পাতা:ভারতী ১২৮৪.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী কী ১২৮৪) বঙ্গ সাহিত্য । । না, তিনি আপনার মনে আপনিই আপনাহারা হইয়াছিলেন । - মিলের কথার মৰ্ম্মার্থ বোধ হয় ইহ অপেক্ষ আর বিশদ-রূপে বিবৃত হইতে পারে না ; এখন মিলের কথা আমরা এইরূপে প্রতিবাদ করিতে সাহসী হইতেছি – ইনিয়াডের ষষ্ঠ সর্গে ইনিয়াস্ প্ৰেত-লোকে | অধিষ্ঠিত হইলেন। সেখানে তাহার পিতা ইঙ্কাইসিসের সহিত র্তাহার সাক্ষাৎ হইল। পুত্রবৎসল ইঙ্কাইসিস ইনিয়াসকে সঙ্গে লইয়া তথাকার নানাপ্রকার বিস্ময়কর ব্যাপার প্রদর্শন করিলেন, এবং ভবিষ্যতে অবতীর্ণ হইবেন, তাহাদিগের পরিচয় দিতে লাগিলেন। কেবল জুলিয়স ও অগষ্টসেরই অসামান্ত গুণ-কীৰ্ত্তনে ক্ষান্ত না হইয়া তিনি | আর একটা যুবা পুরুষের প্রতি লক্ষা করিয়া বলিতে লাগিলেন, “ঐ যে পরমসুন্দর যুবা পুরুষটকে দেখিতেছ, উনি টোজন বংশের গরিমাস্থল ও রোম রাজ্যের অহঙ্কার-রূপে জন্ম গ্রহণ করিবেন। উনি জীবদ্দশায় সকলের ভক্তি-ভাজন ও জীবনাস্তে সকলের পূজিত | হত বীৰ্য্য, ও অপ্রতিহত সত্য-নিষ্ঠার দর্পণ স্বরূপ হইবেন। সমর ক্ষেত্রে অরাতি নিপাতে উনি অদ্বিতীয় বলবিক্রম প্রকাশ করি বেন ।”—আমরা হেঁয়ালী-চ্ছলে পাঠককে জিজ্ঞাসা করিতেছি, এই যুবা পুরুষটি কে ? আমরা নিশ্চয় বলিতে পারি যে, পাঠক | যাহাকে মনে করিতেছেন, ইনি তিনি নন। ইনি দেবতা-সদৃশ অগষ্টস সিজরের দেবতা ইহাকে লইয়াই ভৰ্জিল প্রায় চল্লিশ পংক্তি প্রত্যেক কল্পনাময়ী বর্ণনাতে, লোকরঞ্জন হইবেন। উনি অল্প বয়সে ধৰ্ম্মভাব, অপ্রতি |ড্রামে কটাক্ষচ্ছলে এলিজাবেথের যে প্রশংসা | স্বরূপ সহোদর অক্টেভিয়ার পুত্র মার্সিলস ! অপব্যয় করিয়াছেন, অথচ রোমের এত শত বীরপুরুষের গুণ-কীৰ্ত্তন-মধ্যে পম্পে বা ক্রটসের নাম কোথাও উল্লেখ নাই কেন ? কারণ র্তাহার জুলিয়স সিজরের বিপক্ষ ছিলেন। অ্যান্টনির নাম কোথাও উল্লেখ নাই কেন ? কেন না তিনি অগষ্টস সিজরের বিপক্ষ ছিলেন। এখনো কি আমরা বলিতে পারি যে, ইনিয়াড়-খানি উদ্দেশ্য বিরহিত কবির আত্মগত উক্তিমাত্র ? যে কবিতার প্রত্যেক গ্রন্থিতে, প্রত্যেক উপগ্রস্থিতে, রূপ উদ্দেশ্যটী জাজ্বল্যমান রহিয়াছে, তাহা কি কবির আত্মগত ভাবোম্বাসের তরঙ্গ মাত্র বলিয়া ক্ষত্তি থাকিতে পারি ? যদি এই সুত্রে আমরা মহাকবিদের নাটকের কথা উল্লেখ করি, তাহা হইলে মিল কি উত্তর দিবেন ? হ্যামলেটে যে সকল নাটকঅভিনয় সম্বন্ধে উপহাস ও উপদেশ আছে, ম্যাকবেথে যাই বংশের যে গুণগরিমা | কীৰ্ত্তিত আছে, মেরী ওয়াইবৃস্ অফ্‌ উই. ওসরে, স্যার লিউসীর প্রতি যে সকল ব্যঙ্গ পরিহাস লক্ষিত আছে, মিডুসমৰ্ব নাইট্‌স | বাদ ও স্কটলণ্ডের হতভাগিনী মেরীর প্রতি | এলিজাবেথের প্রীতিকর যে সকল ঈষৎ | বিদ্রুপ আছে, সে-সকল দেখিয়া কে মনে | করিতে পারে যে, সেসকল উদেশ্য-বিক | হিত কবির আত্মগত উক্তি মাত্র ? | | আমরা কিছু এমন বলি না, যে মিল ষে |