পূৰ্ব্বতন क्लोकप्लिग्न সামাজিক অবস্থা অভ্যর্থন ও অভিনন্দন হইত। প্রথমে তিনি বিজয়-রথে আরোহণ করিয়া নগর মধ্যে -- প্রবেশ করিতেন—তৎপরে লোকজনে পরিকৃত হইয়া মহাসমারোহে নগরের প্রধান | মন্দিরে যাত্রা করিতেন । সেখানে গিয় i বেতার নিকট বলি উৎসর্গ হইত এবং সেই মল্ল-বীরের গুণ কীৰ্ত্তন হইত। যাহারা নিতান্ত দরিদ্র তাহারাই কেবল ‘. f ঐ সকল উৎসব ক্ষেত্রে গমন করিতে পারিত | ব্যয়-সাপেক্ষ। কিন্তু ভিন্ন ভিন্ন সকল | প্রদেশ হইতেই এক এক দল প্রতিনিধি মনোনীত হইয়া তথায় প্রেরিত হইত। * প্রতিনিধিগণ আপন আপন প্রদেশের নামে --- }তুত্রস্থ দেবতার নিকট বলি উৎসর্গ করিত fএবং উৎসবের উন্নতি সাধন কম্পে দান ੱਚ । এই সকল প্রতিনিধিদল তাহা| দ্বিগের সঙ্গে স্বর্ণরৌপ্যের বাসন লইয় lয়াইতেন এবং আপনাদিগের তাতে অপর প্রদেশবাসী লোকদিগকে নিমন্ত্রণ করিয়া ক্ষমছ ভোজ দিতেন। এই সকল | উৎসব উপলক্ষে গ্রসের সর্বাংশ হইতে অসংখ্য লোক আসিয়া জমিত এবং কোলা| इल, মাতামড়িও উৎসাহের আর সীমা থাকিত না। উৎসবের পূর্বে ও পরে কত | সপ্তাহ ধরিয়াই যে উৎসৰ প্রসঙ্গে কথা বার্তা চলিত তাহ বলী যায় না ! : यनि 研钵 রের অধিবাসী কোন ব্যক্তি મિસિૌઃ বিজয়ী হইলে তাহীর সঙ্গে मात्र भोग्न জন্মভূমিরও গৌরব বৃদ্ধি হইবে। : , এথিনীয়দিগের আর একটি উৎসব } আমোদের সময় ছিল—তাহ o: য়ের সময় । বৎসরের মধ্যে তিন চারি বার | নাটকাভিনয় হইত। প্রত্যেক বারে দুই দিন | ধরিয়া অভিনয় হইত এবং প্রত্যেক অভিনয়ে তিনটি করিয়া গম্ভীর ভাবের এবং একটি করিয়া স্যাটারিক নামক চপল ধর ণের নাটক অভিনীত হইত। প্রথম প্রথম ঐ শেষোক্ত নাটকাভিনয় বাকস্ দেবের সন্মান উপলক্ষেই প্রবর্তিত হয় এবং বাকস্ দেবের সঙ্গিগণের নাম : স্যাটার হওয়ায় ঐ প্রকার নাটকের নাম স্যাটারিক হইয়াছিল। পূৰ্ব্বকালে—ঐ সকল নাট্যালয়ে সৰ্ব্বসাধারণের অবরিত-প্রবেশ ছিল কিন্তু ক্রমে ক্রমে যখন দর্শকমণ্ডলীর সংখ্যা বৃদ্ধি হইতে লাগিল, তখন টিকেট ক্রয় করিয়া প্রবে৯ শের প্রথা প্রবর্তিত হইল । যোত্রহীন নাগরিকগণ যাহাতে নিরাশ না হয় এই জন্য | তাহদের পক্ষে এই নিয়ম ছিল যে তাহার টিকেটের জন্য আবেদন করিলেই সরকারি তহবিল হইতে মূল্য দিয়া তাহাদিগকে | টিকেট ক্রয় করিয়া দেওয়া হইবে । এই প্রথাটির উল্লেখ করিয়া গ্ৰীক ইতিহাস- { বেত্ত৷ গ্রোট বলেন “ইহা স্মরণ রাখিতে হইবে যে ঐ সকল উৎসৰ পূৰ্ব্বতন ধর্মেরই | অঙ্গ স্বরূপ ; এবং তৎকালীন সাধারঞ্চ | বিশ্বাস এই ছিল যে, কোন দেবতার } উপলক্ষে উৎসব অনুষ্ঠিত হইলে সেই : উৎসব সময়ে যদি অসংখ্য লোক-সমাগম ৷
পাতা:ভারতী ১২৮৫.djvu/১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।