సి* মুখরিত, নিম্নে আৰ্দ্ৰ পথরেখায় বধুঞ্জনের অলক্তকরঞ্জিত পদচিহ্ন ! তাহার উপর সারি দিয়া সিক্তপক্ষ রাজহংসশ্রেণী মৃদ্ধ চরণে অগ্রসর হইতেস্থে, তাহদেব পশ্চাতে ও কে ? ভাগীরথীর পবিত্র ফেনহাস্কের মত উছলিত সহাসকান্তি ੇ ? ও কি লাইকা ? হুঁ লাইকী-ব্রটে ! রাজভৃত্য আসিয়া রাজার নিকট তাহাব আগমন বার্তা জানাইল । রাজভবনে মৃদু আনন্দ গুঞ্জরিত হইয়া উঠিল, কিন্তু রাজা পুলকিত হইলেন না, বরং আঘাতের উপন্ন পুনরাঘাতের আশঙ্কায় তিনি বিষাদযুক্তই হইলেন । ” প্রত্যেক পথিকজনের সহিত সম্ভাষণে কুশল বাৰ্ত্তার আদান প্রদান করিতে করিতে , প্রায় সন্ধ্যায় লাইকু আসিয় রাজার চরণ বন্দনা করিক্স। গম্ভীর মুখে রাজাও আশীৰ্ব্বাদ করিয়া আসন, গ্রহণ করিতে বলিলেন । e
- লাইক বসিল মাজ নীরবে তাহাব
ভারতী” § বৈশাখ, ১৩২১ লাইক প্রথমত ইতস্ততঃ করিয়া বলিল, . —রাজপুরীতে অবস্থান আমার পক্ষে অসাধ্য তাহা একেয় বৎসর চেষ্টা করিয়া”বুঝিয়াছি । এ অবস্থায়,—“বলিতে বলিতে লাইকা থামিল, আমার পত্নী বলিতে গিয়া সে বলিতে পারিল ন। বলিল –“আপনার কন্যা কি আমার সঙ্গিনী হইতে পরিবে ?” চমকিত হইয়া রাজা বলিলেন –তোমার মঙ্গিনী ? . কোথায় ?” মাথা নীচু করিয়া লাইকা বলিল “আমি যেখানেই থাকি।” - সসাগব| ধবণার অধীশ্বর ভিখারীর, মুখে এই কথা শুনিয় ক্ষণকাল স্তব্ধ হইয়। থাকিলেন-পাব বলিলেন, “তোমার স্ত্রী কে তাহা কি তুমি ভুলিয়াছ, লাইকা ? “না মহারাজ ভুলি নাই, তিমি সম্রাটদুহিতা ;–কিন্তু কিন্তু আমি যে র্তাহার সম্পূর্ণ অযোগ্য প্রভু!—আমি যে রাজভবনে বাস করিতে পারিব না। এ অবস্থায়— লাইকা আর বলিতে পারিল না —রাজ প্রতি চাহিয়াছিলেন, তাহাব মৃদু হাস্যধুক্ত কিন্তু তৎক্ষণাৎ বলিলেন—“এ অবস্থায় তোমার সলঙ্গ মুখখানিতে একটি মূঃ প্রশ্নেৰ আভাষ পাওয়া যায়। তাহার চঞ্চল চক্ষে যেন ব্যগ্র আগ্রহ, সে মুহুমুহ আপনার ওষ্ঠার সঙ্কুচিত কৰিছে! o ག་རྩ་ནཱ་ཐ། উভয়েই • নীরব থাকিলেন, , অবশেষে, রাজা . প্রশ্ন করিলেন, “তোমার কিছু বক্তব্য আছে ” জাতি মৃদ্ধ কণ্ঠে লাইকা 'বন্ধিল “হঁ। মহারাজ !” • 省 . রাজা যেন একটা বিপদকে সম্মুখে দেখিতে পাইলেন। বলিলেন “তোমার অভিপ্রায় স্বছন্দে বলিতে পার । ” যাহ। ইচ্ছা করিতে পাব ।” “আর আপনার কছা ?” w , “সে যেভাবে আছে সেইভাবেই থাকিবে ।” লাইকা অধোবদন হষ্টল। রাজার মুখে রোষচহ্ন স্পষ্ট দেখু গেল ! অনেকক্ষণ পবে লাইকা বলিল—একবার কি তাহার সহিত সাক্ষাৎ হইতে পারে ।” . রাজা বলিলেন—“কাহার সহিত ? বারির সহিত ?—ন লাইক ইহা চেষ্ট কৃরিও না ! সে রালিকা এখনও তোমার চেনে না জানে না, সে এই অবস্থায় বেশ মুখে আছে।