পাতা:ভারতী ১২৮৪.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৬ এইরূপ নানা উপদেশ প্রাপ্ত হুইয় * , অনেক চৈত্যাদি নিৰ্ম্মাণ করিয়াছিলেন । পরিশেষে মাতার উপদেশে ভদ্ৰেশ্বরাচার্য্যের নিকট দীক্ষিত হইয়াছিলেন। কর্ণরাজ আশাপল্লী নামক স্থানবাসী এক লক্ষ ভিন্ন | জাতির অধিপতি অশোক নামক ভিক্সকে জয় করিয়৷ সেই স্থানে আপনার নামে অর্থাৎ কর্ণাবতী নামে নগর নিৰ্ম্মাণ করেন। ইনি ২৯ বর্ষ রাজ্য করিয়াছিলেন। এতৎ পুত্র জয়সিংহদেব ৩০ বর্ষ রাজ্য করেন। ইহঁর খ্যাতি শ্ৰসিদ্ধ চক্রবর্তী। ইনি | যোগ মার্গে সিদ্ধ ছিলেন। এই সিদ্ধরাজ হেমচন্ত্রের নিকট উপদেশ প্রাপ্ত হইয়াছিলেন । এক দিন কথাপ্রসঙ্গে ও কাব্য-প্রসঙ্গে হেমচন্দ্র বলিলেন শ্ৰীবীর জিনেন্ত সমক্ষে শিশুকালে আমি যে যে র্তাহার ব্যাখ্যাত গ্রন্থ শুনিয়াছি সেই জৈমেন্দ্র নামক ব্যাক। রণ অধ্যয়ন করিয়া থাকি। (আমাদের ব্যাকরণে “ইতি জিমেন্দ্ৰ বুদ্ধিপাদ” বলিয়া অনেক উদাহরণ দৃষ্ট হয়। সিদ্ধ বলিলেন “পুরাতন ত্যাগ করিয়া এখন কেহ নুতন ব্যাকরণ করিত্বে পারেন কি না তাহাই | বলুন "হেমচন্দ্র বললেন “যদি সিদ্ধ রাজ সাহায্য করেস" তবে আমি পঞ্চাঙ্গ | ব্যাকরণ নিৰ্মাণ করিতে পারি।” এই কথায় রাজ ১৮ নানা দেশ হইতে সমস্ত ব্যাকরণ জানাইয়াছিলেন ; তাছা অৱলম্বন করিয়া | কুমারপাল । | হেম এক লক্ষ পচিশ হাজার শ্লোকে গ্রথিত এক বৃহৎ পঞ্চাঙ্গ লক্ষণে যুক্ত ব্যাকরণ এক । বৎসর মধ্যে প্রস্তুত করিলেন। তাছার নাম (ভারতী অা ১২৮৪ । হইল "শ্ৰসিদ্ধ হেমচন্দ্র।” এই ব্যাকরণ প্রস্তুত হইবার পর উত্তম সজ্জায় সজ্জিত করিয়া শ্বেতহস্তীর উপর রক্ষা করিয়া | চামরাদি ব্যজন করিতে করিতে (রাজার ন্যায়, ব্যাকরণের রাজা বলিয়া ) রাজসভায় । নীত হয়। সকল দেশের পণ্ডিত আহবান । করিয়া তাহ পাঠ ও সংশোধন করা হইয়। ছিল । ইহার পূজা করিয়া “সরস্বতী যোগনোমক” পুস্তকালয়ে রাখা হয়। এই সময়ে । পণ্ডিতেরা নিম্নলিখিত গাথা পাঠ করিয়া । ছিলেন । & 卿 לג ήρθω পাণিনিপ্রলপিতং কাতন্ত্রকে কী কথা মাকৰ্ষা কটুশাকটায়নবচঃ ক্ষুদ্রেণ চান্ত্রেণকিম ro শ্রয়স্তে যদিতাচদৰ্থ মধুরাক্রসিদ্ধহেমোক্তয়ঃ। অর্থাৎ শ্ৰসিদ্ধ হেমের মধুর উক্তি শ্রবণ কর তবে পণিনির ব্যাকরণ প্রলাপ বলিয়া বোধ হইবে সুতরাং কাতন্ত্র প্রভৃতির ত কথাই নাই। - শাকটায়নের ব্যাকরণ ভাল বটে কিন্তু বড় কটু। ক্ষুদ্র চান্দ্র ব্যাকরণ কোন কার্য্যে আইসে না ইত্যাদি । দধিস্থলি পুরের ভীমদেবের পুত্র ক্ষেম রাজ ও তৎপুত্র দেবপ্রসাদ । ইহার পুত্র ত্রিভুবনপাল ও ভাৰ্য্য কশ্মীর দেৰী । ইহাঁরই গৰ্ত্তে কুমারপালের জন্ম। ইনি যুদ্ধ বিজ্ঞানে পারদর্শী এবং নীতিপরায়ণ ভূপতি ছিলেন । কুমারপাল হেমচন্ত্রের নিকট নানা সছু প্রদেশ প্রাপ্ত হন। কুমারপাল জয়সিংহের