পাতা:ভারতী ১২৮৪.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭8 বুড়ার কথা । -FT (ভারতী ভ। ১২৮৪ { গেল শুনিলে তিনি মহা কাতর হইতেন, আর যদি গৃহস্থের চোর ডাকাইত ধরি. য়াছে বা তাহাদিগকে তাড়াইয়া দিয়াছে বা বিলক্ষণ প্রহার করিয়াছে এমত শুনিতেন, { তাহা হইলে আর র্তাহার আনন্দের ইয়ত্তা থাকিত না। আর ঐ প্রকার তাড়নার গণপই শুনিতে চাহিতেন। কলিকাতার কোন বড় মানুষ প্রত্যহ বৈ: i. কালে গলপ শুনিতেন । গণপ করিবার জন্য মাহিনী করা চাকর নিযুক্ত ছিল । গণেপর নায়ক নায়িকা বা অপর কেহ যদি অকালে কাল-গ্রীসে পতিত হইত, বা তাহাদিগের কোন বিপদ উপস্থিত হইত, তাহ হইলে তিনি এত উত্তেজিত হইতেন যে তৎক্ষণাৎ বলিতেন ‘মেরোনা মেরোনা, ওকে বাচ্যও আমি দশ টাকা দিব” অথবা “ঐ বাঘটাকে তাড়াইয়া দেও, ঘুমন্ত কোটালের পুত্রের অনিষ্ট না হয়, আমি ৫ টাকা দিব ।” কথ{ কেরা ইচ্ছা করিয়া বাবুকে উত্তেজিত করিত ও নায়ক নায়িকাদিগকে কষ্টে ফেলিয়া টাকা সংগ্ৰহ করিত। সেকেলে বড়মানুষী—কোন হিন্দু রাজা মন্ত্রী ও অপর পারিষদৃবর্গে পরিবেষ্টিত হইয় একদা পৌষ মাসের রাত্রে স্বীয় বৈঠকখানায় বসিয়া আছেন। রাত্রি এক প্রহর হইতেই শিবাদল কোলাহল করিয়া উঠিল । রাজা জিজ্ঞাসা করিলেন }“কেন হে মন্ত্রী শেয়াল গুলা ডাকিতেছে ?” $ 'মন্ত্রী উত্তর করিলেন, “মহারাজ ! ওরা শীতে কষ্ট পাইতেছে বলিয়া আপনাকে 1 জানাইতেছে” রাজা ইহা শুনিয়া বলিলেন "আচ্ছ ওদের কম্বল দাও"পর দিন প্রতি । কালে মন্ত্রী কোষাগার হইতে কম্বলের জন্য ৫••• টাকা বাহির করিয়া লইলেন। দিন । কয়েক পরে রাজা পুনরায় পরিষদ-বৰ্ণ । লইয়া বসিয়া আছেন, এমন সময় শিবাদল অভ্যাস মত আবার ডাকিয়া উঠিল । রাজা তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন “কেমন হে | মন্ত্রী কম্বল ত দেওয়া হইয়াছে, তবে আ- | বার তাকে কেন ?” মন্ত্ৰী কহিলেন “মহা- ; রাজ আপনাকে আশীৰ্ব্বাদ করিতেছে" রাজা কিছু না বলিয়া নিরুত্তর হইলেন। কিছুকাল পরে রাজ। নিতান্ত পীড়িত হই লেন। এবং বাচিবার প্রত্যাশ নাই বুঝিয়া মন্ত্রী ও রাজকুমারকে আহবান করিলেন । উইার দুইজনে উপস্থিত হইলে পর রাজা মৃদুস্বরে বলিলেন “মন্ত্রী আমি ত চলিলাম, রাজকুমার ছেলে মানুষ, যাহাতে সমস্ত বজায় থাকে দেখিবে, অর্থ-নাশ কোন প্রকারে না হয়।” মন্ত্রী ক্রুদনের ভাণ করিয়া কছিলেন, “মহারাজের ধন আমার শরীরের রক্ত, কোন মতে তার অপব্যয় হুইবে না, আমি পাইটি পর্যন্ত কোষাগারে জমা দিব।” রাজা কহিলেন “তবে সেই ৫৭•• টাকা স্বদ সমেত জমা দিও।” করিলেন “কোন ৫০০০ ?” রাজা উত্তর করিলেন “যে ০••• টাকায় শিয়ালদের } কম্বল দিয়াছিলে।” মন্ত্রী লজ্জায় অধোবদন । হইলেন। রাজা আর কিছু না বলিয়া । উত্তর করিলেন “তোমাকে পরীক্ষা করি बांझें अमा श्रोंभि थै धकोब्र कब्रिग्रांकिँलांभ १ ॥ তুমি খাঁটি নহ তাহা আমি জানিতাম, ঘাঁহ } মন্ত্ৰী জিজ্ঞাসা :