পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و4ي بيه ٩...s . . خټآس،تعح عسمه تش ز.؟ - «ጋፃሕ o -: ਾਂ எ._. o: : છે. भमा করিয়াছিলেন; তেমনি;ত আবার লাঞ্ছনাও করিয়াছেন। গুরু লোক প্রীতি数 জরে্জপ্রিয় কথা বলেন বটে কিন্তু অবিচারিত * স্বনে আবার ত সমাদরও করিয়া भत्कन । দেখ, যে ব্যক্তি সুশীল মিত্রের নিশা শত্রুর বৃদ্ধি কামনা করে ধান্য গুচ্ছের সন্নিহিত শ্যামাকের ন্যায় তাহাকে স্ট্রপরিত্যাগ করা উচিত। ইন্দ্রজিৎ বিভীষণকে এইরূপ ভংগন করিয়া ক্রোধভরে লক্ষণকে কটুক্তি করিতে লাগিলেন। তখন মহাবীর লক্ষণ রোষাবিষ্ট হইয়া নিৰ্ভয়ে কহিলেন, রে দুষ্ট ! কথা মাত্রে কখন কার্যের পারগামী হত্তয়া যায় না, যিনি কাৰ্য্যত তাহ প্রদর্শন করিতে পারেন তিনিই বুদ্ধিমান। তুই I আমাদের নাট্যশালার একটা বড় আশ্চৰ্য্য দেখিতেছি, কত কাল হইল তাহার আরম্ভ হইয়াছে, কিন্তু গোড়ায় যাহা দেখিয়ছিলাম | আজো তাঁহাই দেখিতেছি, ইহার আর উন্নতিও হইল না, অবনর্তিও হইল না। বীর রস অভিনয় করিতে হইলেই তাহার { চীৎকার করিতে থাকেন, করুণ রস হইলেই তাহারা বুক চাপড়াইয়া নিশ্বাস টানিয়া টালিয়া ৰিঙ্কত অস্কটস্বরে দিতে থাকেন, দ্য রসের অবতারণা করিতে হইলেই जगन्नाना নিৰ্ব্বোধ, কোন তুস্কর কার্য্যে কতক গুলি নিরর্থক বাক্য ব্যয় করিয়া খুঞ্জ কার্য জ্ঞান করিতেছিস। অন্তরালে থাকিয়া রণস্থলে আমাদিগকে ছলনা করিয়াছিল। কিন্তু দেখ এই পথটা তস্করের, বীরের নয়। এক্ষণে আত্মশ্লাঘা করিয়া কি হইবে,যদি তুই সন্মুখযুদ্ধে তিটিতে পারিস তবেই আমরা তোর বলবীৰ্য্যের পরিচয় । পাইব । আমি তোরে কঠোর কথা কহিব না, তিরস্কার কি আত্মশ্লাঘাও করিব না অথচ বধ করিব। দেখ আমার কেমন বল । বিক্রম । অগ্নি নীরবে সমস্ত দগ্ধ করিয়া থাকেন এবং সূর্য্য নীরবে উত্তাপ প্রদান রিয়া থাকেন । এই বলিয়া মহাবীর লক্ষণ ইন্দ্ৰজিতের সহিত যুদ্ধে প্রৱত্ত হইলেন । অভিনয় সমালোচন।। প্রশান্ত গল্পীর বীরত্ব যে কিরূপ, তাহা

হয় যে, তাহ আর বলিৰায় নহে ; . . . | 。 সে যে কত প্রকার ভাড়ামি করিতে থাকেন { তাহার আর সীমা পরিসীম নাই। ধীর । তাহারা জানেন না, চটুল চপল আস্ফালনই # র্তাহীদের বীরত্বের আদর্শ; প্রশান্ত চিন্তাময় | যে এক প্রকার বিষাদ আছে তাহ তাহারা ৷ জানেন না, তাহারা যখন চীৎকার করিয়া । কঁদিতে থাকেন, তখন করুণ রসের অধি-d র্তাব দূরে থাকুক, উল্ট এমন বিরক্তি ৰোধ । .