পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• . বর্ষ, প্রথম সংখ্যা مراني কহিলেন, “দেখ ডাকুর,—আমাদের মধ্যে ‘কোন রকম রাখারাখি ঢাকাঢাকি থাকাটা ঠিক নয়—তুমিওর্দাও বাগাতে চাও, আমিও তাই চাই। তোমার গণ্ডীতে আমি কখনও পা দিতে যাই না, তুমিও আমার গণ্ডতে পা দিতে এসে না। আমি যখন নবাবকে কথা দিয়েছি, ডিউকের সঙ্গে তার পরিচয় আমি করিয়ে দেব—তোমার সঙ্গেও যে ডিউকের পরিচয় হয়, তা আমারই দ্বারায়, মনে আছে ত ? তখন এ ভারও আমার । এতে তুমি হাত দিতে এসো না ।” . . জেঙ্কিন্সেৰ বুকুখান ধ্বক কবিয়া উঠিল। "ভাই ত! মাকু ইসের মত বন্ধু, ডিউকের কেহ নাই, এ কথা কে না জানে" মাকু ইয কহিলেন, “ন, চুপ করে ctભ না । বল । আমাদের মধ্যে এর একটা বোঝাপাড়া হয়ে যাকৃ—”

  • নিশ্চয় । ইজ্জতের জন্ত ও বোঝাপড়াটা হওয়া দরকার— ”

"ইজ্জত ! অত বড় কথা নয়, ডাক্তার। ইজ্জত আবার কি ? তার চেয়ে বল, কায়দা-কামুনের জন্ত---” * জুক্তার অপ্রতিভভাবে মুস্পষ্ট দুই-. চাৰিট' কথা কহিয়া বিদায় লইলেন। এখনও বিস্তর জায়গায় ঘুরিতে হইবে। ." ডাক্তারের রোগীগুলি সহরের সেরা বোগী ! ঐশ্বৰ্য্যের কাহারও সীমা নাই ! ধনীর প্রাসাদে কাপেট-মণ্ডিত সোপান-শ্রেণী অতিক্ৰম করিয়া পুষ্প-বাসু ফুল্ল কক্ষে রেশমুী কোমল, কোঁচে গিয়া ক্ষণিকের জন্ত শুধু বধিত্বে হয়। রোগ যেখানে বিলাসের মূৰ্ত্তি ধরিয়াই সাজিয়া বসিয়া থাকে, রোগের • * নবাব 6 (t শীর্ণ তপ্ত হস্ত যেখানে এতটুকু রুদ্রতারও আভাষ দিতে সাহস করে না, সেই সকল . স্থানেই ডাক্তার জেঙ্কিসের প্রসার-প্রতিপত্তির . সীমা নাই। অর্থাৎ এ সকল রোগীকে রোগী ঠিক বলা যায় ন হাসপাতালে গেলে এ সকল রোগীকে তখনই অসঙ্কোচে তাছার বিদায় করিয়া দেয়। রোগের চিহ্ন শরীরের কোথাও নাই এবং ডাক্তারের- স্বক্ষ নিপুণ যন্ত্রগুলা রীতিমত অভিনিবেশেও শরীরের কৈাথাও এতটুকু রোগ আবিষ্কার -র্করিতে পুরে না । বিলাসের জড়তায় মৃত্যু যেখানে বহুপূৰ্শোই বাস বধিয়াছে, সেখানে আবার, নুতন কবিয়া কোন রোগ উকি দিবে? কি রোগ বায়ু বধিবে ? মৃতের আবার রোগ কি ! এ সকল রোগী ত বহুকালই মুরিয়া গিয়াছে। প্রাণ ক্লি কাহারও আছে ? পোষাকের ভারে মৃত দেহগুন্তু শুধু সাজানো" আছে’বৈ ত নয়ু! মাথায় কাহারও চিন্তা নাই, প্রাণে আনন্দ নাই, জীবনে শৃঙ্খলা নাই—এত মৃতের দল, তাই ডাক্তারের to পালের এতখানি নাম বাহির হইয়া ਸਿੱਢ । সে যেন চাৰুক মারিয়া ইহাদের জীবনে একটু সাড় আনিয়া দিয়াছে। কোন রোগ বলে, “ডাক্তার, থিয়েটারে । •না গিয়ে ত আর থাকা যাচ্ছে না।” রোগিণী বলে, “কাল, ভার একটা জমকালে’বল আছে, যেতে পাব ত?” ডাক্তযুর মৃদ্ধ হাসিয়া আশ্বাস: តែខ្ញុំ আসেন, “ত যেয়ে। কিন্তু ছ তিন ঘণ্টার বেণী থেকে না।” ইহাই . তাহার রোগীর ] • ইকুই তাহার | চিকিৎসা-প্রণালীর সার এমনই রোগীর বাড়ী বাড়ী ঘুরিয়া