পাতা:ভারতী ১২৮৫.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

% Ꮌ☾o বোম্বাই রায়ৎ। (ভারতী শ্র ১২৮৫ | -* भकफंभांब কাৰ্য্য-প্রণালী যতই সহজ ইউক না কেন, সামান্য রায়তের পক্ষে তাঁহাই ইয়া যায়। যদি কোন রায়ত মহাজনের বিরুদ্ধে দ্বন্দ-যুদ্ধে কৃতনিশ্চয় হয়—প্রথমতঃ তাহাকে গ্রাম ছাড়িয়া, কাজ কৰ্ম্ম পরিত্যাগ করিয়া কত দূরে আসিয়া সংগ্রাম করিতে হইবে—তার পর স্ট্যাম্পের ব্যয় ও উকীল খরচা, কত কারণে - মকদ্দমা স্থগিত হইতেছে ও তাছার পুনঃপুনঃ আদালতে আসিয়া কষ্ট ভোগ—তার পর নিজ পক্ষ সমর্থনের জন্য প্রমাণ সংগ্রহ করা সেও তাহার পক্ষে সহজ নহে। এই সকল কারণে বুঝিতে পারা যায় মকদ্দমার সময় কেন প্রতিবাদিগণ প্রায়ই অনুপস্থিত থাকে । নথি অনুসন্ধান করিলে দেখা যাইবে যে শত করা ৯০ মকদম রায়তের অবর্তমানেই নিম্পত্তি হইয় থাকে । আর এই সকল ধার কর্জের মামলায় শতের একটতে যদি রায়তে জয়লাভ করিতে পারে তাহাই ঢের অর্থাৎ একশতের মধ্যে এক জন রায়ত যদি মহাজনের ষড়চক্রের বিরুদ্ধে জয়লাভে সমর্থ হয় তবে তার ভাগ্য বলিতে হইবে। এ অতি ভয়ানক কথা । ফৗজদারী মকদ্দমায় এ অপেক্ষ সুবি. চারের সস্তাবনা। যদি চুরির অভিযোগ আনিয়া কাহারে বিরুদ্ধে নালিশ করা যায় সে হয়ত ছুই এক মাস কারাদণ্ডে দণ্ডিত হইতে পারে, কিন্তু সে বিচারের সময় স্বয়ং উপস্থিত থাকিয়া সাক্ষীদের জের নিতান্ত দুরূহ, তাহাতেই সে থত মত খা: | করিতে পারে, শত্রুর অভিযোগ খণ্ডন ক রিতে পারে—আপনার নির্দোষিত সপ্রমাণ করিতে সমর্থ হয় । § . মকদ্দমার ব্যয়বাহুল্য হেতু যে রায়তেরা অনেক সময় মকদ্দমা চালাইতে । অক্ষম হইয়া মিথ্যাবাদী বাদীর নিকটেও | পরাভূত হয় তাহ রায়ত কমিসনরগণ স্বীকার করিয়াছেন। র্তাহার বলেন যে মকদমার বায়াধিক্য গরীব রায়তদের পক্ষে গুরু-ভার-জনক । এই ব্যয় যদি মকদ্দমার ন্যায্য খরচার অধিক ন হইত তবে কিছু বলিবার থাকিত না । কিন্তু দেখিতে গেলে স্টাম্প ও কোট ফী হইতে যে রাজস্ব উৎপন্ন । হয় তাহ হইতে মূল ও আপীল কোর্টের | সমুদয় খরচা বাদেও এই বোম্বাই প্রেসিডেন্সির জন্যই প্রায় ৬ লক্ষ টাকা উদ্ধৃত্ত ङ्ध्र ! মকদমার ব্যয় বাহুল্য প্রতিপাদন করিবার জন্য এক্ষণকার আইন অনুসারে । প্রতিবাদীর উপর কি কি খরচ পড়ে তাহ। দেখাইলেই যথেষ্ট হইবে । মনে কয় এক খতের টাকা আদায়ের দাওয়া। প্রতিবাদীর বক্তব্য এই যে খতের টাকা সে পায় নাই । এই কথা সমর্থনা করিবার জন্য তার চfর সাক্ষীর প্রয়োজন । সমন জারী হইয়াও তাহদের মধ্যে এক छन। সাক্ষী উপস্থিত হয় নাই । ইহীও অমুমান করা যাউক যে সেই মকদ্দমায় প্রতিবাদীর পক্ষ সমর্থন করিবার জন্য এক জন উকীল নিযুক্ত হইয়াছে। এইরূপ হইলে । প্রতিবাদীর যে খরচ পড়িৰে তাছা নিয়ে { প্রদর্শিত श्हेप्च्एश्।- -----