পাতা:ভারতী ১২৮৪.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী ভা ১২৮৪) | তত্বজ্ঞান কতদূর প্রামাণিক । সৃষ্টি-বিষয়ে বিজ্ঞান কি বলেন প্রথমে শুনা যাউক ; পশ্চাতে তত্ত্বজ্ঞানের সিদ্ধান্ত কিরূপ তাহ দেখা যাইবে। বিজ্ঞান বলেন যে, আদিতে জগৎ এখনকার মত এরূপ স্থল ছিল না—অতি সূক্ষভাবাপন্ন झेिल ; এবং তাহার সর্বত্র সমভাব ছিল ; প্রথমে এক মাত্র সূর্য একাকী সৰ্ব্বে-সৰ্ব্ব ছিল, গ্রহ উপগ্রহ কিছুই ছিল না ; সেই এক সূৰ্য্য হইতে গ্ৰহাদি ক্রমে ক্রমে প্রসূত হুইল। এখন যেখানে গ্রহ উপগ্রহ বিদ্যমান আছে, পূর্বে সেখানে সূর্যের প্রান্তভাগ তাহীদের স্থান অধিকার করি, য়া ছিল ; সুৰ্য্যের প্রাস্ত-ভাগ বার বার বিচ্ছিন্ন হইয় গ্রহের পর গ্রহ সন্তত হও য়াতে এক্ষণে সূর্যোর কলেবর পূর্বাপেক্ষা অনেক সংক্ষিপ্ত হইয়াছে । সম্প্রতি জেকবৃ | এনিগ্‌ নামক এক জন জ্যোতিৰ্ব্বেত্তা wiretootfirst. (Theorigin of the stars) নামক এক খানি পুস্তক প্রণয়ন করিয়াছেন। এই পুস্তকের তৃতীয় খণ্ডের প্রথমেই তিনি এইরূপ বলিতেছেন ;– । | বর্তুলাকার জঙ্গর জলবিম্ব সকল যাহা ইন্দ্ৰধন্থতে বিভাসিত হয়, তাছারা যেমন | জলীয় বাম্পের সংঘাত হইতে উৎপত্তি - তত্ত্বজ্ঞান কতদূর প্রামাণিক। # (১) যুক্ত বাবু চন্দ্রশেখর বহু বিরচিত—স্বষ্টি । (২) খ্ৰীযুক্ত কালীবর বেদাস্তবাগীশ বিরচিত-সাংখ্য দুৰ্শন । প্রথম সংখ্যা পত্রিকার ৭ পৃষ্ঠার পর । লাভ করে, সেই রূপ বৰ্জুলাকার স্বন্দর তারকা-রাজি যাহা আকাশে দীপ্তি পায় তাহার, সমস্ত আকাশময় ব্যাপিয়া ছিল যে আদিম ভৌতিক পদার্থ, সেই সুক্ষম ভৌতিক পদার্থের সংঘাত হইতে উস্তু ত g 德 হইয়াছে। ইহার কিয়ৎপরে গ্রন্থকর্তা বলিতেছেন ;--- কি শক্তির বলে সেই সূক্ষ ভৌতিক পদার্থ সমস্ত আকাশময় ব্যাপিয়া ছিল ?— পরমাণুগত বিক্ষেপ-শক্তির বলে ; সেই বিক্ষেপ-শক্তি, যাহার প্রভাবে আধু ছটাক | জল জনন বাষ্প, আধ ছটাক প্লাটিনম্ অপেক্ষা, সাৰ্দ্ধ দুই লক্ষগুণ অধিক পরিমাণ স্থান ব্যাপিয়া থাকে। গ্রন্থকার ইহার কিয়ৎপরে বলিতেছেন – এই বিক্ষেপ-শক্তিকে দমন করা যায় কি প্রকারে ?-রাসায়ণিক শক্তি দ্বারা ;সেই রাসায়ণিক শক্তি, যাহার প্রভাবে অন্নজনন এবং জলজনন বাষ্প একত্র সংহত | হইয়া জলাকারে পরিণত হয় । জগতের আদিম উপাদান যে কত সূক্ষ, তদুপলক্ষে | গ্রন্থকার এইরূপ বলেন – বহু পূর্বে স্বৰ্য যখন নেপচুন গ্রহের । গতিচক্র পর্যন্ত প্রসারিত ছিল, তখন তাহ | জল-জনন বাষ্প অপেক্ষ চতুর্দশ কোটি so or for . . . . . . . . . . *