পাতা:ভারতী ১২৮৫.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ 289 : বোম্বাই রায়ৎ । । (ভারতী প্র ১২৮৫ খতের উপর সাক্ষীস্বরূপ স্বাক্ষরিত হয় । অনেকস্থলে লেখক ও সাক্ষীর ব্যবসাই খত | লেখ, সাক্ষর করা ও কোটে উপস্থিত হইয়া भूल उाश अनाब्राप्महे अश्धांबन कहा बाँ ইতে পারে। খত লিখিবার সময় রায়তের সঙ্গে সঙ্গে তাহার একজন জামীন উপস্থিত থাকে,ণ্ড কখনো বা তাহার ৱদ্ধ মাতা কিম্বা স্ত্রীকে সাহুকার তাহার ঋণপাশে বদ্ধ না করিয়া ক্ষান্ত থাকে না। তাহার কারণ এই, টাক আদায়ের সুবিধা । বৃদ্ধ মাতার কি গৃহিণীর কারাবাস-ভয়ে রায়ত যেমন করিয়াই হউক ঋণ শোধ করিতে তৎপর হয়। যখন আগামী বৎসরের ফসল প্রস্তুত হয়, আর গবর্ণমেণ্টের টাকা মুখী কিম্বা তলাটার | হস্তে গচ্ছিত হয়, তখন সাহুকার রায়তের দ্বারে আসিয়া দণ্ডায়মান হয়। অনেক কাকুতি মিনতির পর রায়ত আপনার সংসার খরচের জন্য যৎকিঞ্চিৎ হাতে রাখিয়া অবশিষ্ট স্বদের টাকা বলিয়া হয়ত মহাজনের হস্তে অৰ্পণ করে। দেন। বৃদ্ধি হইলে মহাজন হয়ত সমস্ত ফসলই গৃহে লইয়া যায়, ও রায়ুত যখন আপনার পরিবার পোষণের জন্য অল্প কিছু প্রার্থনা করে তখন সাহ কার তাহাকে বুঝাইয়া দেয়—তোর ভাবনা কি ? তোর যখন যাহা প্রয়োজন হইবে আমার দোকান হইতে সকলি পাইবি । পর বৎসরে শস্য বপন করিবার বীজ চাই, রায়ত অমনি মহাজনের দ্বারে গিয়া উপস্থিত। মহাজন তাহাকে বীজ ধার দেয় ; ধারের নিয়ম এই যে, শস্য পরিপক ছুইলে - - | স্বাক্ষ্য প্রদান করা—ইহাদের সাক্ষ্যের কত ঋণের দ্বিগুণ ত্রিগুণ শস্য স্বদ সমেত প্রত্যপর্ণ করিতে হইবে। এইরূপে বীজ বপনের জন-জীবিকা নিৰ্ব্বাহের জন্য প্রতিবৎসর তাহাঁদের বণিকের দোকানে ধার করিতে হয়। পর বৎসর ফসল কাটিবার সময় উপস্থিত,কিন্তু এইরূপে গবর্ণমেণ্টের খাজনা | দিয় যাহা কিছু উদ্ধৃত হয় তাহা গত বৎ সরের দেনার সুদ পরিশোধ করিতে গিয়া সকলি নিঃশেষিত হইয়া যায়। এই স্বদ ক্রমে মূল ধনের উপর সঞ্চিত হইয় কর্ক্স ক্র মিক বাড়িয়া যায়, ও যখন খত তামাদি হুই বার উপক্রম হয় তখন মহাজন অবসর বু ঝিয়া স্বদের হিসাব করিয়া বৰ্দ্ধিত আকারে । এক নুতন তমস্থক প্রস্তুত করিয়া লয়। এ বারকিন্তু সহজ তমস্থকে সাহুকার সন্তুষ্ট নয়, তাহার সঙ্গে বন্ধক চাই—রায়তের ক্ষেত্র ও বসত বাট বন্ধক লিখিয়া এক নুতন তমস্থক লিখিত ও স্বাক্ষরিত হয়। এই প্রকারে গরীব বেচারী অাটে ঘাটে এরূপ বদ্ধ হইয়া পড়ে যে তাহার পলাইবার পথ থাকে না । অবশেষে যখন দেন পরিশোধ করিবার অfর তাহার কিছুমাত্র সঙ্গতি থাকে না, তখন মহাজন তাহার তমস্থক লইয়া রায়তের বিরুদ্ধে আদালতে মকদ্দাম উপস্থিত করে। এই সকল মকদ্দামার অধিকাংশ রায়তের অবর্তমানেই নিম্পত্তি হয় । খন্তেয় লেখক - ও এক স্বাক্ষরকারীর সাক্ষ্য লইয়া জঞ্জ স্ব-1 i কীয় কোর্ট হইতে ডিগ্রী বাহির করেন । । সেই ডিগ্রী জারী হইয় রায়তের ঘর জমি # সকলি অলপ মূল্যে নিলামে বিক্রয় হইয় शाग्न । अtनकगभग्न भशअम निएलई श्ब्रड उ ;

  • -., , , , , , , . . . . . . .”.” ‘’’: