পাতা:ভারতী ১২৮৫.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

><!» তুকারাম । - ( उल्लठी জ 穹段聊效 তুক কহে "ভূলে সব একান্ত নিরত— |ৱক্ষেতেই ব্ৰহ্মরস ভূঞ্জিব সতত”। তুকারামের অন্তর্ধানের চতুর্থ দিবসে তাহার বিয়োগক্লিন্ট শিষ্যগণের নিকট তিনি | আপনার স্মৃতিচিহ্ল স্বরূপ এক জোড়া | মন্দির। যাহা সৰ্ব্বদাই তাহার হাতে থুকিত ---এক খানি বস্ত্র ও কতকগুলি অভঙ্গ প্রেরণ করেন । সেই দিনে দেহুবাসিগণ হরি সঙ্কীৰ্ত্তন—ব্রাহ্মণ ভোজন প্রভৃতি উৎসবের কাৰ্য্য মহা উল্লাসের সহিত অনুষ্ঠান করেন। দেহুতে এইরূপ প্রতিবর্ষে ফাগুণের পঞ্চমী ষষ্ঠীতে তুকারামের স্মরণার্থ উৎসবক্রিয়া মহা সমারোহে অনুষ্টিত হইয় থাকে। তুকারাম তাহার মৃত্যুর অব্যবহিত পূর্বে যে সকল শ্লোকে আপনার অনুগত মণ্ডলী হইতে বিদায় লইয়া ছিলেন তাহার কতিপয় শ্লোক নিয়ে উদ্ধত হইতেছে— . X দাও গো বিদায় এবে যাই নিজ ধামে, এতকাল আছিলাম তোমাদের গ্রামে। আর কি কহিব বল মনে রেখে মোরে, আর না ভ্ৰমিতে হবে সংসারের ঘোরে। বল সবে রামকৃষ্ণ ৰিষ্ঠুঠলের নাম, বৈকুণ্ঠে পৃথিবী ছাড়ি যায় তুকারাম। 출 নিজ গ্রামে নিজ ধামে চলিঙ্গু এখন, বিদায় দিয়েছে মোরে মিলে সাধুগণ। মোর মুখ-দুখ-মৰ্ম্ম করেছে গ্রহণ, কৃপাদৃষ্টি আমাপরে আছে বিলক্ষণ। সাজায়ে মিন্টাম কত এসেছে লইতে, .. | বহুদিন পরে স্থতে প্রবাস হইতে । { সেই পথে তাকাইয়ে আছি নিশিদিন, সেই দিকে চিত্ত মোয় শঙ্কা ভয়হীন । তুকা কহে “আনিতে এসেছে লোক জন, ডাকিছেন বাপ মায়ে দিতে আলিঙ্গন । শিহরে অঙ্গ পুলক ভরে, শুভ চিন্তু সব আমার তরে । স্মরেছেন মোরে মা বাপে আহি!-- দেখা যাক ভাগ্যে আছে কি তাহা । উৎকণ্ঠিত অতি হয়েছে হিয়া, সুলক্ষণ তাহে দিতেছে কহিয় । তুক কহে এবে কাজ হল শেষ, অ{র কি থাকা যায় এখন বিদেশ । סי বাহিরে ও ঘরে মোর আছে যার যার!-- এই আশীৰ্ব্বাদ-মুখে থাকগে! তোমরা । গুরু পূজ্য লোক মোর রয়েছেন যত, প্ৰণতি তাদের মোর জানাইবে শত । মধু অন্বেষণ তরে অলি যায় উড়েবস্ত্র ছিন্ন হলে পরে আর কি সে যুড়ে ? নদী যায় একবার সাগরেতে মিশে--- তার সেই স্রোত আর ফিরাইবে কিসে ? এই সব কথা গুলি মনে জেনে সার— এই যে চলিল তুক ফিরিবে না আর । 8 শঙ্খচক্ৰ ধরি করে আইলেন হরি, কিবা শোভে কুণ্ডল মুকুটে অহা মরি। মেঘশ্যামবর্ণ হরি পীতাম্বরধারী, কহিছেন ভয় নাই ; আর কিবা ডরি । আমি গেলে সঞ্চলে কাধিবে উচ্চরবে- . কিন্তু আর ফিরিব না মনে জেন্মে সৱে } “যে ছিল গ্রামের রুত্ব সে ছাড়িল দেয়, .輯 | মোদের সে রাষ্ট্ৰী তৰু জানালে না ক্রে"