পাতা:ভারতী ১২৮৫.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকের বৈঠক। 38 | छान्नउँौं श्र) s२ve ) (এ দেহ হইলে পাত, যদি তুমি প্রাণনাথ, প্রকাশে আমার তরে তিলমাত্র শোক, ধৰ্ম্মতঃ হবে না দোষী দোষিবে না লোক— কাতরে বিনয়ে তাই, এই মাত্র ভিক্ষা চাই, কখনো চাহিনে আরো কোন ভিক্ষণ অার) যবে আমি যাব ম’রে, চির এ দুঃখিনী তরে, বিন্দুমাত্র আশ্রমজল ফেল এক বার— অtঞ্জম্বা এত যে ভালবেসেছি তোমায়, সে প্রেমের প্রতিদান, একমাত্র প্রতিদান, তা বই কিছুই আর দিও না আমায়। বtয়রণ । X যাও তবে প্রিয়তম সুদূর সেথায়, লভিবে স্বয়শ কীৰ্ত্তি গৌরব যেথায়, কিন্তু গো একটী কথা,কহিতেও লাগে ব্যথা, উঠিবে যশের যবে সমুচ্চ সীমায়, তখন স্মরি ও নাথ স্মরিও আমায়— সুখ্যাতি অমৃত রবে, উৎফুল্ল হইবে যবে, তখন স্মরিও নাথ স্মরিও আমায় । R কতযে মমতা মাখা, আলিঙ্গন পাবে সখা, পাবে প্রিয় বান্ধবের প্রণয় যতন, এহ’তে গভীরতর, কতই উল্লাসকর, কতই আমোদে দিন করিবে যাপন, কিন্তু গো অভাগী আজি এই ভিক্ষ চায়, যখন বান্ধব সাথ, আমোদে মাতিবে নাথ, তখন অভাগী বলে স্মরিও আমায় । 意。 \9 | স্বচারু সায়াছে যবে জমিতে ভ্ৰমিতে, তোমার দে মনোহর, সুদীপ্ত সাজের তীর, | সেখানে সখীগে তুমি পাইবে দেখিতে মনে কি পড়িবে নাথ, এক দিন আমা সাথ, বনভ্ৰমি ফিরে যবে আসিতে ভবনে— ওই-সেই সন্ধ্যাতার,দুজনে দেখেছি মোর, | আরো যেন জ্বল জ্বল জ্বলিত গগনে । f নিদাঘের শেষ শেষি,মলিন গোলাপ রাশি, নিরখি বা কত সুখী হইতে অন্তরে, দেখি কি স্মরিবে তীয়, যেই অভাগিনী হায় । গাথিত যতনে তার মালা তোমা তরে । ঘে হস্ত গ্রথিত ব'লে তোমার নয়নে হত তা সৌন্দৰ্য্য মাখা,ক্ৰমেতে শিখিলে সখী গোলাপে বাসিতে ভাল যাহারি কারণে— তখন সে দুঃখিনীকে কোরো নাথ মনে । & বিষয় হেমন্তে যবে, রক্ষের পল্লব সবে শুকায়ে পড়িবে খ’সে থ’সে চারি ধীরে, তখন স্মরিও নাথ স্মরিও আমারে। নিদারুণ শীত কালে, সুখদ আগুণ জ্বেলে, নিশীথে বসিবে যবে অনলের ধারে, তখন স্মরিও নাথ স্মরিও অামারে । সেই সে কম্পনাময়ী সুথের নিশায়, বিমল সঙ্গীত তান, তোমার হৃদয় প্রাণ নীরবে সুধীরে ধীরে যদি গো জাগায়— আলোড়ি হৃদয়-তল, এক বিন্দু অশ্রুজল, যদি আঁখি হ’তে পড়ে সে তান শুনিলে, তখন করিও মনে, এক দিন তোমা সমে, যে যে গান গাহিয়াছি হৃদি প্রাণ খুলে, তখন স্মরিও হায় অভাগিনী বলে। : ; * *ः शूब । । আবার আবার কেন রে আমার ! সেই ছেলে বেল আসে না ফিরে, !