পাতা:ভারতী ১২৮৪.djvu/৩২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- . ৩৩৪ । 히 1 (डाइडी भी **vs | | দৌড় করাইতে হুকুম দিলেন এরং সেই | হুকুম অনুসারে কার্য্যও হইল। হুষ্টন সাহেব এতদেশে থাকিয়া প্রায় এতদ্ধেশীয় লোক { হইয়া গিয়াছিলেন। যখন ঐ হুকুম দিয়৷ ছিলেন তখন সে ব্যক্তি গবৰ্ণমেণ্টের উচ্চ কৰ্ম্মচারী ইহা বিস্তৃত হইয়া ছিলেন ; এবং { এতদ্ধেশীয় লোকে বাটীর চির প্রতিপালিত - } ঐতিহাসিক রহস্ত ; প্রথম ভাগ, দ্বিতীয় সংস্করণ। শ্রীরামদাস সেন প্রণীত, } রায় ঘন্ত্রে মুদ্রিত, মূল্য এক টাকা। লন্ধ প্ৰ তিষ্ঠ রামদাস বাবুর এই পুস্তকের গুণ গরিম কীৰ্ত্তন করা বাহুল্য । পুরাতত্ব-প্রিয় পাঠকগণের নিকট রামদাস বাবু বিশেষ রূপে পরিচিত আছেন। , ভারত উদ্ধার—(অথবা চারি অান মাত্র) রামদাস শৰ্ম্ম বিরচিত। এই হাস্য-রস উদ্দীপক “মহা কাব্য” খানি পাঠ করিতে কুরিতে আমরা গ্রন্থকর্তীকে শত শত সাধু বাদ দিয়াছি। বাস্তবিক এরূপ সরস গ্রন্থ আমরা অনেক দিন পাঠ করি নাই এবং বোধ হয় এরূপ বিক্ৰপাত্মক কাব্য (satire) বঙ্গভাষায় আর নাই। ভারতের স্বাধীনতা}প্রিয় বঙ্গ-যুবক কর্তৃক কি রূপে “পাষণ্ডo ंहि” বটায়িত নিরস্ত্র ও পরাস্ত হইবে | প্রাপ্ত গ্রন্থ । يحتصحيحهنهجمتحنك SAAAAAAASAAAALLLAAAAALiSAASAASAASAASAASAAAS অন্নদাসের প্রতি যেরূপ ব্যবহার করে । সেইরূপ করিয়াছিলেন। কিন্তু গবর্ণমেণ্ট তাহা শুনিবেন কেন ? তাহার। তাহাকে অস্বাস্থ্যকর চট্টগ্রাম জেলায় বদলী করিয়া দিলেন, সেই খানেই তিনি মানব লীল।' সম্বরণ করেন । বঃ– তাঙ্গাই গ্রন্থকার ভবিষ্যদ্বক্তা রূপে বর্ণনা : করিয়াছেন । ‘. মহাপ্রস্থান। শ্ৰী প্রকাশনাথ মল্লিক | প্রণীত। সুবৰ্ব্বন প্রেসে মুদ্রিত। মূল্য এক । টাকা । ইহা এক খানি নভেলী আড়ম্বরে আষাঢ়ে গল্প। গ্রন্থকার এক স্থলে ঘোর | অন্ধকারের বর্ণনা কীিতে, গিয়া এইরূপু ! লিথিয়াছেন—“অন্ধকার অনেক দেখিয়াছি । বর্ষাকালে মেঘাচ্ছন্ন অমানিশার অন্ধকার | দেখিয়াছি, আমাদের বাটীর একটি অস্বৰ্য্য- | ম্পর্শ পুরাতন ঘরের অন্ধকার দেখিয়াছি । শত সহস্র বার চক্ষুর কবাট বন্ধ করিয়া । অন্ধকার দেখিয়াছি, কিন্তু এ অন্ধকার সে । রূপ নয়।” ভিক্টোরিয়া ভারতেশ্বরী। কাব্য। ঐ- - প্রসন্নকুমার ঘোষ কর্তৃক প্রণীত । ভবানী- | পুর সোমপ্রকাশ যন্ত্রে মুদ্রিত। মূল্য এক | --- تصحیحت مجتمعتحتمحیه