পাতা:ভারতী ১২৮৫.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- | tiমল নীরদ যানে, চড়িলেন জুই জনে মেঘ খণ্ড ধীরে ধীরে উঠিল আকাশে । নিশির শিশিরময় বিমল বাতাসে । | শূন্যে বায়ুস্তরে স্তরে,মৃদ্ধ স্বয় জ্যোতি ক্ষরে, দ্বিতীয়ার অৰ্দ্ধস্ফুট জোছনার প্রায় । আঁধার জলদ খানি— স্নিগ্ধ জ্যোতি স্থর-রাণী নিকষে স্ববর্ণরেখা যেন শোভা পায়। 籌 불 编 彝 導

দুর আকাশের পথ, গিয়াছে জলদ রথ,

নিয়ে চাহি দেখে কবি ধরণী নিদ্রিত। I নদনদী পরবত, অস্ফুট চিত্রের মত পৃথিবীর পটে-যেন রয়েছে চিত্রিত ' नभख धृत्रिरी ब्रि ७को भूठोक, অনন্ত সুনীল সিন্ধু স্বধীরে লুটায় । হাত ধরা ধরি করি দিক-বালা গণ দাড়ায়ে সাগর-তীরে ছবির মতন । কেইবা জলদময় মাখায়ে জোছন f নীল দিগন্তের কোলে পাতিছে दिछ्tनt ! মেঘের শয্যায় কেহ ছড়ায়ে কুন্তল নীরবে ঘুমাইতেছে নিদ্রায় বিহ্বল । সাগর-তরঙ্গ তার চরণে মিলায়, # লইয়া শিথিল কেশ পৰন খেলায় । কোন কোন দিকবালা বসি কুতুহলে আকাশের চিত্র অাকে সাগরের জলে । জাকিল জলদ মাল চন্দ্রগ্রন্থ তারা, ! রঞ্জিল সাগর, দিয়া জোছনার ধারা । পাপিয়ার ধ্বনি কেহ শুনিছর ধনে } প্রতিধ্বনি সুন্দরীরে জাগায় যতনে। ਾਂ দিকৃ-বালা । শুকতার প্রভাতের ললাটে ੇ o { ভারতী তা ১২৮৫ লোহিতকমল করে পুরবের দ্বার খুলিয়া—সিন্দর দিল সীমন্তে উষার। মাজি দিয়া উদ্বয়ের কলক সোপান, তপনের সারথীরে করিল আহবান । । সাগর-উৰ্ম্মির শিরে সোনার বরণ মাথায়ে মাখায়ে দিল দিক-বালাগণ । পূরব দিগস্ত কোলে জলদ গুছায়ে ধরণীর মুখ হ’তে অর্ণধার মুছায়ে বিমল শিশির জলে ধুইয়ু চরণ, নিবিড় কুস্তলে মাখি কনক-কিরণ, সোনার মেঘের মত আকাশের তলে, কনক কমল সম মানসের জলে, খেলিতে লাগিল সব দিক বালীগণে প্রফুল্লিত হয়ে নব প্রভাত পবনে । ওই হিমগিরি পরে কোন দিক্ বালা রঞ্জিছে কনক-করে নীহারিক। মালা । মুকুতা-মালিক গাথি শিশিরের জলে পরি দিক বালাগণ স্বকুমার গলে, | কুন্তলে মেঘের চূর্ণ মাখিয়া প্রচুর, সীমন্তে কনক-বর্ণ মাখিয়া সিন্দুর, | কেহব সরসী-জলে করিতেছে স্নান, - কেহব নীরব কুঞ্জে গাইতেছে গান। : ওদিকে দেখেছ ওই সাহারা ভিতরে অধিষ্ঠিত দিক-দেবী বালুকার পরে। श्रत्र झटङ दश्ञ्चिाग्न छुलस्त्र ब्रिम, চাহিতে মুখের পানে ঝলসে নয়ন। জাকিছে বালুকাপুঞ্জে শত শত রবি - আঁকিছে দিগন্ত-পটে মরীচিক ছবি । , অন্যদিকে কাশ্মীর উপত্যকাতলে’ গলে ।