পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ও৮শ বর্ম, প্রথম সংখ্যা . • মারিল। মুখ তাহার বিবর্ণ হইয়া উঠিল। 'ফেলিসিয়া কহিতে লাগিল, “আমি কস্তাকে মবাব ● ፃ “নবাবকে ?” • - * * “হঁ্য, নবাবকে । না, আমি শুনচি না । কত করে বললুম, সঙ্গে যেতে । পুঁচিশ বচ্ছর আনতেই হবে। আন চাইই। বাঃ, কেন পরে সে আবার অপেরা দেখলে। ও যেন কি রকম হয়েপড়ছিল। যখন নাচ হচ্ছিল ওর সমস্ত মুখখান লীল হয়ে উঠেছিল— চোখ দুটাে যেন জলে জলে উঠছিল—পুরোনো কথা বোধ হয় কিছু মনে পড়ছিল ..হ্যা, নবাবের চেহারাধানি বেণ,-আমুর હશઃ একদিন নিয়ে আসবেন না ? আমি তার মাথার একটা ছক্‌ গড়ব।” . . “সে কি করে হবে! cगाकü। उब्रझब 'কুৎসিত যে ।” 穩 “মোটেই নয়। তিনি আমাদের ঠিক সামনের বক্সে বসেছিলেন-চমৎকার মুক্তি , —পুরুষেয়, চেহারা বটে । মাৰ্ব্বেলের মুক্তির মত—সাধারণতঃ এমন একখানি মূৰ্ত্তি ত ফস করে কৈ চোখে পড়ে না। আর যখন আনবেন না ?” ফেলিসিয়া. আবার সহসা বসিয়া পড়িয়া, ঘাড় ফিরাইয়া ফিরাইয়। মুক্তিটিকে পর্যবেক্ষণ করিতে লাগিল। • যেন আনন্দের পুতলি ! কোন কিছুতে আকর্ষণ নাই, কোন কিছুর সন্ধান রাখে না, আত্ম-ভোলা সরলা বালিকা, ফেলিসিয়া ! জৈঙ্কিন্স বিদায় লইলেন। অীজ - তাহার মুনের মধ্যে র্কাটার মুজু কি-একটা খচ্‌ খচ্‌ করিয়া ফুটিতে ছিল। • @ বিদায় লইয়া ডাক্তার সম্বরের সীমানায় এক দরিদ্র পুল্লীর মধ্যে প্রবেশ করিলেন । একখানা জীর্ণ বাটির দ্বারে গাড়ী থামিল । ডাক্তার গৃহযুধ্য প্রবুেশ করিলেন। ছিন্ন মলিন বেশ পরিহিত বালিকার দলু অদূরে ধূলা-মটি লইয়া খেলা কুৎসিত বলেই আপনাব ধারণা, তখন • করিতেছিল,—সজ্জিত গাড়ী দেখিয়া খেলা ভাবনাটাই বা কিসের ! ভয় নেই, ডাক্তার সাহেব, ভয় নেই।” এ কথার উত্তরের আশামাত্ৰ যেন না ক্টরিক্স ফেলিসিয়া আবার’ মূৰ্ত্তি গড়িতে মন, দিল। ডাক্তার কিছুৎক্ষণ ঘরের মধ্যেই ঘুরিয়ু দুড়াইলেন। ঘরের সম্মুখে একটা তামার “পাত আঁটা ছিল।. তাহতে লেখা ছিল, ফিরিঙ্গ আবার ফেলিসিয়ার নিকটে অসিলেন, কহিলেন, “তাহলে আজ আসি ফেলিসিয়া ।” 穩 ফুেলিসিয়া তুলি রাখিয়া উঠিয় দাড়াইল, কহিল, "চললেন । তাহলে তাকে আন্‌চেন্ন ੱਕ ‘’ 掺

কাকে আনব?”

"কেন, নবাবকে ।” ছাড়িয়া দলে আসি তাহারা গাড়ীর সম্মুখে डि$ कबिग्ना #ीज़ाइन । '. . : সিড়ি রাহিয়া বাড়ীর চতুর্থ তলে উঠিয়া একটা ঘরের সম্মুখে আসিয়া ডাক্তার “এম,জুজ, ੇ ।” পাতটার পানে চাহিয়া দেখিয়া ডাক্তার মুছ হাসিলেন, পরে দ্বারের হাতলে,ঘা দিলেন। • • ভিতর হইতে কে, দ্বার খুলিয়া দিল, ডাক্তার কক্ষমধ্যে প্রবেশ রিলেন, কহিলেন, “ভালো আছ, অীদ্রে ?” ধআসুন মস্ব জেষ্কিন্স।” সুপরিচ্ছন্ন বালঞ্চ,