পাতা:ভারতী ১২৮৪.djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী মা ১২৮৪) এমন কি যে সকল দোষ থাকা আবশ্যক তাহ তাহাদের আছে। মূলনীতি রক্ষণ ক| রিতে গিয়া আসল-কাজ-ভুলিয়া-না-যাওয়া কাৰ্য্যদক্ষতা ; একাধিপত্যও থাকিবে অথচ তাহা যথেচ্ছাচারে পরিণত হইতে পারিবে না, এরূপ রাজনীতি-কুশলতা ; শাসন সম্বন্ধে কঠোর দ্যায় রক্ষা ও সত্যপালন ; বিজতীয় ধৰ্ম্মের প্রতি চিরাভ্যস্ত সমদৰ্শিতা ; দ্রুতগতি না হউক স্থায়ী উন্নতির নিদানভূত | আমূল সংস্কারের বশবৰ্ত্তিত ; প্রজাগণের কল্যাণ-সাধনে মনের সহিত যত্ন করেন এতটুকু ধৰ্ম্মজ্ঞান ; প্রজাগণের অজস্র তোষামোদ ও আভ্যন্তরিক অসন্তোষ এ উভয়.কুেই উপেক্ষা করিতে পারেন এতটুকু অহস্কার ; এই সকল গুণে ভারতবর্ষের উপর অটল রাজ্য স্থাপন বিদেশীয় রাজার যতদূর সাধ্যায়ত্ত, ইংরাজের তাহাতে কৃতকাৰ্য্য হইতে পরিবেন। ভারতবর্যের জল বায়ু ইউরোপীয় প্রকৃতির অনুপযুক্ত বলিয়া এ দেশ তাহাদের স্থায়ী বসতির উপযুক্ত স্থান নহে ; সুতরাং তাহাদিগকে স্বদেশ হইতে নিত্য নূতন নুতন লোক আনাইয়া শাসনকাৰ্য্য নিৰ্ব্বাহ করিতে হয়, ইহাতে রাজা প্রজার পার্থক্যভাব দূরীভূত হয় সন্দেহ নাই, কিন্তু পূৰ্ব্বে পূৰ্ব্বে যে সকল জাতি ভারতের উপর আধিপত্য স্থাপনান্তর দুৰ্গতিগ্রস্ত হইয়াছে তদনুরূপ দুৰ্গতি হইতে পরিত্রাণ পাইবার ইহা এক প্রধান কারণ বলিতে হইবে। এই কারণে রক্ষণশীলতা ও শাসনামুরাগরূপ || লিত দেখা যায়।” । ভারতবর্ষীয় ইংরাজ। আলাপ করিয়াছি, আর তাহারা আমাকে ; | স্বৰ্গীয় অগ্নি ইংরাজদের হৃদয়ে নিরস্তর প্রজ

  • ఫి( |

“যে প্রভূ তাহার আজ্ঞাধীন ভৃত্যকে | তাহার নিজের ইচ্ছা-বিরুদ্ধে সুখী করিতে চাছেন, সে প্রভু কখন ভূত্যের প্রিয় পাত্র হইতে পারেন না। যে জাতি চিরন্তন ! প্রথানুসারে সহজ ও অকৃত্রিম শাসনের অভ্যাসাধীন, তাহীদের মধ্যে কঠোর ও কুত্রিম শাসন-প্রণালী প্রচলিত করিতে যে সক্তঘর্ষণ উপস্থিত হয়, তাহা ত ইংরাজদিগের জনসাধারণের নিকট অপ্রতিভাজন হইবার ! এক কারণ, কিন্তু তাহা ছাড়িয়া দিলেও দেখিতে পাইবে যে, ইংরাজদের এমনকিছুই গুণ নাই যাহাতে তাহার পরাজিত জাতির শ্রদ্ধা আকর্ষণ করিতে সমর্থ হয় । তাহার। তাহঙ্গের উচ্চতর সভ্যতার গুণে ভারতের খ্রীবৃদ্ধি সাধনে তৎপর বটে, কিন্তু তজ্জনিত অহঙ্কার প্রকাশেও তা হারা নিরস্ত নহে । ইংরাজের। হ্যায়ী কিন্তু ভদ্র নহে, ইহা সকলেরই মুখে শুনা যায় । কলিকাতা, বোম্বাই সিংহল যেখানেই হউক, যখনি শিক্ষিত ও স্বাধীনতা-প্রিয় দেশীয় ভদ্রলোকের সহিত বিদেশী জ্ঞানিয়া অসঙ্কোচে আমার নিকট | তাহাদের মনের ভাব ব্যক্ত করিয়াছে, তখনি { ঐন্ধপ উক্তি শ্রবণ করিয়াছি। উচ্চপদস্থ । দেশীয়দের সহিত ইংরাজেরা যেরূপ ব্যব হার করে, তাহ আমাদের দেশে একজন । সামান্ত ভৃত্য কি গাড়োয়ানও সন্থ করিয়৷ থাকিতে পারে না। কাজ কর্থের সম্বন্ধে ইংরাজের দেশীয়দের সহিত সাধু ও ভঙ্গ ! ব্যবহারে সচরাচর ক্রটি করে না বটে, কিন্তু ভারতবর্ষবামীদিগের মতি: ঘরাও