পাতা:ভারতী ১২৮৪.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী শ্রা ১২৮৪) জার। → কেলিও না, আমাকে রক্ষা কর, আমি | মরিলে যে আমার মা কাঁদিবে, অামার অমর কাদিবে। ক্রমে বালিকা অচেতন 1 হইয়া পড়িল, কমল আলুলিত কুন্তলে, শিথিল অঞ্চলে তুষারে অর্জমা হইয়া इक्रक्लाउ गलिन झलक्वेिब भड भ४eारख् পড়িয়া রহিল। তুষারের উপর তুষার পড়িতে লাগিল, বালিকার বক্ষের উপর তুষারের কণা পড়িতেছে ও গলিতেছে, এবং ক্রমে জমিয়া যাইতেছে। এই অর্ণধার রাত্ৰিতে এক জন পান্থও পথ দিয়া যাইতেছে না। বৃষ্টি পড়িতে লাগিল, রাত্রি বাড়িতে লাগিল, বরফ জমিতে লাগিল, বালিকা একাকিনী শৈল-পথে পড়িয়া রহিল। দ্বিতীয় পরিচ্ছেদ । কমলের মাতা ভগ্ন কুটীরে রোগ শয্যায় শয়ান, জীর্ণ গৃহ ভেদ করিয়া শীতের { বাতাস তীব্রবেগে গৃহে প্রবেশ করিতেছে। বিধবা তৃণশয্যায় শুইয়া থর থর করিয়া - কাপিতেছেন; গৃহ অন্ধকার, প্রদীপ জ্বলিবার লোক নাই, কমল প্রাতে ভিক্ষা করিতে গিয়াছে এখনো ফিরিয়া আসে নাই, ব্যাকুল | বিধবা প্রত্যেক্ষ পদ-শব্দে কমল আসিতেছে { বলিয়। চমকিয় উঠিতেছেন। কমলকে খুজিবার জন্য বিধবা কতবার উঠিতে { চেষ্টা করিয়াছেন, কিন্তু পারেন নাই, কত কি আশঙ্কায় আকুল হুইয়া মাতা দেবতার নিকট কাতর ক্রদনে প্রার্থনা করিয়াছেন,* আশ্রজলে কতবার কহিয়াছেন “আমি হুত! डांगिनैौ, श्रांभाद्र भब्र4 रुहेल मा ८कम ? L_ | ".i কখনো ভিক্ষা করিতে জানে না যে বালিকা, তাহাকেও আজি অনাথার মত দ্বারের বাহিরে দাড়াইতে হটল ক্ষুদ্র-বালিক অধিক দূর চলিতে পারে না, সে এই অন্ধকারে, তুষারে, রাষ্টতে কি করিয়া বঁচিবে ? ” উঠিতে পারেন না অথচ কমলকে দেখিতে পাইতেছেন না, বিধবা বক্ষে করাঘাত | করিয়া অধীর ভাবে কঁদিতে লাগিলেন । । দুই এক জন প্রতিবাসী, বিধবাকে দেখিতে আসিয়াছিল, বিধবা তাহাদের চরণ জড়াইয়া ধরিয়া সজল নয়নে কাতর ভাবে মিনতি করিলেন, “আমার পথ-হার কমল কোথায় ঘুরিয়া বেড়াইতেছে, এক বার তাহাকে খুজিতে যাও!” তাহারা কহিল, । “ এই তুষারে, অন্ধকারে আমরা ঘরের বাহিরে যাইতে পারি না।” বিধবা কাদিয়া কহিলেন, “এক বার যাও, আমি অনাথ দরিদ্র, অর্থ নাই, তোমাদের কি দিব বল । ক্ষুদ্র বালিকা, সে পথ চিনে না, সে আজ সমস্ত দিন কিছু খায় নাই, তাহাকে মাতার | ক্রোড়ে আনিয়া দেও, ঈশ্বর তোমাদের ৷ মঙ্গল করিবেন!” কেহ শুনিল না, সে বৃষ্টিবন্ধুে কে বাহির হইবে ? সকলেই নিজ নিজ গৃহে ফিরিয়া গেল। ক্রমে রাত্রি বাড়িতে লাগিল, কাদিয়া কাদিয়া দুৰ্ব্বল বিধবা ক্লান্ত হইয়া গিয়াছেন, নিজাঁধ ভাবে । শয্যায় পড়িয়া আছেন, এমন সময়ে বাহিরে পদশব্দ শুনা গেল, বিধবা চকিত মেত্রে দ্বারের দিকে চাছিয়া ক্ষীণস্বরে কহিলেন “কমল, भा, श्राहेणि ?” ७क छम वांश्द्रि श्हेrउ কক্ষ স্বরে জিজ্ঞাসা করিল “ঘরে কে আছে?” = -1 -- ~ *