পাতা:ভারতী ১২৮৪.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, -r - - 1. * ভারতী পেী ১২৮৪) করুণা। રbr૬ | ক্সের আসিবার বিশেষ কোন সুবিধা হইবে না আসিলে ভাঙ্গিয়া ফেলিবেই ফেলিবে। বাস্তবিক নন্দ্রে অনেক দিন দেশে আসে নাই, কিন্তু পাড়ার লোকেরা বাচি য়াছে, কারণ আজকাল নরেন্দ্র যখনি দেশে | আসে, তখনই গোট দুই তিন কুকুর এবং তদপেক্ষ বিরক্তিজনক গোটা দুই চার সঙ্গী তাহার সঙ্গে থাকে, তাহারা দুইতিন দিনের মধ্যে পাড়া শুদ্ধ বিব্রত করিয়া তুলে, আমাদের পণ্ডিত মহাশয় এই কুকুর গুলা | দখিলে বড়ই ব্যতিব্যস্ত হইয়া পড়িতেন । যাহা হউক, পণ্ডিত মহাশয়ের বিবাহের *কথাটা লইয়া পাড়ায় বড় হাসিতামাস চলিতেছে, কিন্তু ভট্টাচাৰ্য্য মহাশয় বিশ | বাইশ ছিলিম তামাকের ধুয়ায়,গোটকতক মস্যের টিপে এবং নবগৃহিণীর অভিমানকুঞ্চিত ক্ৰমেঘ-নিক্ষিপ্ত দুই একটি বিদ্যুত লোকের আঘাতে সকল কথা তুড়ি দিয়া উড়াইয় দেন। নিধিরাম ব্যতীত পণ্ডিতমহাশয়কে বাটী হইতে কেহ বাহির করিতে পারিত না । পণ্ডিতমহাশয় আজকাল একখানি দর্পণ ক্রয় করিয়াছেন, চমমাটি সোণ দিয়া বাধাইয়াছেন, দূরদেশ হইতে স্মক্ষমশুভ্ৰ উপবীত অনিয়ন করিয়াছেন। তাহার পত্নী কাত্যায়নী পাড়ার মেয়েদের কাছে গল্প করিয়াছে যে, মিন্স। নাকি আজ কাল মৃদু হাসি হাসিয়া উদরে ছাত বুলাইতে জুলাইতে রসিকতা করিতে প্রাণপণে চেষ্টা করেন, কিন্তু পণ্ডিত মহাশয়ের নামে পুৰ্ব্বে SSASAS TSTS | দিল যে, পুতুল ভাঙ্গিয় ফেলিলেই যে, নরে তাহা নহে, কিন্তু তাহার কথা শুনে কে ? কখন এরূপ কথা উঠে নাই। আমরা । পণ্ডিত মহাশয়ের রসিকতার যে দুই একটা নিদর্শন পাইয়াছি তাহার মৰ্ম্মাৰ্থ বুঝা আমা দের সাধ্য নহে ; তাহার মধ্যে প্রকৃতি, পুরুষ, মহৎ, অহঙ্কার, প্রম, অবিদ্যা, রজ তে সর্পভ্রম, পৰ্ব্বতোবন্ধিমান ধূমাৎ ইত্যাদি নানাবিধ দার্শনিক হাঙ্গামা আছে। পণ্ডিতমহাশয়ের বেদান্তস্বত্র ও সাংখ্যের উপর মাকড়সায় জাল বিস্তার করিয়াছে, আজকাল জয়দেবের গীতগোবিন্দ লইয়11 পণ্ডিত মহাশয় ভাবে ভরপুর হইয়া | আছেন । এইত গেল পণ্ডিত মহাশয়ের } অবস্থা। আর আমাদের কাত্যায়নী ঠাকুরাণীটি দিন কতক ত্যাসিয়াই পাড়ার মেয়ে মহল একেবারে সরগরম করিয়া তুলিয়াছেন; তাস্থার মত গণপগুজব করিতে পাড়ায় অীর কাহারে সামর্থ্য নাই,হাত পা নাড়িয়া, চোক মুখ ঘুরাইয়া চতুর্দশ ভুবনের সংবাদ দিতেন, একজন তাহীর নিকট | সহরটা কি প্রকার, তাহারই সংবাদ লইতে গিয়াছিলেন, তিনি তাহাকে বুঝাইয়া দেন যে, সেখানে বড় বড় মাঠ, সায়েবর চাম করে, রাস্তার দুধার সিপাহি শান্তিরি গোরার পাহারা, ঘরে ঘরে গরু কাটে ইত্যাদি আরো অনেক সংবাদ দিয়াছিলেন, সকল । কথা আবার মনেও নাই । কাতায়নীর } পতিভক্তি অতিরিক্ত ছিল ; এবং এই পতি- | ভক্তি সংক্রান্ত নিন্দার কথা তাহার কাছে যত শুনিতে পাইবো এমন । श्ोंझ কাহারে | কাছে নয়, পাড়ার সকল মেয়ের নাড়ীনক্ষত্র পর্যন্ত অবগত ছিলেন । তাহার আর | -