পাতা:ভারতী ১২৮৪.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

!"

. . .

| | তাহা হইলেই ব্রিটনের সভ্যতাও ক্রমে ক্রমে | নিৰ্ব্বাণ হইয়া যাইবে। ইংলণ্ডের খনি| শাস্ত্রবিৎগণ জুনেকে গণনা করিয়া দেখিয়া| ছেন যে, কয়লার ব্যয় যেরূপ ক্রমশই বাড়ি তেছে তাহাতে আর দুই তিন শতাব্দীর | মধ্যে ব্রিটনস্থ কয়লার ভাণ্ডার শূন্য হইয়া যাইবে । তাছা হইলে ব্রিটনে বড়ই গোল বধিবে, সমুদয় কারখানা একেবারে বন্ধ হইয়া যাইবে, এবং ব্রিটিশেরা তাহাদিগের পূৰ্ব্বপুরুষদের ন্যায় মৎস্য ধরিয়া ও শীকার করিয়া খাইবে । সমুদ্রের ধ্বংস কার্যা । —সেটলাণ্ড দ্বীপ গ্রানিটু প্রভৃতি দৃঢ়তম শিলায় নিৰ্ম্মিত, অথচ সমুদ্র অলপ কালের মধ্যেই এই দ্বীপকে এমন ক্ষয় করিয়াছে যে তাহ বিস্ময়জনক । আটলাণ্টিকের তীব্র বেগে তাহার শৈল সকলে প্রকাগু প্রকাণ্ড গহবর খোদিত হইয়াছে। স্টেনেল দ্বীপও ক্রমশঃ সমুদ্রের আঘাতে এইরূপে ক্ষীণ হুইয়। যাইতেছে । সেট্ল্যাণ্ড প্রভৃতি দ্বীপের ন্যায় গ্রেট ব্রিটনের তীরভাগ শৈল-মালার দ্বারা রক্ষিত নহে, এবং সেখানে আটলাণ্টিকের বেগও অপ। তথাপি ইয়কশিয়রের তীরভাগ এখন যেখানে কেবল বালীর চিহ্নমাত্র বিদা| মান আছে, পূৰ্ব্বে সেখানে প্রাচীন নগর ও | গ্রাম স্থাপিত ছিল। অবর ৭, হাট বর ৭, | গিয়াছে। “ইয়ক শিয়রের ভূতত্ব” নামক }গ্রন্থে ফিলিঙ্গ লিখেন যে, ভবিষ্যতে {"রি পইণ্ট নামক স্থান ক্রমশঃ বিচ্ছিন্ন --------------- w - سیسس ہے: সম্পাদকের বৈঠক। - ক্রমাগত নষ্ট হইয়া যাইতেছে,অনেক স্থলে, | কিল্লনসি প্রভৃতি অনেক স্থান ধ্বংশ হইয়া হইয়া দ্বীপের আকার ধারণ করিতেও পারে, তাহা হইলে মহ-সমুদ্র হাম্বারের নদীমুখে | প্রবেশ করিয়া দারুণ ধ্বংশ সাধন করিবে । নক্ষক এবং সাফোকের তীরদেশও এইরূপ দ্রুতবেগে নষ্ট হইয়া যাইতেছে। লায়েল বলেন, এখন যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জাহাজ ভাসিতে পারে ৫০ বৎসর পূর্বে সেই থানে গ্রাম-সমেত ৫০ ফিট উচ্চ শৈল দণ্ডায়মান ছিল । ইংলণ্ডের ক্ষুদ্র দ্বীপ এইরূপ ধ্বংসের মুখে পড়িয়ছে। সূৰ্য্য-মণ্ডলে গোল বাধিয়াছে। — প্রকটর বলেন অলপ দিনের মধ্যেই সূৰ্য্য- | মণ্ডলে এরূপ পরিবর্তন ঘটিতেছে যে, জ্যে} তিৰ্ব্বিদের ভয় করিতেছেন যে, হয় সূর্যের তেজ অধিকতর বৰ্দ্ধিত হইতেছে, নয় ক্ষীণ হইয়া অসিতেছে। যদি এই সৌরজগতের বিশাল প্রদীপ ক্রমে নিভিয়া যায় বা অধি. কতর জ্বলিয় উঠে, উভয়ই আমাদের পক্ষে অনিটজনক । জ্যোতিৰ্ব্বিদেরা দেখিয়ছেন, কত নক্ষত্র দীপ্তিইন হুইয়া ক্রমে নিভিয়া গিয়াছে এবং কোন কোনটা বা অধিকতর দীপ্তিশালী হইয়া উঠিয়াছে। সূৰ্য্যও এই নক্ষত্র জগতের মধ্যে একটি, উহারও কোন দিন এইরূপ দশা ঘটতে | পারে । প্রকাণ্ড সমুদ্র-তরঙ্গ —অ্যারিকায় { ভূমিকম্প হইবার অৰ্দ্ধ ঘণ্ট। পরে সমুদ্র পিছনে হঠিতে লাগিল, কিয়দর গির পরক্ষণেই আবার প্রবল-বেগে প্রত্যাবৰ্ত্তন করিল। -ബ (ভারতী ভ; ১২৮৪ অ}মাদের } - অপরিমেয় প্রকাগু তরঙ্গ ৫৫ } ফিট উচ্চ হইয়। অন্ধকার দেয়ালের ন্যায় }

§