পাতা:ভারতী ১২৮৫.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - - - - - বোম্বাই রয়েৎ । - $gå

| ভারতী শ্রা ১২৮৫ ; হার সমুদয় সম্পত্তি ক্রয় করিয়া লন । মহা{ জন রায়তের জমী লইয়া কি করিবেন, তিনি কিছু নিজ হাতে চাস করিতে পারেননি, সুতরাং রায়তকেই হয়ত তাহ ইজারা দিয়৷ পাট্টা লিখিয় লন । যে রায়ত এক কালে ভূস্বামী ছিল সে হয়ত মহাজনের কোরপ ! প্রজ হইয়৷ সেই জমি উগভোগ করে, ও কখনো বা তাহার দাসত্ব করিয়া যথাকথ ঞ্চিৎক্ষপে দিনপাত করিতে বাধ্য হয় । রায়স্ত-মক্ষিকার উপর মহাজন-মাকড়সার. জাল অপে অম্পে কিরূপে বিস্তৃত হয় তাহ বলা হইল। কিন্তু এই ত গেল সাধারণ নিয়ম । এতৎব্যতীত কত সময় কত জাল তমলুক--হিসাবে কত প্রতারণা-মিথা মকদ্দমা প্রভৃতি সকল অস্ত্র প্রয়োগ করিয়া মহাজন রায়তের সর্বনাশ করিতে উদ্যত হয় ; তাহার ভুরি ভুরি দৃষ্টান্ত আদালতের দফতরে দেখিতে পাi 3珊对贺村 রায়তেরা যে বিষম ঋণভার-প্রপীড়িত তাহার উদাহরণ দক্ষিণ রায়তদের উপর যে কমিসন বসিবার কথা পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে তাহার রিপোটে অনেক সংগৃহীত দেখা যাইবে । মহাজনদের খাত হইতে কতক" গুলি কৃষকের কর্জের হিসাব পৰ্য্যবেক্ষণে প্রকাশ পাইতেছে যে যে টাকা ধায় দেওয়া গিয়াছে তাহার সমটি ৪৯১৭ টাকা-যত fটাক শোধ হইয়াছে তাহার সমষ্টি ৫৯১৮ ::জার তাছা দিয়া এখনে ৫৯১৬ টাকা বাকি দেনা করিয়াছে। এতদ্বাতিরিক্ত মনে সে দশ টাকা নগদ দিয়া ২৫ টাকার এক মু | রাখিতে হইবে যে প্রজারা এই বলিয়া অনেক সময় হাহাকার করে যে খতপত্রে যত টাকা দেন। বলিয়া লিখিত আছে তাহার সম্পূর্ণ তাহারা পায় নাই, কিম্বা ধার শুধিতে তাহারা যত টাকা মহাজনকে গণিয় দিয়াছে তাহা তাহাদের হিসাবে জমা হয় । নাই । - ঐ রিপোর্ট হইতে আরো কতকগুলি দৃষ্টান্ত দেখাইলে রায়তদের দৈন্যাবস্থা পাঠকদিগের বিশেষরূপে হৃদয়ঙ্গম হুইবে । কত্তিরে পরিবার,যাহার। পর্ণেজ গ্রামের পাটেলকী কৰ্ম্ম বংশপরম্পর ভোগ করিয়া আসিতেছে, তাহার। দক্ষিণ দেশের নামাঙ্কিত পরিবার মধ্যে গণ্য ছিল। বার বৎসর হইল তাহীদের গৃহস্বামী ২০০ টাকা ধার করেন । তিনি ৩৩৫ টাকা প্রত্যপণ করেন, রাকি ৩৮৫ টাকার জন্য তাহার উপর মকদ্দাম | আনা হয়, তাহাতে ভূমি সম্পত্তি-প্রায় { ৪০ বিঘা জমি নিলামে বিক্রয় হইয়া যায়, ও । এক্ষণে তিনি দাসত্ব করিয়া জীবন-যাত্রা নিৰ্ব্বাহু করিতেছেন। বালাজী অtট টাকা ধার করিয়া ১৫টাকা দেন পরিশোধ করেন। } মহাজন তাহার উপর ৩০ টাকা ডিক্ৰী পা- { ইয়া সেই ডিক্ৰীজারী করিয়া তাহার ৪-বিঘা ৷ জমি ও ১২ টা বলদ বিক্রী করাইয়া স্বয়ং তাহা কিনিয়া লন । শ্ৰীপতি এক মন দাম | (দাম তার বড় জোর ৪ টাকা । ধার করিয়া ! প্রত্যপণ করেন। স্বদের জন্য উহাকে ; ১৫ টাকার খত স্বদ শুদ্ধ লিখিয়া দিতে হয়। | আবার দেন শুধিবার জন্য উত্যক্ত হইলে । - S AAA AAAA SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS