পাতা:ভারতী ১২৮৫.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- t సీజ8 সংক্ষিপ্ত সমালোচন। (ভারতীজমন

  • - ডেবিড হেয়ারের জীবনচরিত। শ্ৰী প্যারিচাঁদ মিত্র প্রণীত। মুতন আর্য যন্ত্রে মুদ্রিত। মূল্য Jo আন । এই ক্ষুদ্র { গ্রন্থ খনির জন্য আমরা সরল হৃদয়ে গ্রন্থ | কারকে কৃতজ্ঞতা উপহার দিতেছি। যদিও মহানপ্রকৃতি ডেবিড হেয়ারের নামে বঙ্গবাসী মাত্রেরই দেহ লোমাঞ্চিত হয়, তবুও র্তাহার উদারতা ও মমতাঁর অনেকগুলি কাৰ্য্য বিষয়ে আমরা সম্পূর্ণ অনবগত ছিলাম। পুস্তক খানি পাঠ করিয়া হেয়ারসাহেবকে দেবাদিন্ট প্রকৃত বঙ্গমিত্র বলিয়া মনে হয় ।

এই গ্রন্থখানির উদ্দেশ্য অতি মহৎ, ভাষা অতি সরল,এবং মূল্যও অতি সামান। |ੇ ভরসা করি ইহা বঙ্গবাসী মাত্রেই একবার পাঠ করবেন। কাশীমাহাত্ম্য —শ্ৰী বীরেশ্বর মুখোপাধ্যায় প্রণীত । সোমপ্রকাশ যন্ত্রে মুদ্রিত। | মূল্য । আনা। এই পুস্তকখানি খুলিয়া প্রথমেই দেখিলাম “হুগলী জেলার অন্তর্গত { বলরামের গড় অর্থাৎ বলাগড় নিবাসী ৮ বলরাম ঠাকুরের কনিষ্ঠাত্মজ ৮ ভূগুরাম মুI cখ্যাপাধ্যায়, তস্য পুত্র ৮ কৃষ্ণরাম মুখোপী| ধ্যায়, তস্য পুত্র ৮ গেীরীচরণ মুখোপাধ্যায়, তস্য পুত্র ৮ দেবীচরণ মুখোপাধ্যায়, তস্য পুত্র ৮ রামধন মুখোপাধ্যায়, তস্য পুত্ৰ শ্ৰী বীরেশ্বর মুখোপাধ্যায় প্রণীত।” পুস্তকখানিকে মঞ্চঙ্গামার আজি মনে করিয়া তার পড়িতে সাহস হইল না । আর্য্যদর্পণ । --শ্ৰী বৈদ্যনাথ বরাট দ্বারা সপ্রমাণ শুদ্ধ যুক্তিমূলক প্রণীত ও প্রকাশিত কাব্যপ্রকাশ যন্ত্রে মুদ্রিত। মূলা ও মাত্র । এই পুস্তকের টাইটেল পেজেই ত বরাটমহাশয় “দ্বারা সপ্রমাণ শুদ্ধ যুক্তি মুলক প্রণীত ও প্রকাশিত” পড়িয়া অর্থ নির্ণয়ে অপারগ হুইলাম। কিন্তু ভিতরে | ཝ་ཤ༥ করিয়া গ্রন্থকারের চিন্তাশীলতা ও • *-*. ভাবুকত কতক মুখ্যাতির যোগ্য মনে

  • iéxటిx)భహిళాs*

হইল। তাহার পুস্তকের উদ্দেশ্য তিনি আঁপনি এইরূপে প্রকটিত করিয়াছেন“এই সংক্ষিপ্ত আর্য্যদর্পণ একটি ক্ষুদ্রবৃক্ষ স্বরূপ, ব্রহ্মনির্ণয় ইহার মূল, আৰ্য্যধৰ্ম্ম সারযুক্ত স্কন্ধ, সংক্ষিপ্ত ইতিহাস শাখা প্রশাখা ও পত্র, রূপক বর্ণনায় ঈশ্বরের সাকার সাকারত্ব-পুষ্প, শ্ৰীকৃষ্ণের রাসলীলা ও বস্ত্র হরণ—ফল, এবং অীর্ঘ্য ভাষায় নারায়ণের স্তব—মধুর রস । এই সামান্য রক্ষটি আমার ন্যায় অজ্ঞ মালীর দ্বারা রোপিত হওয়ায় ইহাতে পোকামাকড় প্রভৃতি নানাবিধ দোষ জন্মিয়াছে।” কিন্তু আমাদের বোধ হয় এত পোকা মাকড় না জন্মাইতে দিয়া বিনীতস্বভাব মালীমহাশয় যদি রক্ষটিকে আদো উপড়াইয়া ফেলিতেন তাহ হইলে সাহিত্যক্ষেত্রের বিশেষ কোন ক্ষতি হইত না । পদ্য লতা ! — প্রথম ভাগ । শ্রীপবন চন্দ্র মারিক প্রণীত । বীড়ন যন্ত্রে মুদ্রিত। ইহা এক থানি ‘সুকুমারমতি শিশুদের পাঠ্য পদ্য গ্রন্থ । কিন্তু ইহার প্রথম প্রবন্ধ “ঈশ্বরের মহাক্সে” লিখিত আছে -- “চৈতন্য স্বরূপ তিনি, কিন্তু নিরাকার, উপযুক্ত দিতেছেন সবার সাহার।” সুকুমারমতি শিশুরা ইহার ভাবাৰ্থ । কি বুঝিবে ? আর যাহারা ভাবাৰ্থ বুঝিতে পরিবে তাহারা সহজেই জিজ্ঞাসা করিবে । যে প্রথম পংক্তিতে "কিন্তু” শব্দের সার্থকতা , কোথায় ? - অীর এক স্থলে . . . . “পরিশ্রম পরাঙ মুখ যে জাতি হইয়া, . স্বভাবজ দ্রব্যে কিন্তু যথেচ্ছ খাইয়া, : উদর পূরণ করে পশুর মতন, : তাদের অসভ্য জাতি বলে সৰ্ব্বজন।” : শিশুদের জন্য ইহা অপেক্ষা ভাষা সরল: হওয়া উচিত। .