পাতা:ভারতী ১২৮৪.djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ठाहउँी ¢शो »२४8) ভারতবর্ষীয় ইংরাজ । - *8。 | কিত করিয়াছিল,—এখন সে পরাধীন। স্বাধীনতার সঙ্গে সঙ্গে তাহার সকলি গিয়াছে। তাহার সন্তানগণের আক্ষেপ ভিন্ন আর কি গতি ? সে পথটুকুও কি বন্ধ •করিতে চাও ? বালকের বল ক্ৰন্দন-অমীদেরও তাই। আমরা ত নিরস্ত্র “ নিঃসত্ত্বপরাণ” হইয়াছি। তুমি চাও যে, আমরা আপনাদের অবস্থা ভুলিয়া থাকি, কিন্তু তাহ পারি কৈ ? তুমি বল্লিতেছ আমা দের জাতীয় বন্ধন নাই, জাতীয় ঐক্য নাই, সেটি কিসে হয় তাহ দেখিতে হইবে। ধনাঢ্য ব্যক্তির মোসাহেব হইয়া থাকিলে খাওয়া পরার কোন ভাবনা থাকে ন সত্য বটে, কিন্তু সেই কি সুখের অবস্থা ? স্বাধীন ভাবশাকা আহার করিয়া নিপাত করা ভাল, পরাধীন হইয় রাজপ্রসাদ উপভোগ করাও কষ্টকর, এ কি তুমি অস্বীকার করিতে পার ? আমাদের দেশের যদি প্রকৃত স্থায়ী উন্নতি সাধন করিতে চাও, ত তাহা আমাদের স্বতেজে, নিজ বলে, আপনাদের মধ্য হইতেই করিতে. হইবে। পরের উপর নির্ভর করিয়া তাছা সাধিত হইবে না। বিদেশীয় রাজা যতই প্রজাবৎসল হউন না কেন, সে রাজ্যের এক প্রধান দোষ এই ষে, তাহাতে বাস করিয়া আমাদের আত্মনির্ভর, স্বাধীনতা, স্বাবলম্বন ক্রমেই শিথিল হইতে থাকে, জাতীয় ভাব | ক্রমেই নিস্তেজ হইয়া যায়। পরের অন্ন গ্রহের উপর সকল নির্ভর, আমরা আপনার | জন্য কিছুই করিতে পারি না। গবর্ণমেন্ট যাহা করিয়া দিবেন, তাহাতেই আমাদের 雙 *...* নিস্তার। মুদি দেশের কোন অমঙ্গল নিবা রণ করিতে চাহি, কোন সামাজিক উৎকর্ষ- | সাধন করিতে ইচ্ছা করি, তাহার জন্য গবর্ণমেণ্টের দ্বারে গিয়া বলি—ভিক্ষাং দেহি। ] ইহা অপেক্ষ কোন জাতির অধিক হীনাবস্থা আর কি হইতে পারে ? ইংরাজদের রাজত্ব এত কাল রহিয়াছে, তাহার বিষ-ফল আমরা বিলক্ষণ অনুভব করিতেছি । আমরা সভ্যতার নামমাত্র গ্রহণ করিয়া বাহ { আচার ব্যবহার পরিবর্তনের প্রতিই উন্মুখ রহিয়াছি । আহার পান বিষয়ে যথেচ্ছাচা- | রই আমাদের সভ্যতার পরাকাষ্ঠ । পশ্চিমবাসীদের সহিত সংশ্রব হুইয়া আমরা | তাহাদের কতকগুলি বাহ আড়ম্বরেই মুগ্ধ ৷ থাকি। তাহদের বাহ সভ্যতাই আমা | দের দেহ মনকে আকর্ষণ করিতেছে। এক | সভ্য জাতি অন্য এক দুর্বল জাতির উপর । আধিপত্য বিস্তার করিলে যে সকল অনিষ্ট জটিবার সম্ভাবনা, আমাদের দেশে তাহার ভুরি ভূরি প্রমাণ দৃষ্টিগোচর হইতেছে। এই আকর্ষণ-বলে এ দেশের যে সকল | আধ্যাত্মিক উন্নত ভাব, তৎসমুদায় ক্রমে অস্তমিত হইতেছে। আমাদের জাতীয়তা ক্রমেই বিলুপ্ত হইতেছে। পরাধীনতা । অন্ধকারে আমরা এরূপ আৱত রহিয়াছি | যে, কি ভাল কি মন্দ তাহা আমরা ইংরা८झञ्झ प्रयूं नििश्ां भिनिन रुतःि । । खेtमब्र।। 1 ।। মান মর্যাদা প্রতিষ্ঠার জন্য ইংরাজদের | উপরেই তাকাইয়া থাকি। আমাদের | দেশের কি উপযোগী ও প্রকৃত কল্যাণকর সে বিষয়ে আমরা বাস্তৰিক অন্ধ। ইহা