পাতা:ভারতী ১২৮৫.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ఫి &8 - করুণা। --- -- ( ভারতী শ্রী ১২৮৫

মার একজন এইরূপ একে একে করিয়া কুণ্ড পথিক চলিয়া গেল। এপর্যন্ত করুণা }ভদ্র পথিক এক জনে দেখিতে পায় নাই— o | কিন্তু কি সৰ্ব্বনাশ! ওই একজন প্যান্টলুন | চাপ্ৰকানধারী আদিতেছে, অনেক সময়ে - ভালোকদেয় ( ভদ্র কথা সাধারণ অর্থে ঘেরূপে ব্যবহৃত হয় ) যত ভয় হয় এত আর কাছাদেরো নয়। ওই দেখ করুণা যে গাছের তলায় বসিয়াছিল সেই দিকেই আদিতেছে, করুণাত ভয়ে আকুল, মাটির দিকে চাহিয়৷ থর থর কঁাপিতে লাগিল । | পথিকটিত বল নয় কহু নয়, অতি শাস্ত

ভাবে আসিয়া সেই গাছের তলাটিতে জায়গা ছিল না, পথের ধীরে কি অীয় গাছ ছিল না ? পথিকটি স্বরূপ বাবু । স্বরূপ বাবুর স্ত্রীলোকদিগের প্রতি যে একটা স্বাভাবিক টান ছিল তাহারই আকর্ষণ এড়া বসিয়া ছিলেন । তিনি জানিতেন না যে করুণীকে সেখানে দেখিতে পাইবেন । কিন্তু যখন করুণাকে দেখিলেন, চিনিলেন। তখন না। করুণা দেখে নাই,পথিকটি কে। সে ভয়ে বিহ্বল হইয় পড়িয়াছে, সেখান হইতে উঠিয় যাইবে যাইবে মনে করিতেছে, কিন্তু পারিতেছেন । কিছুক্ষণত বিস্ময় ও আনন্দের তোড় সামলাইতে গেল, তার পর স্বরূপ অতি মধুর গদ গদ স্বরে কহিলেন “করুণা"। করুণ। এই সম্বোধন শুনিয়া একেবারে চমকিয় উঠিল, পথিকের দিকে চা --- t-it_* * * : zriarca -- * - আসিয়া বসিল কেন ? বসিতে কি আর | ইতে না পারিয়া গাছের তলায় আসিয়া । তাহার বিস্ময়ের ও আনন্দের অবধি রহিল ! বা অন্যান্য মহা মহা নায়কের মুখে স্বচ্ছন্দে | شناستاتنتشتستتنتاشتاتنت استنت হিল—দেখিল স্বরূপ বাবু! তাহার চেয়ে একটা সাপ যদি দেখিত করুণ কম ভয় পাইত। করুণ কিছুই উত্তর দিল না। স্বরূপ অনেক কথা বলিতে লাগিল, এ কয় রাত্রি সে করুণার জন্যে কত কস্ট পাইয়াছিল তাহার সমস্ত বর্ণনা করিল। সেই সুখ-রাত্রে তাহীদের প্রেমালাপের যখন সবে সূত্রপাত হইয়াছিল, এমন সময়ে ভঙ্গ হওয়াতে অনেক দুঃখ করিল, সে অতি হতভাগ্য, বিধাতা তহিকে চির জীবন দুঃখী করিবার জনাই বুঝি স্বষ্টি করিয়াছেন, তাহার কেন অাশাই সফল হয় না । অবশেষে, করুণা নরেন্দ্রের বাড়ি হইতে যে বাহির হইয়া অগিয়াছে, ইহা লইয়া । অনেক আনন্দ প্রকাশ করিল—কহিল, আরে ভালই হইয়াছে, তাহদের দুই জনের যে প্রেম যে স্বৰ্গীয় প্রেম, তাহা নিষ্কণ্টকে ভোগ করিতে পারবে অারে। এমন অনেক কথা বলিল, তাহ! যদি লিখিয়া লওয়া যাইত, তাহা হইলে অ’ নেক বড় বড় নভেলের রাজপুত, ক্ষত্রিয় ! t বসানো যাইত, কিন্তু করুণা তাহার রসা. । স্বাদন করিতে পারে নাই । to “ স্বরূপ এলাহাবাদে যাইবে, তাই স্টেষণে | যাইতেছিল পথের মধ্যে এই সকল ঘ, । छैन| । - আর কোন ভাবনা ভাবিতে হবে না । ] করুণা কাল রাত্রি হইতে ভাবিতে ছিল, । কোথায় যাইবে—কি করিবে কিছুই ভাবিয়া{ " کنستانتین স্বরূপ প্রস্তাব করিল, করুণ |