পাতা:ভারতী ১২৮৫.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী আ১২৮) তুকারাম। vరిచి গোবিন্দ সহায় তার হন পদে পদে, আীগুলে রাখেন র্তারে সম্পদ বিপদে । তুক কহে এই জেনে ভক্তের লক্ষণ, সত্য কাজে সদা যিনি থাকেন মগন । সংসারের অনিত্যতা— কোন জন দেখ জল বোয়ে মরে, মুখে শোয় কেহ খাটের উপরে । কালের চক্র যেমন ঘুরে, লোকের কপাল তেমনি ফিরে । কন্তু শুষ্ক রুটি বহু কন্টে মেলে, কন্তু চৰ্ব্ব্য চোষ্য পাই অবহেলে । কেহ পদব্ৰজে ঘুরিয়ে মরে, কেহ রথে বসে স্থখে বিহুরে । কেহ রাজবেশে ভূষিত শরীর, কারে পুরাতন ধূলি মাখা চীর । কন্তু বা দারিদ্র্য কভু ধনরাশ, কন্তু হীন সঙ্ক কভু সাধু সহবাস। তুকা এই কথা বলে মনে জেন ঠিক, পৃথিবীর সুখ দুঃখ সুকলি অলীক। ধৰ্ম্মনীতি ও ঈশ্বর বিষয়ক আর কয়েকটা শ্লোক উদ্ধত করিয়া এই প্রস্তাবের উপসংহার করা যাক। সেই পাপ মনে যদি রহিল সংশয়, } পাপ পুণ্য কুই সে মনের ধৰ্ম্ম হয়— ভাল চিন্তু পুণ্য অতি জানিও গে! সবে, বীজ যদি ভাল হয় ফল ভাল হবে। H তুকা কহে “মনেরে রাখিও শুদ্ধ সত্ত্ব, সেই অতি ভাল কাজ, সেই সার তত্ত্ব । | ধন্য ধন্য সেই প্রাণী ক্ষম যার অঙ্গে, , ধৈর্যাবল ধরে যেই সকল প্রসঙ্গে । পর-গুণদোষ-চর্চা নাহি যার ঠাই— অহঙ্কার গৰ্ব্ব শূন্য যে জন সদাই । অন্তর বাছির যার সমান নিৰ্ম্মল, পূণ্যতোয় গঙ্গাসম হৃদয় কোমল । , তুক কহে হেন জন দোসর श्नfभjद्भ-- প্রণমি তাহার পদে শত শত বার । সন্তপ্ত পীড়িত জনে যে দেখে আপন, দীন হীনে করে যেই হৃদয়ে ধারণ । নিজ দাস দাসী পরে, পুত্রের বাৎসল্য ধরে । সেই সাধু, সেই তীর্থ দেবের বসতি, তার গুণ বখানিব হেন কি শকতি । তুক কহে “সাক্ষাৎ সে ভগবন্ত যুৱতি।” সছুপায়ে ধনরশি করি উপার্জন, ভাল কোরে বুঝে মুঝে কোরো বিতরণ । কটু বাক্য না কহে যে পরহিতে রত, পরস্ত্রীরে দেখে যেই জননীর মত— জীবজন্তু সবাপরে অতি দয়াবাণ, মরুভূমে তৃষাতুরে করে জল দান। সদা শাস্ত, নাহি করে পর অপবাদ, গুরু জন সাথে কভু না করে বিবাদ। সে লভে উত্তম গতি নাহি পায় দুখ, পরম সৌভাগ্য তার ভুঞ্জে সদা মুখ । তুক কহে আশ্রমের রত্ন তারে মানি, - এহুতে তপস্যা আর কি আছে ন জানি । , ংসারের ধারি না ধীর, - হরির জন সে সখী আমার । , ব্ৰহ্মানমেদ কাল যায় 1..? বিষয়ে কি মন তৃপ্তি পায়। , ,