ঘর-ছাড়া ছুতে হল।” মুক্তির কথা ভাবিয়া আপিসের বাবুর যখন পানের দোকানে তুরি চোখে জল আসিত। ভিড় করিয়া দাড়াইত তখন মুক্তি চোখ বামার মা চুপ করিয়া থাকিতে পারে তুলিবায় বড় অবসর পাইত না –যেটুকু উপর ‘ নাই। সে গোপনে মুক্তির স্বামীর সন্ধান দিকে চাহিত তাহঁতে শুধু ভিড়টাই করিতেছিল। নকলচাদ বাবাজীর যে-সব চোখে পড়িত—আলাদা-করিয়া মানুষ চোখে - শিষ্য ছিল তাহদের বাড়ি হাটহাট কম্বিয় পড়িত না । কিন্তু দুপুর বেলার সমস্ত অনেকবার বিফলমনোরথের পর সে নকলচাদ অলসতা ও নির্জনতার উপরে সেই যে বাবাঙ্গীর ঠিকান সংগ্ৰহ করিয়াছিল ; দৃষ্টিটি ভাসিয়া উঠিষ্ঠ সেইটিই বিশেষ করিয়া এবং আধা-লেখাপড়া-জানা একটা লোককে মুক্তির মনে ছাপ মারিয়া দিত। রাস্তায় ধরিয়া অনেক খোসামোদ করিয়া মুক্তির সে এত লোক দেখিত যে কাহাকেও স্বামীকে একখানা চিঠি লেখাইয়া সেই उॉब्र मरन ब्रांश्व मखद इहै७ न-रुिरु ঠিকানায় পঠাইয়া দিয়াছিল। এখন সে এই-যে-লোকটি সমস্তু মামুব হইতে ' উত্তরের অপেক্ষ করিতেছিল। ৰিছিন্ন হইয়া আসিয়া একল দাড়াইত ‘. g তাহাকেই বিশেষ করিয়া , মনে রাখার মুক্তির সেই মনের মানুষটি মনের মুযোগ বারম্বস্ব ঘটিয়া উঠিতে লাগিল। মধ্যেই থাকিয় যাইত। সে যে , কোনো কাজেই মুক্তি মন হইতে তাহাকে মুছিয়া দিন আসিয়া মুক্তির সামনে দাড়াইয়া কথা ফেলিবার অবসর পাইল না। কহিবে তাহ মুক্তি কল্পনাও করিতে . . . . . . ' পারে নাই। ' ' . মুক্তিত্ব যে ছবো ছ মুঠ জুটিতেছে, - একুদিন দুপুরবেল বামার মা বাজারে পরণের. কাপড় মিলিয়াছে, ইহাতে বামার- পান আনিতে না কি করিতে গিয়াছিল, মা খুী ছিল। কিন্তু মধ্যে মধ্য মুক্তিকে মুক্তি একলাটি বগিয়া ছিল। কোথা হইতে দেখিয়া তার. ভাবন হইত-এমনি করিয়াই হঠাৎ সে আসিয়া বলিল—“মুক্তি এস।” কি মেয়েট ঘরছাড়া , ছন্দছাড়া ' इहे! 翰 “ਜ੍ਹਾ ‘’ এস ”—এই কথাটা 'মুক্তির থাকিবে। একএকসময় তার সন্মে,আয়ুশোচনী হৃদয়ের উপর সজোরে একটা ঘ ল্লি । হইত—হয়ত বা তারই অদৃষ্ট মেয়েটার সে যেন শুনিল রূপকথার রাজপুত্রের এমন দশা হইল। সে হতভাগিনী যেখানে মুখের সেই . কথা—“রাজকুমারী এস।” গিয়াছে, যাহাকে আশ্রয় কুরিয়াছে তাই অনেক দিনের বিরহের পর, অনেক দুঃখের
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৬১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।