পাতা:ভারতী ১২৮৪.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুরন্ত শিশুর মত অনন্ত আকাশে করিত গো ছুটাছুটি না মানি শাসন, স্তনদানে পুষ্ট করি তুমি তাহাদের অলঙ্ঘ্য সখ্যের ডোরে দিলে গো বাধিয়া । এ দৃঢ় বন্ধন যদি ছিড়ে একবার, সেকি ভয়ানক কাও বাধে এ জগতে, কক্ষচ্ছিন্ন কোটি কোটি সুর্য্য চন্দ্র তারা অনন্ত আকাশময় বেড়ায় মাতিয়া, মণ্ডলে মণ্ডলে ঠেকি লক্ষ সুৰ্য্য গ্ৰহ চূৰ্ণ চূর্ণ হোয়ে পড়ে হেথায় হোথায় ; এমহান জগতের ভগ্ন অবশেষ চূর্ণ নক্ষত্রের স্তুপ, খণ্ড খণ্ড গ্রহ বিশৃঙ্খল হয়ে রছে অনন্ত আকাশে ! অনন্ত আকাশ আর অনন্ত সময়, যা ভাবিতে পৃথিবীর কীট মানুষের ক্ষুদ্র বুদ্ধি হোয়ে পড়ে ভয়ে সঙ্কুচিত, তাহাই তোমার দেবি সাধের আবাস । তোমার মুখের পানে চাহিতে হে দেবি, ক্ষুদ্র মানবের এই স্পৰ্দ্ধিত জ্ঞানের দুৰ্ব্বল নয়ন যায় নির্মীলিত হয়ে । হে জননি আমার এ হৃদয়ের মাঝে অনন্ত-অতৃপ্তি-তৃষ্ণ জ্বলিছে সদাই, তাই দেবি পৃথিবীর পরিমিত কিছু পারে না গো জুড়াইতে হৃদয় আমার, তাই ভাবিয়াছি আমি হে মহাপ্রকৃতি, ' মজিয়া তোমার সাথে অনস্ত প্রণয়ে জুড়াইব হৃদয়ের অনন্ত পিপাসা ! প্রকৃতি জননি ওগো, তোমার স্বরূপ যতদূর জানিবারে ক্ষুদ্র মানবেরে দিয়াছ গো অধিকার সদয় হইয়া, ততদূর জানিবারে জীবন আমার

  • -*w

করেছি ক্ষেপণ, আর করিব ক্ষেপণ। T ভ্ৰমিতেছি পৃথিবীর কাননে কাননে ; . বিহঙ্গও যতদূর পারেনা উড়িতে | সে পৰ্ব্বত শিখরেও গিয়াছি একাকী ; | দিবাও পশেনি দেবি যে গিরিগহবরে, সেখানে নিৰ্ভয়ে আমি করেছি প্রবেশ । যখন ঝটিক ঝঞ্চ প্রচণ্ড সংগ্রামে অটল পৰ্ব্বত চূড়া করেছে কম্পিত, স্বগন্তীর অন্ধু নিধি উন্মাদের মত করিয়াছে ছুটাছুটি যাহার প্রতাপে, তখন একাকী আমি পৰ্ব্বত-শিখরে । দাড়াইয়া দেখিয়ছি সে ঘোর বিপ্লব, ' মাথার উপর দিয়া সহস্র অশনি স্ববিকট অট্টহাসে গিয়াছে ছুটিয়া, প্রকাগু শিলার স্থূপ পদতল হোতে পড়িয়াছে ঘৰ্ঘরিয়া উপত্যক দেশে, তুষার-সঙ্ঘাত-রাশি পড়েছে খসিয়া | শৃঙ্গ হোতে শৃঙ্গাস্তরে উলটি পালটি । অমানিশীথের কালে নীরব প্রাস্তরেবসিয়ুছি, দেখিয়াছি চৌদিকে চাহিয়া, সৰ্ব্বব্যাপী নিশীথের অন্ধকার গর্ভে এখনো পৃথিবী যেন হতেছে স্বজিত। ! স্বর্গের সহস্ৰ আখি পৃথিবীর পরে নীরবে রয়েছে চাহি পলকবিহীন, স্নেহময়ী জননীর স্নেহ-অাখি যথা স্বপ্ত বালকের পরে রহে বিকশিত। . 1 এমন নীরবে বায়ু যেতেছে বহিয়, । নীরবত র্যাক্ট করি গাইছে কি গান, : 1, মনে হয় স্তব্ধতার ঘুম পাড়াইছে। : { কি সুন্দর রূপ তুমি দিয়াছ উষায় } হাসি হাদি নিয়োখিত বালিকাৰ মত ।