পাতা:ভারতী ১২৮৫.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| | o | SAASSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS- - -- - -- ভারতী অ৷ ১৯৮৫) তুকারাম ,! ১২৫ ষ্টিত হন । ধৰ্ম্ম ও ঈশ্বরের নাম করিয়া আত্ম গৌরব বর্জন করা তাহাদের উদ্দেশ্য হইয়া উঠে । এই উদ্দেশ্য-সিদ্ধির নিমিত্তে নানা প্রকার প্রকৃতি-বহির্ভূত ঐন্দ্রজালিক ব্যাপার প্রদর্শন স্বার লোক সকলকে চমকিত করা প্তাহীদের এক প্রধান কাৰ্য্য হইয় উঠে। যুককে বাচাল করা—অন্ধকে চক্ষুদান— ব্যাধিগ্রস্তকে আরোগা প্রদান—মৃত শরীরে প্রাণদান ইত্যাদি অস্ত ক্রিয়ার অনুষ্ঠান চছলে আপনাদিগকে ঈশ্বরের छूड অথবা ঈশ্বরের অবতার বলিমা প্রতিপন্ন করিবার চেষ্টা করেন। পরে ইহঁদের দেহত্যাগী: নন্তর মৃত্যুর ছায়াতে ইহঁদের জীবনের ক্ষুদ্র ভাব, ক্ষুদ্র লক্ষ্য, ক্ষুদ্র কার্য্যও এরূপ দীর্ঘাকার ধারণ করে যে, শিঘ্যবর্গ মিলিয়া মোহাবেশে অনায়াসে ইহাদিগকে দেবত্বে প্রতিষ্টিত করিয়া লম। এইরূপ পৃথিবীতে কত অবতারের স্বষ্টি হইয়াছে। যাহারা পবিত্র-চরিত্র প্রকৃত সাধুপুরুষ, তাহারা জানিয়া শুনিয়া এইরূপ ভণ্ডামি করিতে প্রবৃত্ত হইবেন এমন সম্ভবে না, কিন্তু যিনি बांश दलून-भांश्ष দুর্বল হৃদয় অপুর্ণ জীব, তিনি প্রকৃত সাধু হইলেও লোকের শ্রদ্ধা অনুরাগ ও পুজা পাইলে মোহবশত: তাহার মস্তকও অনেক সময় ঘূর্ণিত হইবে তাছাতে বিচিত্র কি ? এক্ষণে জিজ্ঞাস্য এই, তুশরাম আপনাকে এইরূপ ঐশী শক্তি সম্পন্ন জ্ঞান করিতেন কি না ? তাহার শিষ্যেরা তাছাকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন দেবতার অবতার বিশেষ জ্ঞান করিতেন, বহুতর নিদর্শন পাওয়া যায়। তুকারামের নিজের লেখায় তাহার দেবশক্তির কথার তাদৃশ উল্লেখ নাই—কিন্তু একেবারে নাই তাহ ৰলা যায় না। তুকারাম যে , তাহার নিজের অলৌকিক শক্তিতে বিশ্বাস করিতেন না তাস্থ্য বোধ হয় না--তৎকালে ওরূপ বিশ্বাস না হওয়াই অশ্চির্য্য । বিঠোবার উপর তাছার পূর্ণ বিশ্বাস ছিল ও তিনি র্তাহার জীবনের সামান্য ঘটনাতেও ঈশ্বরের আদেশ দেখিতে পাইতেন—ইহার দৃষ্টান্ত র্তাহার অভঙ্গে অনেক পাওয়া যায়। স্বপ্নে গছর ধৰ্ম্মদীক্ষা ও স্বপ্ন হইতে র্তাহার সরস্বতীর প্রসাদ উপলব্ধি হয় । নদী হইতে তাহার গ্রন্থোদ্ধার প্রভৃতি কএকটা ঘটনা কতকটা অলৌকিক বলিলেও বলা । যাইতে পারে। তুকারাম যে ঘটনা বিশেষে । ঈশ্বরের সাক্ষাৎ কর্তৃত্ব স্বীকার করিতেন তাহার স্পষ্টতর প্রমাণ র্তাহীর অভঙ্গের আরো দুই এক স্থলে দৃষ্ট হয়। একটী অভঙ্গে একটা মৃত শিশুকে জীবন দানের কথা উল্লেখ আছে। মহীপতি এ ঘটনাটি এইরূপ বর্ণন করিয়াছেন — · লোহগ্রামে সঙ্কীৰ্ত্তন হইতেছিল, এমন সময়ে একটি স্ত্রীলোক আপনার শিশুর, মৃতদেহ আনিয়া তুকারামের সম্মুখে নিক্ষেপ করিয়া বলিল,তুমি যদি বাপু যথার্থই বিষ্ণুo ভক্ত হও তবে আমার এই . . ছেলেটিকে { বঁচিাইতে পরিবে। তুকার্যক্ষ তৎক্ষণাৎ 1 একটি অভঙ্গ রচনা করিয়া নারায়ণের স্তত্ব করিলেন, সকলে দেখিয়া স্বাক্—শিশুটি | - - W -