পাতা:ভারতী ১২৮৪.djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী পেী ১২৮৪) টেনসিংহলের বাণিজ্য। হইতে আসিয়ার সভ্যসমাজ যে ইহার গুণগৌরব জ্ঞাত হইয়াছিল, আমরা তাহার কোন স্থির-প্রমাণ পাই না, তবে ইউরোপের কথা বলিতে পারি, আমরা তাঁহাই বলিতেছি । আলেকজাণ্ডারের ভারতআক্রমণ কালে তাহার সহচরদ্বয় নিয়া## Nearchus g of isol Onesicritus কর্তৃক সিংহলের সমৃদ্ধি ও বাণিজ্যব্যাপার প্রথম গ্রীকগণ মধ্যে প্রচারিত হয়। তৎপরে প্লিনি, এরিয়ান, টলেমি, কসমস্ । নক্স, মাকোপলে, ভ্যালেণ্টাইন, মণ্ডেভিল প্রভৃতি লেখকগণ দ্বারা ক্রমে ক্রমে উহ ইউরোপখণ্ডে আরো সুবিস্তৃতরূপে প্রখ্যাত হয়। আবার যখন সিংহল ব্রিটিশ-সামাজ্যভূক্ত হইল, তত্ত্বান্বেষী ইংরাজ অমনি বদ্ধপরিকর হইয়া উহার অন্তঃপ্রদেশ গবেষ- | ৭ায় প্রৱত্ত হইলেন, এবং বহুতর স্বদ্বঢ় । প্রমাণ পাইয় তাহাদের মনে প্রতীতি হইল, যে, ইহার অবস্থা এরূপ ছিল না । চারি দিকেই প্রাচীন সভ্যতার ভগ্নাবশিষ্ট স্তুপাকারে থাকিয়৷ পূৰ্ব্ব-গৌরবের সাক্ষ্য, প্রদান করিতেছে। দেবালয়, গগনস্পর্শিনী সোধমালা, ক্ষেত্রে জলপ্রদান মানসে নিৰ্ম্মিত খণ্ডপ্রস্তরমণ্ডিত দূরব্যাপী বিশাল তড়াগরাজি অতীত-সাক্ষী ইতিহাস-পত্রের ন্যায় প্রাচীনত্ব প্রমাণ করিতেছে । সিংহলের এই সকল বিস্ময়জনক পূৰ্ব্ব-গৌরব-ভগ্নাবশেষ দেখিবামাত্র তাহদের মনোমধ্যে এই প্রশ্বের আবির্ভাব হইল যে, এ সকল কোন সময়ের নিৰ্ম্মিত? কোন সময়ের প্রবল বীণিজ্য-স্রোতৃ ইহাকে এরূপ ধনশালী করি | বলিয়া থাকেন, প্রাচীন কালে বিদেশীয়ের মালেল বা আদিম শৈলই Adam's Peak; নিকট যতটুকু জানিতে পারিয়াছে, আজি আমরা পাঠক-সমাজে তাছাই বিরত করিতেছি । বাণিজ্যের বিষয় লিখিতে গেলে দেশের অবস্থান, প্রকৃতি ও উৎপন্নদ্রব্য বিষয়ে প্রয়োজনমত কিঞ্চিৎ লিখা সৰ্ব্বতোভাবে বিধেয় । সিংহলের অবস্থানের বিষয় সকলেই জানেন, উহা লিখা অনাবশ্যক। কেবল উছার প্রকৃতি ও উৎপন্নদ্রব্য বিষয়ে দুই একটী কথার আলোচনা করিয়া প্রস্তী । বিত-প্রবন্ধে অগ্রসর হইব । আমরা যাহাকে সিংহল বা লঙ্কাদ্বীপ * বলিয়া থাকি, ইংরাজের যাহাকে Ceylon তাহাকে তাপ্রোবেন Taprobano f *fèÜ ইহার অন্তঃপ্রদেশ অপ্রবেশনীয় ঘনবনচ্ছা- { দিত পৰ্ব্বত-মালায় সমাকীর্ণ। তন্মধ্যে সৰ্ব্বোচ্চ ; উহু। দ্বীপের দক্ষিণ ভাগে অব

  • সিংহল দ্বীপ, এই নামের উৎপত্তি fistų Asiatic Res vol vii P 48 c7" | |

+ Tap (দ্বীপ ) এবং Ravan (রাবণ) } এই দুই কথা হইতেই ঐ নামের উৎপত্তি। { See Asiatic Res, vol. v. Page 39. { সিংহলবাণীরা ইহাকে"মালেল” বলিয়া { থাকে। খৃষ্টিয়ান প্রবাদ এই যে, Adam } এবং Eve স্বৰ্গচ্যুত হইয়া শত বৎসর ধরিয়া | এখানে অনুতাপাশ্র বিসর্জন করেন, এবং | সেই অশ্রুঞ্জলে একটা হ্রদের উৎপত্তি। } See The History of Ceylon by Philalethes P 11. ...'. ५. -. ته