পাতা:ভারতী ১২৮৪.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*१४ মহাশয়কে গালি দিতে দিতে গৃহ পরিত্যাগ fকরিলেন। এক সপ্তাহ ধরিয়া বাড়ির ঘরে | ঘরে বিশৃঙ্খল বোস্তার দল উড়িয়া বেড়াইত ; বেচারী পণ্ডিত মহাশয় দশ দিন আর অরক্ষিত গৃহে বোলতার ভয়ে প্রবেশ করেন | নাই, প্রতিবাসীর বাটতে আশ্রয় লইয়াছিলেন। পরে গৃহে ফিরিয়া আসিলেন, ও যাইবার সময় ঘটি ঘড়া ইত্যাদি যে সকল ফ্রব্য বাড়িতে দেখিয়া গিয়াছিলেন,আসিবার । }* | সময় তাহ আর দেখিতে পাইলেম না । অদ্য বিবাহ হইবে। পণ্ডিত মহাশয় কাল সমস্ত রাত স্বপ্ন দেখিয়াছেন। বহুকালের পুরাণে সেই বঁটা গাছটি স্বপ্নে দেখিতে পাইয়াছিলেন, এটি ত{হার শুভ লক্ষণ বলিয়। মনে হইল। হাদিতে হাসিতে প্রত্যুষেই শয্যা হইতে গাত্ৰোখান করিয়াছেন। চেলীয় | জোড় পরিয়া চন্দন-চর্চিত কলেবরে ভাবে ভোর হইয়া বসিয়া আছেন । থাকিয়া থাকিয়া সহসা পণ্ডিত মহাশয়ের মনে একটি ছৰ্ভাবনার উদয় হইল ; তিনি ভাবিলেন, সকলইত হইল এখন নৌকায় উঠিবেন কি করিয়া। অনেক ক্ষণ ধরিয়া ভাবিতে লাগি| লেন ; বিশ বাইশ ছিলিম তাম্রকুট ভষ্ম হইলে ও তুই এক ডিবা দস্য ফুরাইয়া গেলে পর একটা সম্পায় নিৰ্দ্ধারিত হইল। তিনি ঠিক করিলেন যে, নিধিরামকে সঙ্গে লইবেন, তাহার বিশ্বাস ছিল, নিধিরাম সঙ্গে থাকিলে | নৌকা ডুবিবার কোন সম্ভাবনাই নাই। ইনার পরে নিধি, আর পণ্ডিত মহাশয়ের করুণ। । নিধির অন্বেষণে চলিলেন ; সেদিনকার ঘর্ষ । বাড়িমুখ হইব না বলা স্থির করিা डबडी क४२४४ | ছিল, অনেক খোষামোদে স্বীকৃত হইল। এইবার নৌকায় উঠতে হইবে। সাৰ্ব্বভৌম মহাশয় তীরে দাড়াইয়া নস্য লইতে লাগিলেন। আমাদের নিধিরাম ও নৌকাকে বড় কম ভয় করিতেন না, যদি কন্যা কর্তাদের বাড়িন্তে আহারের প্রলোভন না থাকিত তাহা হইলে প্রাণান্তেও নৌকায় উঠিতেন না । অনেক কষ্টে পাঁচ ছয় জন মাঝিতে ধরাধরি করিয়া তাহাদিগকে কোন ক্রুমে ত o § | নৌকায় তুলিল নৌকা ছাড়িয়া দিল । মেীক যতই নড়ে চড়ে পণ্ডিত মহাশয় ততই ছট্‌ফট করেন। পণ্ডিত মহাশয় যতই ছটফট করেন, নৌকা ততই টলমল করে ; | মহা হাঙ্গাম, মবিীর বিব্রত, পণ্ডিত মহাশয় চিৎকার করিতে আরম্ভ করিলেন, s মাঝিল্লিগকে বিশেষ করিয়া অনুরোধ করিলেন যে, যদিই পাড়ি দিতে হইল তবে যেন | ধার ধার দিয়া দেওয়া হয় । নিধিরামের | মুখে কথাটি নাই, তিনি এমন অবস্থায় আছেন যে, একটু বাতাস উঠিলে বা একটু } মেঘ দেখা দিলেই নৌকার মাস্থলটা লইয়া | জলে কঁপাইয়া পড়িবেন । পণ্ডিত মহাশয় | আকুল ভাবে নিধির মুখের দিকে চাহিয়া | আছেন। দুই এক জায়গায় তরঙ্গ বেগে নৌকা একটু টলমল করিল, নিধি লাফাইয়া উঠিল, পণ্ডিত মহাশয় নিধিকে জড়াইয়া ধরিলেন। তখনো তাহার বিশ্বাস ছিল | মিধিকে আশ্রয় করিয়া থাকিলে প্রাণহানিয় | কোন সম্ভাবনা মাই। নিধি সাৰ্ব্বভৌম | अशभरग्नब बाइथान झफ़ाईवाब अछ यथा- { সাধা চেষ্টা করিতে লাগিলেন, পণ্ডিত মহা- }