পাতা:ভারতী ১২৮৪.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|te ভারতবর্ষা য় ইংরাজ । (ভারতী পেী ১২৮৪ { খেচর গুলি, ডাণ্ড দ্বারা আকাশে বিক্ষিপ্ত হইয় প্রতিপক্ষের ডাণ্ড দ্বারা তাহা আহত হয়—এইরূপে ঘাত প্রতিঘাতে গোল | এদিক ওদিক চলাচল করিতে থাকে ; যে পক্ষের লোক ধরিতে না পারে তাহাঁদের হয় হাত উঠিয়া যায়, কিম্ব প্রতিপক্ষকে একপয়েণ্ট দিতে হয়। এইরূপ এক এক ংখ্যা লাভ করিয়া যে দল নির্দিষ্ট সংখ্যায় আগে পৌছিতে পারে তাহীদের জিত । ইহাতে হার জিত যে পক্ষেরই হুউক শারীরিক পরিশ্রম উভয় দলেরই সমান। আর এক রকম খেলা আছে,তাহার নাম Skating | rink । শীতকালে যখন কোন জলাশয়ের জল জমিয়া কঠিন হয়—তখন সেই বরফের উপর দিয়া চলাচল করার নাম স্কেটিং । শীত-প্রধান দেশে ইহা এক মহা আমোদ, কিন্তু এই উষ্ণ দেশে জল তরল ভাব সহজে পরিত্যাগ করে না সুতরাং এখানে স্কেটিং কিরূপে সন্তবে ? এই সমস্যা ভেদ নামে এক নুতন ক্রীড়ার স্বষ্টি হইয়াছে। এক খণ্ড ভূমি পরিষ্কৃত ও পদার্থ বিশেষের সংযোগে বরফতুল্য মন্থণ চিকুণ করিয়া এক প্রকার চক্রবিশিষ্ট পাদুকা পরিয়া তাহার উপর দিয়া সহজে চলিতে ফিরিতে পারা যায়। ইহাতে শরীরের ভার রক্ষা করিয়া চলা অনেক অভ্যাসের কৰ্ম্ম । আন|ভ্যন্তদিগকে অনেক সময় ধরণীতে লুষ্ঠিত | হুইয়ং ভগ্নদেহতরী হইতে দেখা যায় । | র্যাহার। ইহাতে বুৎপত্তি লাভ করিয়াছেন !: যখন সহজে ভাবে হেলিয়া চুলিয়া করিয়া এই সকল দেশের জন্য স্থলস্কেটিং ৷ বহিদ্বার-ক্রীড়ার বিশেষ উৎসাহ দৃষ্ট হয় | খানা। এই জিমখানার কার্য বৎসরের মধ্যে |

  • -i

নানা প্রকার চিত্র কাটিতে কাটিতে চলিয়। ফিরিয়া বেড়ান, তখন মনে হয় যেন তাহারা আকাশ-পথে বিচরণ করিতেছেন, দুঃখ হয় মানুষের কেনই বা পক্ষ হইল না—হইলে কি আরামে উড়িয়া বেড়ান যাইত । এখন যেন ধরণীর সহিত যুদ্ধ করিয়া আমাদিগকে প্রতিপদ অগ্রসর হইতে হয়। এই সকল ক্রীড়াস্থলে নিয়মিত সময়ে বিধি সাহেব একত্রিত হন । এই সকল ব্যায়াম-চর্চার দৃষ্টান্ত যদি আমরা ইংরাজদের নিকট হইতে গ্রহণ করি ত বিস্তর উপকার হয় সন্দেহ নাই । আমরা মনে করি যে, বালস্তাবৎ ক্রীড়া সক্তঃ । বাল্যকালই ক্রীড়ার কাল; যুবক ক্রীড়ায় যোগ দিতে সঙ্কুচিত হন । ইংরাজ দের এভাব নাই । আবালবৃদ্ধবনিতসিক' লেই খেলা ধূলায় শারীরিক শ্রম সাধন ও মনের আয়াস নিয়ত্তি করেন । আমাদের এরূপ ক্রীড়া অতি বিরল। শীতকালে অৰ্দ্ধক্রোশ পদচালনা বাবুদের ব্যায়ামের এক শেষ । বাবু নামের সঙ্গে সঙ্গে গদিতে হেলান দিয়া পান তামাক, গণপসম্প, | আমোদ করা, এই ভাবই মনে উদয় হয় । ইংরাজদের মধ্যে ব্যায়াম শিক্ষা শিক্ষার এক প্রধান অঙ্গ। অশ্বারোহণ, অস্ত্র-চালনা, ঘুসিমারা, সাঁতার, নাচ, পদচারণা এই সকল না শিখিলে ইংরাজ-ভা-সমাজের .* উপযোগী শিক্ষা সম্পূর্ণ হয় না। ইংরাজের । যেখানেই একত্রিত হউক না কেন,তাহদের অঙ্গুেইণ্ডিয়ানদের ক্রীড়ালয়ের নাম জিম