পাতা:ভারতী ১২৮৪.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষীয় ইংরাজ ইংরাজ ভক্ত গোবিন্দরাও বলিলেন :– "বিদেশীয় রাজা বলিয়া যাই বল, ইহা অবশ্যই স্বীকার করিতে হুইবে যে, ইংরাজদের আগমনে আমাদের দেশ সুপ্তাবস্থা হইতে উত্থিত হইয়া উন্নতির পথে অগ্রসর হইতেছে। ব্রিটিন ভারতবর্ষ ও দেশীয় রাজ্য এ উভয়ের অবস্থা আলোচনা করিয়া দেখিলে তাহ সহজে হৃদয়ঙ্গম হইবে। দেশীয় রাজ্যে রাজকাৰ্য্যের কিরূপ বিশৃঙ্খলা, | রাজার কিরূপ অত্যাচার, প্রজাগণের কি দুর্দশ ! ইংরাজরাজ্য কি তাহ অপেক্ষা শতগুণে উৎকৃষ্ট নহে ? আমরা যদি আপনাদের রাজ্য আপনার চালাইতে পারিতাম, তাহা হইলে ত কোন কথাই নাই। কিন্তু আমাদের মধ্যে ঐক্য কোথায়? রক্ষণে অক্ষম বলিয়াই ত ইংরাজেরা এ দেশ জয় করিয়াছে, নতুবা তাহদের রাজ্য প্রতিষ্ঠিত হইত না। আমাদের স্বাধীন রাজ্য স্থাপনের ক্ষমতা নাই বলি য়াই বিদেশীয় রাজার শরণাপন্ন হইতে হইয়াছে। তোমার ভাবের ভাবুকগণ বিদেশীয় রাজ্যের প্রতি দোষারোপে তৎ পর, কিন্তু তাহার বিনিময়ে কি পাইবে ? স্বাধীন রাজ্য ? জাতীয় গৌরব ? না অরা{জকতা, অন্যায় অত্যাচার, পরস্পর বিদ্বেষ, ..} - - --س_=۔ ے عہدے تھے۔ জাতীয় বন্ধন কোথায় ? আমরা আত্ম-সং- } পরস্পর বিবাদ বিচ্ছেদ ; ব্রিটিৰ তরবারি। এই সকল হইতে আমাদিগকে রক্ষা করি । ভারতবর্ষীয় ইংরাজ। ও সংখ্যক পত্রিকার ২২৩ পৃষ্ঠার পর । তেছে—সুতরাং বিদেশীয় রাজ্য-রক্ষা-নিবস্কন যে অধিক অর্থ ব্যয় ও আর আর কতক বিষয়ে ক্ষতি তাহ অবশ্য আমাদের দায়ে পড়িয়া স্বীকার করিতে হইতেছে। অামাদের সঙ্গে ইংরাজদের ভাবে মেলে না,-আমাদের পরস্পর মমতা নাই, কি করা যায়, তাহার কোন উপায়াস্তর নাই। যত দূর পারা যায় মদের মধ্য হইতে ভালটুকু বাছিয়া লইতে হইবে । যে পাশ্চাত্য জ্ঞান সুর্য্য উদয় হইয়াছে, তাহার আলোক যথাসাধ্য বিকীর্ণ কুর । পাশ্চাত্য সভ্যতা হইতে যে স্বাধীনতার ভাব যে উন্নতির ভাব লাভ করা যায়, তাহা শিক্ষা করিয়া স্বজাতির উৎকর্ষ সাধনে নি। য়োগ কর । বশ করিয়া যতদূর সাধা দেশের কল্যাণ সাধন কর । গতানুশোচনায় কি ফল ? যাই! অবশ্যন্তাধীতাহর প্রতিরোধের চেষ্টা বৃথা। বর্তমান সময়ের উপযোগী শিক্ষা লাভ ভ্য জাতিকে সভ্যতfব অস্ত্রে রাজ্যে বিচরণ করায় লাভ কি ? ভারতের ভাগ্য নিন্দ করিয়া বৃথা আক্ষেপের প্রয়োজন কি ?” দেশানুরাগী দাদাজি ক্ষণ কাল স্তন্ধ থাকিয়া অধীর স্বরে উত্তর করিলেন— “আমাদের আর আছে কি ? যাহা ছিল ধীন ছিল ও স্বতেজে পৃথিবীকে জালে করিয়া দেশহিতকর কার্য্যে ব্ৰতী স্থও ৷ স্বপ্ন (ভারতী পৌষ ১২৮৪ | | |. সকলই গিয়াছে। এক সময় ভারত স্বf } -"