পাতা:ভারতী ১২৮৪.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. বজ্ৰাঘাতে মৃত্যু। (ভারতী ভা ১২৮৪ ਾ | ६मश् थानि मान थ:७ दिउङ इहेग्रएछ । . অধিকন্তু হস্ত ও পদ যেন শরীর হইতে বিচ্ছিন্ন হইয়া শূন্যে লম্বিত রহিয়াছে। . f বস্তুতঃ স্মরণ ও বিচার শক্তি পুনরায় অাবিভূত হুইবার অনেক পরে তাহার দর্শনে ক্রিয় স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইয়াছিল। এইস্থলে টিণ্ড্যালের এই দৈবায়ত্ত ঘটনা উল্লেখ করিবার বিশেষ কারণ এই যে, এই

রূপ গুরুতর কিছুতোখাত পাইয়াও তিনি

কিছুমাত্র যন্ত্রণ অনুভব করেন নাই । অথচ তৎকালে তাহাকে ঐ জন্য এক কালে জ্ঞানশূন্য হইতে হয়। এতদ্বুরা বজ্ৰাঘাত-জনিত মৃত্যু যে যন্ত্রণাশূন্য তাহা আরও প্রতিপন্ন হইতেছে। বস্তুতঃ জীব মাত্রই এতদ্বারা আহত হইব মাত্র সহসা হতচেতন হইয়া পড়ে ও তদবস্থায় প্রাণত্যাগ করে। স্বতরাং দৈব মৃত্যুর মধ্যে ইহা অপেক্ষ যন্ত্রণাশূন্য বা স্বখের মৃত্যু । আর কিছুই নাই। বজ্ৰাঘাত নিবন্ধন শরীরে অতি যৎ {जांभांना बांश झिझ लक्रिड इहेश था:क । কাহারও কেশ গুলি পুড়িয়া যায়। কাগরও অঙ্গে একটি সামান ক্ষত চিহ্ন মাত্র দৃষ্ট হয়। এবং কাহারও বা ত্বকের উপর একটি লাল বর্ণের রেখা দেখা যায়। { অধুনা ইংলণ্ডে, প্রাণদণ্ডের নৃশংসতা সম্বন্ধে যেরূপ তর্কের টেউউঠিয়াছে,তাহাতে . ধৰোধ হয় হতাকারীর উপর এইরূপ দও - ৰিধান ভারতবর্ষ ও ইংলণ্ডেশ্বরীর অপরাপর রাজ্য হইতে এক কালে উঠিয়। যাইবে। যদি তাহাও না যায় তথাপি উহার পরিবর্তে এরূপ নিয়ম প্রবর্তিত হইবে যtহাতে তাদৃশ গুরুতর অপরাধী ব্যক্তিকে আর } কখনই ফাশিকাষ্ঠে ঝুলিতে হইবে না। । ইহা যত শীঘ্র এদেশ হইতে উঠিয়া যায় | ততই ভাল। প্রত্যুত যদি শাসনকৰ্ত্তার দুষ্ট লোককে ভয় দেখাইবার জন্য এখন প্রাণদণ্ডের ব্যবস্থা রাজ্যমধ্যে প্রচলিত রাখিতে চাহেন, তাছা হইলে যাহাতে ঐ সকল লোক আক্ষেশে মরিতে পfরে তাহার | উপায় বিধান করা উচিত। পূৰ্ব্বোক্ত ! তাড়িতাবহ যন্ত্র ইহার প্রধান উপায় । এত- ; দ্বারা মৃত্যু হইলে অপরাধী ব্যক্তি আল্লান : মুখে সংসার হইতে জন্মের মত বিদায় গ্রহণ ! করিতে পারে। এক জন অপরকে নৃশংসের } নায় খুন করিয়াছে বলিয়, তং প্রতিশোধার্থ | প্রথম ব্যক্তির উপর নৃশংসাচরণ করা কথ । নই মল্লষোচিত কার্য নহে । অন্ত:এব প্ৰাণ ! দণ্ডের ঐরূপ সহন্ধু ও যন্ত্রণ শূন্য উপায় । থাকিতে,অপরাধীকে ফঁাসিকাষ্ঠে তুলিয়৷ ক্ষত । দীর্ঘকাল কস্ট দেওয়া আমাদের কোন ক্রমে | যুক্তিযুক্ত বলিয়া বোধ হয় না। পরিশেষে এদেশীয় শাসনকৰ্ত্তাদিগের নিকট আমাদের সবিনয় প্রার্থন এই যে, প্তাহারা যেন এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখিয়া হাপরাধী ব্যক্তির মৃত্যুকালীন যন্ত্রণাভার লাঘব করেন। ইহাতে দণ্ডবিধি ও ধৰ্ম্মশাস্ত্র উভয়েরই উদ্দেশ্য সমভাবে সিদ্ধ হইতে পারে । যঃ |