পাতা:ভারতী ১২৮৪.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! ના - স্বৰ্ণলঙ্ক, হেথা আমি রামাদল মাঝে ? # এই কি সাজে আমারে, দশানন হ্রাজ আমি ইন্দ্রজিৎ ; আন রথ ত্বর করি ; সুচাব এ অপবাদ, বধি রিপুকুলে * | ইন্দ্ৰজিতের তেজস্বিতা উত্তম বর্ণিত হইয়াছে। রাবণ যখন ইন্দ্রজিতকে রণে পাঠাইতে কাতর হইতেছেন তখন উত্তরিলা বীরদৰ্পে অস্বরারি রিপু — “কি ছার সে নর, তারে ডরাও আপনি, রাজেন্দ্র ? থাকিতে দাস, যদি যাও রণে তুমি, একলঙ্ক, পিত, ঘুষিবে জগতে। হাসিবে মেঘ বাহন, রুষিবেন দেব অগ্নি ।” ইহাতেও ইন্দ্ৰজিতের তেজ প্রকাশিত হইতেছে, এই রূপে কৰি ইন্দ্ৰজিতের বর্ণন। যেরূপ আরম্ভ করিয়াছেন, তাহ ভাল লাগিল । “সাজিল রথীন্দ্রর্ষভ বীর আভরণে, 捻 蠍 發 離 মেঘবর্ণ রথ, চক্র বিজলীর ছটা ; | ধ্বজ ইন্দ্রচাপরূপী, তুরস্কম বেগে আশুগতি।” | # পূৰ্ব্বে কবি রোদনের সহিত ঝড়ের যে| রূপ অঙ্কত তুলনা ঘটাইয়াছিলেন এখানে | সেই রূপ রখের অঙ্গ প্রতাঙ্গের সহিত মেঘ বিষ্কৃত ইন্দ্ৰধন্থ বায়ুর তুলনা করিয়াছেন, কাব্যের মধ্যে এরূপ তুলনার অভাব নাই কিন্তু একটিও আমাদের ভাল লাগে না। বর্ণনীয় বিষয়কে অধিকতর পরিস্ফুট করা ইন্দ্রচাপে খামাদের রথের যে কি বিশেষ মেঘনাদ-বধ কাব্য । - শিশির, কপোল পর্ণে श्रृंक्लिश শোভিল।” ভাবোদয় হইল বলিতে পারি না। মেঘনাদ । -—سسیسپ (ভারতী তা ১২৮৪ ~ಣ-• বধের অধিকাংশ রচনাই কৌশলময়, কিন্তু | कउि शउहे मङ्गल इग्न उउहे छै९क्लझे । রামায়ণ হোমার প্রভৃতি মহাকাব্যের অন্যান্য গুণের সহিত সমালোচকেরা তাহা । দিগের সরলতারও ব্যাখ্যা করিয়া থাকেন। | "মানস সকাশে শোভে কৈলাস-শিখরী আভাময়, তার শিরে ভবের ভবন, শিখি-পুচ্ছ চূড়া যেন মাধবের শিরে! মুশ্যামাঙ্গ শৃঙ্গধর, স্বর্ণফুল শ্রেণী শোভে তাহে, আঁহ মরি পীতধড়া যেন! নিবার-বরিত-বারি রাশি স্থানে স্থানে— বিশদ চন্দনে যেন চর্চিত সে বপুঃ !" যে কৈলাস-শিখরী চূড়ায় বসিয়া মহাদেব ধান করিতেছেন কোথায় তাহা উচ্চ হইতেও উচ্চ হইবে, কোথায় তাহার বর্ণনা শুনিলে আমাদের গাত্র লোমাঞ্চিত হইয় উঠিবে, নেত্ৰ বিষ্কারিত হইবে, ন৷ “শিখি পুচ্ছ চূড় যথা মাধবের শিরে।” মাইকেল ভাল এক মাধব শিখিয়াছেন, এক শিখিপুচ্ছ, পীতধড়ী, বংশীধ্বনি আর রাধাকৃষ্ণ কাব্যময় ছড়াইয়াছেন। কৈলাসশিখরের ইহা অপেক্ষ আর নীচ বর্ণনা হইতে পারে না। কোন কবি ইহা অপেক্ষ কৈলাসশিখরের নীচ বর্ণনা করিতে পারেন না । “শরদিন্দু পুত্ৰ, বধু শারদ কৌমুদী ; তারা কিরীটিনী নিশি সদৃশ আপনি " | রাক্ষস-কুল ঈশ্বরী ! অশ্রবারি ধারা এই সকল টানিয়া বুনিয়া স্বর্ণনা আমা রথচক্রের ঘর্ঘর শব্দের ন্যায় কর্কশ লাগে। |