পাতা:ভারতী ১২৮৪.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ! তারতী অ৷ ১২৮৪ ) মেঘনাদবধকাব্যT 3 సె পত্তি নাই, কিন্তু সুর্পনখা পিসির মদন মদের কথা, নয়নের গরল, অধরের মধু লইয়া সর্থীদের সহিত ইয়ার কি দেওয়াটা কেন ? যখন কবি বলিয়াছেন “কি কহিলি বাসস্তি ? পৰ্ব্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশে কার হেন সাধ্য যে সে রোধে তার গতি ?” যখন কবি বলিয়াছেন—“রোষে লাজ ভয় ত্যজি, সাজে তেজস্বিনী প্রমীলা ।” তখন আমরা যে প্রমীলার জ্বলন্ত অনলের ন্যায় তেজোময় গৰ্ব্বিত উগ্র মূৰ্ত্তি দেখিয়াছিলাম, এই হাস্য পরিহাসের স্রোতে তাহা আমাদের মন হইতে অপস্থত হইয় যায়। প্রমীলা এই যে চোক ঠারিয়া মুচকি হাসিয়া ঢল ঢল ভাবে রসিকতা করিতেছেন, আমাদের চক্ষে ইহা কোন মতে ভাল লাগে না । একে বারে শত শঙ্খ ধরি ধ্বনিল, টঙ্কারি রোষে শত ভীম ধনু স্ত্রীরন্দ, কপিল লঙ্কা আতঙ্কে ; কপিল মাতঙ্গে নিষাদী ; র ‘ਜ਼ੀ: তুরঙ্গমে সাদীবর ; সিংহাসনে রাজ ; অবরোধে কুলবধু; বিহঙ্গম কপিল কুলীয়ে ; পৰ্ব্বত গহবরে সিংস্কু; বন হস্তী বনে ; ডুবিল অতল জলে জলচর যত । সুন্দর হইয়াছে। পশ্চিম স্কুয়ারে যাই তেই হয় গৰ্জ্জিয়া উঠিল। অমনি “নৃমুণ্ড মালিনী সখি ( উগ্ৰচণ্ডী ধনী )” রোধে হুঙ্কারিয়া সীতানাথকে সংবাদ দিতে কহি ,८श्म । श्मनि स्रऽश्लक्र श्ंध्र अष्ठ८ा &ंौ লাকে দেখিল, এবং মনে মনে কহিল _বাজিল নুপুর পয়ে কাঞ্চি কটি দেশে। । “অলঙ্ঘ্য সাগর লজ্যি, উতরিমু যবে লঙ্কাপুরে, ভয়ঙ্করী হেরিনু ভীমারে, প্রচণ্ড খপর খণ্ড হাতে মুণ্ডমালী । দানব নন্দিনী যত মন্দোদরী আদি রাবণের প্রণয়িনী, দেখিমু তা সবে । রক্ষঃ-কুল-বালা-দলে, রক্ষঃ কুল-বধু ( শশিকল সম রূপে ) ঘোর নিশাকালে, , | দেখি সকলে এক ফিরি ঘরে ঘরে । দেখিমু অশোক বনে ( হায় শোকাকুল! ) রঘুকুল কমলেরে ,--কিন্তু নাহি হেরি এ হেন রূপ-মাধুৰী কন্তু এ ভুবনে। ভয়ঙ্করী ভীম প্রচণ্ড খর্পর খণ্ড হাতে মুণ্ডমালী এবং রক্ষঃকুলবালাদল শশিকল। সমরূপে, অশোক বনে শোকাকুল রঘুকুলকমল, পাশাপাশি বসিতে পারে মা, কবির | যদি প্রমীলাকে ভয়ঙ্করী করিবার অভিপ্রায় ছিল, তবে শশিকলাসম রূপবতী রক্ষঃকুলবালা এবং রঘুকুলকমলকে ত্যাগ করিলেই ভাল হইত। কিম্বা যদি তাহাকে রূপমাধুৰী-সম্পন্না করিবার ইচ্ছা ছিল তবে খর্পর খণ্ড হস্তে মুণ্ডমালীকে পরিত্যাগ করাই উচিত ছিল । প্রমীলা রামের নিকট নৃমুণ্ডমালিনী আকৃতি নৃমুণ্ডমালিনীকে দ্বতী স্বরূপে প্রে । রণ করিলেন, بر:, * “চমকিল বীরবৃন্দ হেরিয়া বীমারে, চমকে গৃহস্থ যথা ঘোর নিশাকালে । হেরি অগ্নিশিখা ঘরে। হাসিলা ভামিনী মনে মনে। এক দৃস্টে চাহে বীর যত দড়ে রড়ে জড় সবে ছয়ে স্থানে স্থানে ।