পাতা:ভারতী ১২৮৫.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী শ্র ১২৮৫ ; করুণী । ক্ৰনক্ষত্র 36న ! হইয়াছে—ততই রজনীর উপর মমতা उीशंद्र शुक्लमूल हद्देशांटाइ। भएश्ठ ७श्वन ভাবিয়াই পাইতেছে না তাহাকে কেন ভাল বাসে নাই—এমন মৃদু, কোমল, স্নিগ্ধস্বভাব, তাহাকে ভাল বাসে না এমন পিশাচ আছে ? কেন, তাহাকে দেখিতেইবা কি মন্দ ? মন্দ ? কেন অমন মুন্দর স্নেহপূর্ণ চক্ষু! অমন কোমল ভাব-ব্যঞ্জক মুখঐ ! ভাব লইয়। রূপ, ন বর্ণ লইয়া ? রজনীর যাহা কিছু ভাল তাছাই মহেন্দ্রের মনে পড়িতে লাগিল, আর তাহ'র যাহা কিছু মন্দ তাহাও মহেন্দ্র ভাল বলিয়া দাড় করাইতে চেষ্টা করিতে লাগিল । ক্রমে রজনীকে যতই ভাল বলিয়া বুঝিল—আপনাকে ততই পিশাচ বলিয়া মনে হইল । মহেন্ত্রের সেখানে বিলক্ষণ পর্শীর হইয়াছে। মাসে প্রায় দুই শত টাকা উপজর্জন করিত । কিন্তু প্রায় সমস্তই রজনীর কাছে পাঠাইয়া দিত, নিজের জন্য এত অলপ টাকা রাখিয় দিত যে আমি ভাবিয়া পাই না, কি করিয়া তাহার খরচ চলিত । অনেক দিন হইয়া গেছে মইেন্দ্রের বাড়ি আসিতে বড়ই ইচ্ছ,হয়, কিন্তু সকল কথা মনে উঠিলে আর ফিরিয়া আসিতে পা সরে না । মহেন্দ্র একটা চিটি পাইয়াছে, পাইয় অবধি বড়ই অস্থির হইয়৷ পড়িয়ছে । ইহা সেই মোহিনীর চিঠি । চিঠির শেষ ভাগে লিখা আছে—“আপনি যদি { রজীকে নিতান্তই দেখিতে না পারেন— যদি রজনী এখানে আছে বলিয়া আপনি নিতান্তই মালিতে না চান—তবে আপ ينيين يعتمدعين مجيب- يجد جديميه نضجيج

rAGAAASAASAASAASAAASHHSL

সহিত তাহার রূপের তুলনা করিতেন, আর | ‘. নার আশঙ্কা করিবার বিশেষ কোন কারণ নাই, সে তাহার দিদির বাড়ি চলিয়া যাইবে । রজনী লিখিতে জানে না বলিয়৷ আমি তাহার হইয়া লিখিয়া দিলাম। সে লিখিতে জানিলেও হয়ত আপনাকে লিখিতে সাহস করিত না ।” ইহার মৃদু তিরস্কার "মহেন্ত্রের মৰ্ম্মের মধ্যে বিদ্ধ হইয়াছে, সে স্থির করিয়াছে, দেশে ফিরিয়া যাইবে । রজনীর শরীর দিনে দিনে ক্ষীণ হুইয়া । যাইতেছে—মুখ বিবর্ণ ও বিষন্নতর হইতেছে । এক দিন সন্ধ্যাবেল সে মোহিনীর গল! ধরিয়া বলিল, “দিদি—আর আমি বেশীদিন বঁচিব না।” মোহিনী কহিল "সেকি রজনি, ওকথা বলিতে নাই ।” রজনী বলিল “হঁ। দিদি তামি জানি, তার আমি বেশী দিন বাচিব না ; যদি এর মধ্যে । তিমি না আসেন তবে তাকে এই টাকা গুলি দি ও । তিনি আমাকে মাসে মাসে টীকা পঠাইয়া দিতেন কিন্তু আমার খরচ করিবার দরকার হয় নাই, সমস্ত জমাইয়া রাখিয়াছি ’ মোহিনী অতিশয় স্নেহের সহিত রজনীর মুখ তাহার বুকে টানিয়া । লইয়া বলিল "চুপ কর, ওসব কথা বলি- | সনে । মোহিনী অনেক কন্টে অশ্র সম্বরণ | করিয়া মনে মনে কহিল “মা ভগবতি, { আমি যদি এর দুঃখের কারণ হোয়ে থাকি | তবে আমার তাতে কোন দোষ নাই ।” } হাত অবসর পাইলেই রজনীয় শাশুড়ি } রজনীকে লইয়া পড়িতেন—নানা खख्त्र ! ""ψαν. Α.