পাতা:ভারতী ১২৮৫.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- | ভারতী অা ১২৮৫ ) ফের্ডিন ডে লেসেপ এবং স্বয়েজের খাল। Sp१ মহম্মদ আলির পুত্র সায়েদ পাশা ১৮৫৪ খৃস্টাব্দে মিসরের শাসনকর্তার পদে অধিরূঢ় হযেন । তিনিও মিসরের অনেক উন্নতি সাধন করেন। সৌভাগ্যক্রমে মিসরের অনেক শাসনকর্তীর সহিত লেসেপের ক্রমান্বয়ে আলাপ পরিচয় হয় এবং তথাকার বাণিজ্য-ব্যবসায়ের সুবিধা সম্বন্ধে তিনিবিলক্ষণ অভিজ্ঞতা লাভ করেন। তিনি যখন সে দেশে ছিলেন তখন ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে পরস্পরযোগ করিয়া জাহাজ চলিবার একটি খাল নিৰ্ম্মাণের কোন সুবিধা হইতে পারে কি না তাহাই তিনি ক্রমাগত চিন্তা করিতেন । কিন্তু এই কল্পনাটি একেবারে নূতন নহে । পূর্বকালে ফ্যারাওদিগের রাজত্ব সময়ে নীল নদী এবং লোহিত সাগর যোগ করিয়া একটি খাল ছিল। যদিও বালুকায় একেবারে আচ্ছন্ন হইয়া গিয়াছে তথাপি ইতস্ততঃ এখনও তাহার চিহ্ন দৃষ্ট হয়। কিন্তু লেসেপ যাগ কম্পনা করেন তাহ প্রকাও ব্যাপার। তিনি সমুদ্রে সমুদ্রে ব্লরাবর যোগ করিয়া যাহাতে বড় বড় জাহাজ অনায়াসে যাতায়াত করিতে পারে এই সঙ্কগেটি মনে মনে ধারণা করেন। নদীর কিম্বা হ্রদের সহিত যোগ করিয়া খাল প্রস্তুত করা তো সহজ কথা—কিন্তু দুইটি | সমুদ্রের দুই মুখ খুলিয়৷ দিয়া জল আনয়ন | কয় বড় সহজ ব্যাপার নহে। লেসেপ্ত দেখিলেন, যেখানে পাহাড় পৰ্ব্বত নাই— | এমন স্থল ব্যতীত এই সঙ্কল্পটিকে কাৰ্য্যে পরিণত করাই একেবারে অসাধ্য। তত্রস্থ মরুভূমির কিয়দংশ এবং লোহিত সাগরের সংলগ্ন কিয়দংশ স্থানে সমুদ্রের লবণাক্ত জলরাশি পূর্বে বিদ্যমান ছিল— তাহার চিহ্লস্বরূপ তিনি দেখিতে পাইলেন যে এখানে ওখানে কতকগুলি "গৰ্ত্ত যাহা বালিতে বুজিয়া গিয়াছে তাহার মধ্যে এখ: , নও লবণের এক একটি সূক্ষা পড়িয়া আছে । - o তবে এত দিন কেন হয়েজ খাল নিস্মিত হয় নাই—তাহার কারণ অনুসন্ধান করিলে দেখিতে পাওয়া যায়—মিসর দেশের রাজনৈতিক অবস্থা তত অনুকুল ছিল না— ইউরোপের রাজাদিগের মধ্যে থেষারিবি প্রবল ছিল এবং সাধারণে এই একটি সং স্বার ছিল যে লোহিত সাগরের এবং ভূমধ্য ক্ষাবরণ সাগরের সমতল এক নহে। কিন্তু লেসেপ । দেখিলেন উভয়েরই সমতল সমান—এবং তাহার বিলক্ষণ বিশ্বাস হইল যে বাষ্প ও } তড়িৎ বাৰ্ত্তাবহের সাহায্যে একটি প্রশস্ত । খালের মধ্য দিয়া বাণিজ্য ব্যবসায়ের বিল ! ক্ষণ সুগমতা হইবে । ইউরোপ ও ভারতবর্ষের মধ্যে স্বাঞ্চ } জ্যের হুবিধা করাই—সুয়েজ খাল নিৰ্ম্মাণের | প্রধান উদ্দেশ্য । কতিপয় শতাধিক পর্ঘ্যশু i. প্রাচ্য দেশের সহিত ইউরোপের বাণিজ্য । অধিকাংশ এসিয়ার স্থলপথ দিয়া চলিত: | বাণিজ্যদ্রব্য সকল প্রথমতঃ এলিয়ায় { স্থলপথ দিয়া আসিয়া পরে জাহাজে : করিয়া বিনিস নগরে চালান হইত। পরে বিমিস্ হইতে ইউরোপের উত্তর #. ജ്ഞ i i