পাতা:ভারতী ১২৮৪.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী কা ১২৮৪) - করুণ । ১৭১ পর হইতেই অমন হইয়া গেল কেন ? অামাদের সঙ্গে আর দেখা করিতে আসে না, আমরা গেলে ভাল করিয়া কথা কয় ন}, এসব ত ভাল লক্ষণ নয় । সহসা এরূপ পরিবৰ্ত্তন যে কেন হইল, আমরা ভিতরে ভিতরে তাহার সন্ধান লইয়াছি । মূল কথাটা এই, কস্তা-কর্তাদিগের নিকট হইতে অর্থ লইয়। | মহেন্দ্রের পিতা যে কন্যার সহিত পুত্রের বিবাহ দেন, তাহা মহেন্দ্রের বড় মনোনীত হয় নাই, মনোনীত না হইবারই কথা বটে ; তাহার নাম রজনী ছিল, বর্ণও রজনীর স্তায় অন্ধকার, তাহার গঠনও যে কিছু উৎকৃষ্ট ছিল, তাহ নয় ; কিন্তু মুখ দেখিলে | তাহাকে অতিশয় ভাল মানুষ বলিয়া বোধ হয় । বেচারী কখনো কাহারে কাছে অাদর পায় নাই, পিত্রালয়ে অতিশয় উপেক্ষিত হইয়াছিল, বিশেষতঃ তাহার রূপের | দোষে বর প ওয়া যাইতেছেন। বলিয়। যাহারতাহার তাহাকে কাছে নিগ্ৰহ সহিতে হইত, কখনো কাহারে সহিত মুখ তুলিয়া কথা কহিতে সাহস করে নাই; এক দিন আয়ন খুলিয়া কপালে টিপ পরিতেছিল, বলিয়া কত লোকে কত রকম ঠাট্ট ধিন্দ্রপ করিয়াছিল, সেই অবধি উপহাসের ভয়ে বেচারী কখনো | আয়নাও খুলে নাই, কখনো বেশভুষাও করে | নাই। স্বামী-আলয়ে আসিল। সেখানে স্বামীর নিকট হইতে এক মুহূর্তের নিমিত্ত্বও আদর | পাইল না, বিবাহ-রাত্রের পরদিন হইতে মহেন্দ্র তাহার কাছে শুইত না । এদিকে মহেন্দ্র এমন ধিদ্বান, এমন মৃদু-স্বভাব, এমন পড়িলেই পাস হইত, কিন্তু বিবাহ হওয়ার - বিনা অপরাধে বেচারীকে কেন কষ্ট দাও ? | সদ্বন্ধু ছিল, এমন আমোদ-দায়ক সহচর ছিল, | এমন সহৃদয় লোক ছিল যে, সেও সকলকে ] ভাল বাসিত, তাহাকেও সকলে ভাল বাসিত, রজনীর কপাল-দোষে সে মহেন্দ্রও বিগড়ইয়া গেল। মহেন্দ্র পিতাকে কখনে অভক্তি করে নাই, কিন্তু বিবাহের পরদিমেই ৷ পিতাকে যাহা বলিবার নয়, তাহাই বলিয়া | তিরষ্কার করিয়াছে। পিতা ভাবিলেন, তাহরই বুঝিবার ভুল, কলেজে পড়িলেই ছেলের । যে অবাধ্য হইয়া যাইবে, ইহা ত কথাই ; আছে । - রজনীর সমুদয় বৃত্তান্ত শুনিয়া আমার | অতিশয় কষ্ট হইয়াছিল, আমি মহেন্দ্রকে । গিয়া বুঝাইলাম, আমি বলিলাম, রজনীর । ইহাতে কি দোষ আছে, তাহার কুরূপের } জন্ত সে কিছু দোৰী নহে, দ্বিতীয়তঃ তাহার বিবাহের জন্ত তোমার পিতাই দোষী, তবে { মহেন্দ্র কিছুই বুঝিল না বা আমাকেও বুঝ- { ইল না, কেবল বলিল তাহার অবস্থায় যদি ৷ পড়িতাম; তবে আমিও ঐরূপ ব্যবহার করিতাম ; এ কথা ষে মহেন্দ্র অতি ভুল বুঝি- } য়াছিল, তাহা বুঝাইবার কোন প্রয়োজন | নাই, কারণ আমার সহিত গল্পের অতি অল্পই, সম্বন্ধ আছে । : o এ সময়ে মহেঞ্জের কলেজ ছাড়িয়া দেঙয়াটা ভাল হয় নাই, পড়ে। জমিতে কাটা । গাছ জন্মান্ন, অব্যবহৃত লৌহে মরিচ পড়ে, মহেন্দ্র এমন অবস্থায় কাজ কৰ্ম্ম ছাড়িয়া । বসিয়া থাকিলে অনেক কুফল ঘটিবার সম্ভা- ! বনা। আমি আপনি মহেঞ্জের কাছে গেলাম, }