পাতা:ভারতী ১২৮৫.djvu/১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী । ~Lుe: :m~~ বোম্বাই রায়ৎ । -ساسبب ہمہ : جاھِیْمَo ہیبسسسسہ রায়ৎওয়ারী বন্দবস্তের বিশেষ গুণ এই যে ইহা ত্রিশ বৎসর কাল গবৰ্ণমেণ্টের উপর বন্ধনকারী—সেই কালের মধ্যে গবর্ণমেন্ট খাজানা বৃদ্ধি করিতেও পারেন না ও খাজানা দিতে ত্রুটি না করিলে রায়ৎকে স্থানা স্তরিত কয়িতেও পারেন না অথচ তাহী রায়তের উপর বন্ধনকারী নহে। রায়ৎ ইচ্ছা করিলে ফসলী সালের প্রারস্তে তাহার উপভোগ্য জমির সম্পূর্ণ অথবা এক ক্ষেত্রের অস্থান কিয়দ্ভাগ পরিত্যাগ করিতে পারে এবং অন্যান্য অনধিকৃত ক্ষেত্র আবাদের জন্য গ্রহণ করিতে পারে । এ নিয়ম রায় তের পক্ষে সামান্য হিতকরী নহে। এই বন্দবসে ত্রিশ বৎসর ইজারার যে লাভ তাহা সম্পূর্ণ রায়তের অথচ তন্নিবন্ধন দীয়িত্ব হইতে সে মুক্ত। তাহাতে তাহার কোন ক্ষতির আশঙ্কা নাই, কেননা ক্ষতির সন্তাবনা দেখিলে নিজ স্বত্ব ছাড়িয়া দিবার তাহার কোন বাধা নাই। ছাড়িতে হইলে তাহার হস্তস্থিত সমস্ত ভূমি ছাড়িয়া দিতে হুইবে তাহাও নহে—সে আপন ইচ্ছামত ॥আপনার শক্তি-অনুসারে অলপ কিম্বা ইস্তফা দিয়া তাহার খাজনার দায় হইতে মুক্ত হইতে পারে । মনে কর, এক জন রায়তের দশটি ক্ষেত্র আছে, তাহার ! আসিয়াছে ও সেই টাকা দিয়া তাহার | জমির স্থায়ী উন্নতি সাধনে সে কৃতসঙ্কণপ হইয়াছে—যথা, তাহার ভূমির এক ভাগে জলসেকের জন্য কুয়া খনন কর । এক্ষণে | বিবেচনা কর, যদি তাহার সমগ্র ভূমির | জন্য বৎসর বৎসর তাহাকে ১৫০ টাকা করিয়া থাঞ্জানা দিতে হয় তাহীতে তাহার সুবিধা অথবা যদি তাহার প্রত্যেক ক্ষেত্রের } জন্য পৃথক্ খাজান ১৫ টাকা নিরূপিত | হয় ও সে তাহার যত গুলি ইচ্ছা রাখিতে । ও ছাড়িয়া দিতে পারে তাহ হইলে তাহার । সুবিধা হয় ? পূর্বোক্ত প্রকার নিয়ম | হইলে হয়ত কোন আপদ বিপদে সে অত | টাকা দিয়া উঠিতে অক্ষম হইতে পারে ও } যে টাকা সে ভূমির উৎকর্ষ সাধনে ব্যয় করিয়াছে, ভূমির সঙ্গে সঙ্গে সে টাকাও ৷