পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so .. কাল-মাহাক্স্যে তাহার অধিকাংশই লোপ পাইয়াছে, যে গুলি অবশিষ্ট আছে সে গুলি এবং তন্মধ্যে কাহার কি গুণ, উভয়ই নিয়ে লিপিবদ্ধ হুইল । বিলাতরঞ্জন গঞ্জিক।– ইহার ধূমপান করিলে ইংরাজি অথবা ইঙ্গবঙ্গী বুলি, সময়-সংক্ষেপ-রকমের চাল, চোল, ব্যক্তিবিশেষকে চমক লাগাইয়া ঘড়িঘড়ি ঘড়ি উদঘাটন ; ধূমায়মান চুরটু কামড়াইয়া ধরিয়া এবং মধ্যে মধ্যে তৰ্জ্জনী ও মধ্যম এই দুই অঙ্গুলির যোগে তাহাকে মুখ হইতে নাবাইয়া,ইংরাজি ঢঙের কথোপকথন দ্বারা লোক জনকে চকিতের মধ্যে আপ্যায়িত করা ; এক কথায় এই যে, ধামাধরা এবং ঘড়িধরা চলা বলা খাওয়া পর বসা দাড়ানো হাসা কাশী, এই সকল অনর্গল বাহির হইতে থাকে। ভারতরঞ্জন গঞ্জিকা— পান করিলে লোকের মুখে যেরূপ অসামান্য বল-বিক্রম তেজ করিয়া উঠে, তদুপলক্ষে আমার টোলের একটি রত্ব এইরূপ একপংক্তি কবিতা রচিয়াছেন। “হাতে নাই কোন কার্য, মুখে ভারত আর্যা, - বড়ই অনিবাৰ্য্য, এ-সব লোক । হাক ডাক, শুনিয়া লাগে তাক - মুখে না সরে ধাকৃ, দেখিলে রেখ | o ডাগর ডাগর বুলি, বেরোয় ফুলি ফুলি, ठप्लक्षद्भ বড় জয় গরজয়, আনন্দ উপজয়,

  • জয় তোমারি জয়, তুরিতানন্দ।"

বায়ুর গোলাগুলি, সে লছে মন্দ r রাজরঞ্জন গঞ্জিক। — পান করিলে হা রাজা যে রাজা, যা । করেন রাজা, দিল্লীশ্বরে বা জগদীশ্বরে বা, ' রাজ-পদবী পাইলেই সসাগর। পৃথিবীর রাজত্ব লাভ হয়, এই প্রকার বুলি মুখে অনর্গল বাহির হইতে থাকে। যাহারা ছি এ ছাই (C S I) অথবা অন্য কোন প্রকার রাজ মহাপ্রসাদের কাঙ্গালি, র্তাহাদের পক্ষে এ গঞ্চিক মহোপকারী। সভারঞ্জন গঞ্জিক। — পান করিলে সভা-ভিন্ন আর উন্নতি সাধনের উপায় নাই ; অধিকাংশের মতই বেদবাক্য ; বিধবা-বিবাহ, বাল্য-বিবাহ, বহুবিবাহ, জাতি-ভেদ, স্ত্রীর স্বাধীনতা, এই কতকগুলি বাধিগতের মালা জপিলেই দেশের উন্নতি সাধন হয়; এই প্রকার ভাব অন্তরে আবিভূত হয়; এবং ধাদা লাগাইয়। আঁধা করিয়া বাধ্য খদের জুটাইবার চাঁদ পুস্তক বাহিরে আবিভূত হয়। বিলাসরঞ্জন গঞ্জিকা— পান করিলে নিফিনে ধূতি, ফুরফুরে । উড়ানি, সোনার বোতাম-ওয়ালা রকম-সই পিরাহেণ, ফুল মোজা, এসেন্স চোবানে । সুচারু রুমাল, ঘড়ির চেন ঝলমলায়মান, চিকন চাকন ঘষ্টি, বুকে চাদরের চাপরাস | বাধিয়া খোলা ফেটিন গাড়িতে টেরচ ভাবে : উপবেশন, ইত্যাদি বেশভুষা,ভাবভঙ্গী; এবং মুখে মধুগন্ধ, গুণ গুপ্‌ গুণু টপূপার আভাস, । নট-নাগরি ছন্দের কথাবার্তা হাস্য-পরিহাস; ইঙ্গিত ইসার, ইত্যাদি বিবিধ হাবভাবের ।

    • --—