পাতা:ভারতী ১২৮৪.djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| |. ভারতী মা ১২৮৪) বাঙ্গালীর আশা ও নৈরাশ্য। ^రి a { প্রথম অঙ্কুর নিঃস্থত হয়। ভারতবর্ষ, ইটালি । ও গ্রীস দেশের উর্বর ক্ষেত্রেই অর্ব্যের আসিয়া জীবিক ও সভ্যতা সহজে উপার্জন করেন। অভাবের উৎপীড়ন হইতে অবসর পাইলেই জ্ঞানের দিকে মনুষোর নেত্র পড়ে। এইরূপে অবসর-প্রাপ্ত ব্যক্তির অমুসন্ধিৎস্থনেত্রের সম্মুথে জ্ঞালের দ্বার ক্রমশঃ ਚੋਂ হইতে থাকে। এই জন্য আমাদের দেশের প্রাচীন ব্রাহ্মণদের কোন কার্য্য ছিল না, জ্ঞানানুশীলনের উপযোগী বৃক্ষ-লতা-বেষ্টিত তপোবনে তাহীদের বাস ছিল ; তাহারাষ্ট ত ভারতবর্ষে কবিতার স্মৃষ্টি করিয়াছেন, দর্শনের উন্নতি করিয়াছেন, বিজ্ঞানের অনুসন্ধান করিয়াছেন, শ্রেষ্ঠ ধৰ্ম্মের আলোচনা করিয়াছেন, ভাষা ও ব্যাকরণের পূর্ণ-সংস্কার করিয়াছেন। অতএব সভ্যতার প্রথম অবস্থায় অবসর অাবশ্যক করে, অবসর পাইবার জন্য ধন আiবশ্যক, ও ধন উপার্জনের জন্য উৰ্ব্বর ভূমির অবশ্যক । উৰ্ব্বর ভূমিই যদি সভ্যতার প্রথম কারণ হয়, তবে বঙ্গদেশ সে বিষয়ে সৌভাগ্যশালী, এই আশ্বাসে মুগ্ধ হইয়। আমরা মনে করিতে পারি যে, বঙ্গদেশ এক কালে সভ্যতার উচ্চ-শিখরে আরোহণ করিতে পা রিবে । ভারতবর্ষের ধ্বংসাবশিষ্ট সভ্যতার ভিত্তির উপর ইউরোপীয় সভ্যতার গৃহ নিৰ্ম্মিত হইলে সে কি সৰ্ব্বাঙ্গসুন্দর দৃশ্য, হইবে । ইউরোপের স্বাধীনতা-প্রধান ভাব ও ভারতবর্ষের মঙ্গল-প্রধান ভাব, পুৰ্ব্বদেশীয় গম্ভীর ভাব ও পশ্চিম দেশীয় তৎ পর ভাব, ইউরোপের অর্জনশীলতা ও ভারতবর্ষের রক্ষণশীলতা, পূৰ্ব্বদেশের কল্পনা ও পশ্চিমের কার্যকরী বুদ্ধি উভয়ের মধ্যে সামঞ্জস্য হইয়া কি পূর্ণ চরিত্র গঠিত হইবে। কোমলতা, ইউরোপীয় ভাষার সংক্ষিপ্ততা ও আমাদের ভাষার গাম্ভীর্য, ইউরোপীয় ভাষার প্রাঞ্জলতা ও আমাদের ভাষার অলস্কার প্রাচুর্ঘ্য উভয়ে মিশ্রিত হইয়া আমাদের ইতিহাস ও আমাদের কাব্য উভয়ে মিশিয়া আমাদের সাহিত্যের কি উন্নতি হইবে । ইউরোপের শিল্প বিজ্ঞান ও আমাদের দর্শন হইবে । এই সকল কল্পনা করিলে আমরা ভবিষ্যতের সুদূর সীমায় বঙ্গদেশীয় সভ্যতার অস্পষ্ট ছায়া দেখিতে পাই। মনে হয়, ঐ সভ্যতার উচ্চ শিখরে থাকিয় যখন পৃথিবীর কোন অধীনতায় ক্লিষ্ট অত্যাচারে নিপীড়িত জাতির কাতর ক্ৰন্দন শুনিতে পাইব, তখন, স্বাধীনতা ও সাম্যের বৈজয়ন্তী উডডীন করিয়া তাহীদের অধীনতার শৃঙ্খল ভাঙ্গিয়া দিব । আমরা নিজে শতাব্দী হইতে শতাব্দী পর্য্যন্ত অধীনতার অন্ধকার-কারাগৃহে অশ্রুমোচন করিয়া আসিয়াছি, আমরা সেই কাতর জাতির মৰ্ম্মের বেদন যেমন বুঝিব তে পৃথিবীর যে সকল দেশ নিদ্রিত আছে, তাহাদের ঘুম ভাঙ্গাইতে আমরা দেশ ৰিদেশে ভ্রমণ করিব। বিজ্ঞান দর্শন কাব্য ভাষার কি উন্নতি হইবে । ইউরোপীয় | উভয়ে মিলিয়া আমাদের জ্ঞানের কি উন্নতি | পড়িবার জন্ত দেশ বিদেশের লোক আমা, ইউরোপীয় ভাষার তেজ ও আমাদের ভাষার | | মন কে বুঝিবে ? অসভ্যতার অন্ধকারে ৷ ==*******z.