পাতা:ভারতী ১২৮৪.djvu/৪১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

' ' ' ' ' ভারতী চৈ ১২৮৪ ; অশ্ৰুজল। 8૦૧ ; সংসার! আমি তোমার কোন প্রতিমাই হৃদয়মন্দিরে প্রতিষ্ঠা করিতে চাহি না । এই হুৰ্ম্ম্যময়ী মহানগরীতে বিচরণ করিতে করিতে আমরা কত অট্টালিকাই | দেখিতে পাই—কিন্তু সে সকল দেখিয়া | আমাদের চক্ষু তৃপ্ত হয় মাত্র, হৃদয়ের একটি শিরাও স্পন্দিত হয় না । তাহীদের সঙ্গে ভূতকালের সম্পর্কই নাই। তাহারা কেবল বর্তমান কালটিকে ঘিরিয়া আছে । তাহদিগকে দেখিলে আমরা কেবল শিল্পকরের নিপুণতায় ঈষৎ মুগ্ধ হইতে পারি, এবং মামুষের কার্য্যদক্ষতায় ঈষৎ চমৎকৃত হইতে পারি। কিন্তু মনে কর যদি কোন জ্যোৎস্নময়ী গভীর রজনীতে ইন্দ্রপ্রস্থের ভগ্নাবশিষ্ট প্রাসাদ মণ্ডলে বিচরণ করিতে করিতে সেই ভূতকালের সাক্ষীস্বরূপ, বর্তমানের মোহস্বরূপ এবং ভবিষ্যতের কবিতাস্বরূপ জরাজীর্ণ স্তম্ভগুলিকে দেখিতে পাই, যখন তাহদের অৰ্দ্ধস্ফট মূৰ্ত্তিতে তাহাদের মুগ্ধকর ইতিবৃত্ত জ্বলন্ত অক্ষরে দেদীপ্যমান দেখি, যখন তাহদের সঙ্গে সঙ্গে কালের করলে স্রোতে উজান বাহিয়া কল্পনা প্রায় কালের উৎস-প্রদেশে গিয়া পড়ে, তখন হৃদয়ের তরঙ্গভঙ্গের সঙ্কে সঙ্গে চক্ষে যে মমতালহরী বহিতে থাকে তাহা হে প্রকৃতি দেবি তোমার অনন্ত { ভাণ্ডারের কোন, সামীর সঙ্গে তুলনীয় হইতে পারে । | আবার দুঃখের সময় হৃদয় যখন শোকে নিম্পেষিত হইতে থাকে, যখন শরীরের | cमब्र७हे क्रूज भट्नञ्च ड़िछाब eभग्न-बिम्लब সমস্ত শোণিত একত্র इहैधाः মর্মের দ্বারে | ভীষণ আঘাত করিতে থাকে, যখন আমা | উপস্থিত হয়, তখন অশ্রলহরী ব্যতীত | আমাদের আর কি সহায় আছে ? কৰিবর | টেনিসন বলিয়াছেন যে, কোন সময় একটি | বীরপুরুষ সমরে হত হইলে তাহাকে তাহার | পরিবার মধ্যে আনা হয়। বীরপত্নী তাহাকে দেখিয়া একেবারে প্রস্তরমূৰ্ত্তিবৎ স্তম্ভিত । হইয়া গেলেন,তাহার চেতনা লোপ হইল না বটে কিন্তু তাহার মুখে কথা নাই, চক্ষেও | অশ্রু নাই। র্তাহার সহচরীরা উহাকে | কাদাইতে অনেক চেষ্টা করিল, কিন্তু কিছু | তেই তাহাকে কাদাইতে পারিল না, স্বতরাং সকলেই এই আশঙ্কা করিতে লাগিল যে অসহ যাতনায় তিনিও সহসা হুতপ্রাণ হইবেন। পরিশেষে একটি বৃদ্ধ সহচরী সেই বীরপত্নীর নবপ্রস্থত শিশুটিকে লইয়া তাহার অঙ্কে দিবা মাত্রই তিনি “রে বিধবা- | সৰ্ব্বস্ব ! আমি তোরই জন্য বাচিয়া আছি* } বলিয়া রোদন করিয়া উঠিলেন এবং শ্রাবণ | ধারার ম্যায় চক্ষে বাষ্পবারি বিসর্জন | করিতে লাগিলেন। তখন সকল সহচরী রাই তৃপ্ত হইল, সকলেই বুঝিল যে বীর । পত্নীর যাতনার উপশম হইয়া আদিতেছে। বাস্তবিক, অশ্রলহরী না থাকিলে । আমরা অনেক সময়ে আত্মহত্যা করিতে । কিছুমাত্র পরাঙ মুখ হইতাম না " জায়ার, আমার হৃদয়বেদন উপস্থিত হইলে অধি নিজেই অশ্রুবিসর্জন কৰিয়া ৰে আমার cदशनां निदांद्रशृ করি এমন নছে, किख्ञां