পাতা:ভারতী ১২৮৪.djvu/৪২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२*. স্বাস্থ্য । o হয় না। দুগ্ধ দিবসে দুইবার ও রাত্রিতে । একবার মাত্র খাইলেই যথেষ্ট হয়। এতদ্ভিন্ন তাহাকে আলুসিদ্ধ ७क भिल्लेोब अथवा বিস্কট দেওয়া যাইতে পারে। এইরূপ H সতর্ক হইয়া সন্তানকে লালন পালন করিতে . পারিলে এবং ক্ষুধার্ত বুঝিয়া খাইতে দিলে, তাহার কখনই পেটের অসুখ হইবার সন্তা বনা থাকে না । দোলায় চড়াইয়া ঘুম পাড়াইবার বিষময় ফল । বিলাতে কোন সময়ে শৈশব মৃত্যুর সংখ্যা অধিক বৃদ্ধি হইতে দেখিয়া কয়েক জন প্রসিদ্ধ চিকিৎসক উহার কারণ অনুসন্ধানে প্ররত্ত হন । প্রবৃত্ত হইয়া দেখিলেন যে দোলাইয়া ঘুম পাড়ন শৈশব-মৃত্যুর একটি প্রধান কারণ। দোলায় রাখিয়া দোল দিলে, | সন্তানের মস্তক ঘুরিতে থাকে ও তজ্জনা মোহ উপস্থিত হওয়াতে সে ঘুমাইয়। পড়ে । কিন্তু তাহার নিদ্রা গাঢ়তর হয় না । সে মধ্যে মধ্যে স্বপ্ন দেখিয়া চমकिग्रा खैर्फ ७ কাঁদিতে থাকে। তখন পুনরায় উহাকে দোল দিতে হয় । দোল দিলেই আবার ঘুমাইয় পড়ে। এই রূপে পুনঃ পুনঃ দোল খায় ও ঘুমায়। ইহাতে বালকের শরীর স্বস্থ হওয়া দূরে থাকুক বরং অধিকতর কাতর হইয় পড়ে। কৌমারাবস্থায় বালকের মস্তিষ্ক অপেক্ষাকৃত কোমল, সেই জন্য পুনঃ পুনঃ দোল দিলে তাহার जर्दिना बम मध्छ्। यो बभन झ्म्न ; gभन रुि কখন কখন ঐ কারণে মস্তিষ্কের প্রদাহ : পৰ্যন্ত ঘটিয়া থাকে।

. * * * بي تي " و ، ج ، بي :

ফুলিতে কোন স্থানে ধাক্কা লাগে তাহ। | হইলে মস্তিষ্ক গুরুতররূপেই আহত হয়। ভোজনের পর পূর্ণবয়স্ক ব্যক্তিকেও দোলায় চড়াইয়া দোল দিলে তাহার ভয়ানক , অসুখ করে। ইহা জানিয়াও অনেক জননী ক্রোড়ন্থ শিশুসন্তানকে দুধ খাওয়াইয়া ঘুম পাড়াইবার জন্য স্নেহভরে তাহাকে ঘন ঘন দোলাইতে থাকেন। কিন্তু ইহাতে যে সস্তানের শরীর সম্বন্ধে বিশেষ হানি হইতে পারে তাহ স্বপ্নেও ভাবিয়া দেখেন না । বালকগণের দোল খাওয়া একবার অভ্যাস হইলে, সে দিনের বেলায় সৰ্ব্বদা কোলে থাকিতে চাহে, সুতরাং তাহাকে নিয়ত একজন বুকে বা হাতে করিয়া বেড়াইতে না পরিলে সে কাদিয়া অস্থির হয় । | যখন কোলে থাকিয়া ও সুস্থির না হয় | তখন মাতা বা দাসী তাহার পৃষ্ঠ বা পাছ চাপড়াইয়া সাম্বন করেন কিন্তু এরূপ করাতে সন্তানের জননেন্দ্রিয় অকালে অতিশয় উত্তেজিত হয়, ও তজ্জন্য পরিণামে | { সস্তানকে পুনঃ পুনঃ কোন মাদক আৰ্য : .বিষময় ফল উৎপন্ন হইয়া থাকে। আমাদের দেশে আর একটি কুপ্রথা | এই যে, সস্তানকে আদর দিবার জন্য স্ত্রী: লোকেরা তাহার জননেক্রিয় চুম্বন বা স্পর্শ করে কিন্তু ইহাতে ভবিষ্যতে সস্তানের যে कठछूद्र अनिझे दहेयांद्र नक्षांबना उाश { কেহই বুঝেন না । অতএব এই সকল । বিষয়ে মাতার বিশেষ সতর্ক হওয়া উচিত। } घूम *ाज़ॉरेवात्र छन झधत्र नदिङ 1 আর যদি ফুলিতে ] দেওয়া অনুচিত। ইহাতে হঠাৎ ধীলঙ্কেরী