পাতা:ভারতী ১২৮৪.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ১৭৬ করুণা ৷ స్లో (ভারতী কা ১২৮৪ | তখন তুমি ভয়ে আশঙ্কায় অৰ্দ্ধেক হোয়ে | গিয়েছিলে, স্ত্রী-বিয়োগের পর আবার দেখতে | দেখতে শরীর দ্বিগুণ হোরে উঠল। অপরস্তু { শাস্ত্রে ষে লিখচে বালকের দ্বারা পরিবৃত না | হইলে গৃহ শ্মশান-সমান হয়, কিন্তু বালক কর্তৃক পরিবৃত হওয়া প্রযুক্তই তোমার গৃহ শুশনি-সমান হেয়েছে।” এই বলিয়া | সমীপস্থ সকলকে চোক্ টিপিতেন, ও সকলে উচ্চৈঃস্বরে হাসিলে পর তিনি সস্তোষের | সহিত মুহুমুহুঃ নস্ত লইতেন । ওপারের একটি মেয়ের সঙ্গে সাৰ্ব্বভৌম মহাশয়ের সম্বন্ধ হইয়াছে। এ কয় দিন পণ্ডিত মহাশয় বড় মনের স্ফূৰ্ত্তিতে আছেন। পাঠশালার | ছুটি হুইয়াছে। আজ পাত্ৰ দেখিতে আসিবে, পাড়ার কোন দুষ্ট লোকের পরামর্শ শুনিয়া | পণ্ডিত মহাশয় নরেন্দ্রের নিকট হইতে এক | জোড়া ফুল মোজা, জরির পোষাক ও পাগড়ি | চাহিয়া আনিলেন। পাড়ার দুষ্ট লোকেরা এই সকল বেশ পরাইয়া তাহাকে সংসাজ| ইয়া দিল। ক্ষুদ্র পরিসর পাগড়িটি পণ্ডিত | মহাশয়ের বিশাল মস্তকের টিকির অংশ টুকু অধিকার করিয়া রহিল মাত্র, চার পাঁচটা |प्वालाम हिँड्रिग्रा कहे ऋष्ट खिज्र भशশয়ের फेखि ८वहरू চাপকান কুলাইল । |श्रृङ्ख फेब्लाइ অনেক ক্ষণের পর বেশ ভূষা সমাপ্ত হইলে R ॐांशंद्र भन दछ छूॐ इहेण । किढ़ cनई পারেন না, জড় ভরতের মত একস্থানে বঞ্জি

  • ===::====ఞ=t::

-নকুলু"া: পর সাৰ্ব্বভৌম মহাশয় দর্পণে একবার মুখ | }গ্রান্ধে দিয়া চলিতেও পারেন না, নড়িতেও লোক মাত্রেই পণ্ডিত মহাশয়ের প্রক্তি বড় | য়াই রছিলেন। মাথা একটু নিচু করিলেই মনে হইতেছে পাগড়ি বুঝি খসিয়া পড়িবে। ঘাড় বেদনী হইয়া উঠিল, তথাপি যথাসাধ্য মাথা উঁচু করিয়া রাখিলেন। ঘণ্ট খানেক । এইরূপ বেশে থাকিয় তাহার মাথা ধরিয়া | উঠিল, মুখ শুকাইয়া গেল, অনর্গল ঘৰ্ম্ম | প্রবাহিত হইতে লাগিল, প্রাণ কণ্ঠাগত ইইল। পল্লীর ভদ্রলোকের আসিয়া অনেক । বুঝাইয়া সুঝাইয় তাহার বেশ পরিবর্তন | করাইল। ভট্টাচার্য মহাশয় তাহার অবাব- | স্থিত গৃহ পরিষ্কৃত ও সজ্জিত করিবার নিমিত্ত নানা খোষামোদ করিয়া নিধিরাম ভট্টকে আহবান করিয়াছেন । এই নিধিরামের উপর পণ্ডিত মহাশয়ের অতিরিক্ত | ভক্তি ছিল, তিনি বলিতেন, গার্হস্থব্যাপার সুচারু রূপে সম্পন্ন করিতে নিধি র্তাহার পুরাতন গৃহিণীর সমান, মকদ্দমার নানাবিধ জটিল তর্কে সে স্বয়ং মেজেষ্টোর সায়ের কেও ঘোল পান করাইতে পারে এবং | সকল বিষয়ের সংবাদ রাখিতে ও চতুরতা । পূৰ্ব্বক সকল কাজ সম্পন্ন করিতে সে কালেcछद्र cश्रीरभद्र गोनहे इन्जेद् द किङ्ग | কমই হউকৃ। চতুরতাভিমানী লোকেরা আপনার অভাব | লইয়া গৰ্ব্ব করিয়া থাকে। যে ব্যক্তি গার্হস্থ্য | ব্যবস্থার চতুরতা জানাইতে চায়, সে আপনার দারিদ্র্য লইয়। গৰ্ব্ব করে, অর্থাৎ অর্থের } অভাব সত্ত্বেও কেমন স্বচার রূপে সংসারের } শৃঙ্খল সম্পাদন করিতেছি। নিষি তাহার | মুর্থতা লইয়া গৰ্ব্ব করিতেন। গল্প-বাগীশ । | | |