পাতা:ভারতী ১২৮৫.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--WikitanvirBot (আলাপ) ১৫:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি) ভারতী আ১২৮৫) তুকারাম। - _ >\>> তুক কহে ভক্তি বিনা দেবসেবা করি, ব্লথ পণ্ডশ্রম খালি-পাইবে কি হরি ?” এই ক্ষণকার ধৰ্ম্মপ্রচারকের তুকীরামকে তাঁহাদের জীবনের আদর্শ করিয়া চলিলে অনেক শুভ ফল প্রত্যাশা করা যtইতে পারে । ত্যাগী শ্রদ্ধাবান শাস্ত দান্ত ক্ষমাশীল—ঈশ্বর-ভক্তিই তুকারামের সর্বস্ব ছিল—তাহাই তাহার জীবনের অন্ন পান— তাহাই তাহার উপদেশের সার-তাঁহারই હન মহারাষ্টের আবালবৃদ্ধবনিত। সক লেরই নিকট তাহার অভঙ্গের এত আদর —এত গৌরব—তাহারই গুণে ঐ প্রদেশে র্তাহার নাম চিরস্মরণীয় হইয়া রহিয়াছে । তুকারামের অভঙ্গ হইতে ঈশ্বরভক্তিসূচক কয়েকটা শ্লোক উদ্ধত হইল। সন্তানে মায়ের হাতে কেবা দেয় আনি । আপনি জননী তারে লন কোলে টানি— কাজ র্যার তিনিই তা করিবেন, তবে আমি কেন মিছামিছি মরি ভেবে ভেবে । সন্তান না যদি চায় তবুও জননী, রাখেন তাহার তরে মিস্টান্ন আপনিসন্তান যখন রহে খেলায় ভুলিয়া, কাছে গিয়ে লন তারে বুকেতে তুলিয়া । পীড়। তার হলে তিনি ব্যস্ত ছন কত{ তুকা তাই কহে “শুন বন্ধুগণ যত— “এত যত্ন কেন তবে শরীরের প্রতি, 1ম থাকিতে আঘাত না পাৰে এক রতি।” এই শ্লোকটীতে ঈশ্বরের মাতৃভাব স্বন্দর - শ্লোকে কবির ঈশ্বরনিষ্ঠ প্রকাশ পাই তেছে। SSASAS A SAS SSASAASAAAS রূপে ব্যক্ত হুইয়াছে –নিম্নের কয়েকট । নিজ হতে বাক্য কভু নাহি কহে নর, প্রিয় ভগবন্ত যিনি তারি সেই স্বর। । কোকিল যে করে সদা সুমধুর গান, অন্য জন তারে সেই শিখাইল তান । প্রশ্নের উত্তর দিতে পারি যাহা আমিএ ক্ষমতা দিলা মোরে জগতের স্বামী । তুক কহে কে জানিবে তাহার শকতি, পঙ্গু খঞ্জ জনেরেও দেন তিনি গতি । ee লইনু সৰ্ব্বতোভাবে তোমার শরণ, কায়মনোবাক্যে তব করিঙ্কু বন্দন । হে দেব, অপর কিছু নাহি অভিলাষ, তব পদে থাকে যেন বাধা তব দাস । আমার হৃদয়পরে সেই গুরুভার— তোমা বিনা ওহে নাথ কে করে উদ্ধার ? আমি হে তোমার দাস প্রভু তুমি জার— বহুদূর হইতে এসেছি তব দ্বার। তুক কহে ধন্ন দিয়ে বসিমু এখন, হিসাব দেখিতে হবে দিয়ে দরশন । । ওহে পতিত-পাবন, দীননাথ নারায়ণ, তব রূপ হৃদি মাঝে সদাই যেন বিরাজে, ওহে ব্ৰহ্মাণ্ড নায়ক ভক্ত-জন-প্রতিপালক । জীবের জীবন তুমি প্রাণধার, দেব দেব তুমি তুক কহে সার। এই বর দীন মাগি গে প্রভু, , যেন তোমা হার না হুই কণ্ডু। :